In a database, what is a single row in a table technically called?
Solution
Correct Answer: Option A
- ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে (DBMS) একটি টেবিলের একক সারিকে (Single Row) টেকনিক্যাল ভাষায় Tuple বা Record বলা হয়।
- রিলেশনাল ডেটাবেস মডেলে টেবিলের এক একটি সারি নির্দিষ্ট কোনো বস্তুর তথ্যের সেট প্রকাশ করে।
- অপরদিকে, টেবিলের প্রতিটি কলামকে (Column) বলা হয় Attribute বা Field।
- একটি Schema হলো সম্পূর্ণ ডেটাবেসের লজিক্যাল কাঠামো বা ব্লুপ্রিন্ট, এটি কোনো একক সারি নয়।
- সুতরাং, ডেটাবেস টেবিলের একটি সিঙ্গেল রো-কে Tuple বা Record বলা হয়।