In the ACID properties of a database transaction, what does 'A' stand for?
Solution
Correct Answer: Option A
- ডেটাবেস ট্রানজ্যাকশনের ACID প্রপার্টি হলো চারটি বৈশিষ্ট্যের সমষ্টি, যা ডেটাবেসের নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব নিশ্চিত করে।
- এখানে 'A' বলতে Atomicity (অ্যাটোমিসিরা) বোঝানো হয়।
- এই বৈশিষ্ট্য অনুযায়ী, একটি ট্রানজ্যাকশনের মধ্যে থাকা সব কাজ সম্পন্ন হতে হবে, নতুবা কোনো কাজই সম্পন্ন হবে না।
- অর্থাৎ, একটি ট্রানজ্যাকশন হয় সম্পূর্ণভাবে সফল হবে (All), অথবা পুরোটাই বাতিল হয়ে যাবে (Nothing), কিন্তু মাঝামাঝি অবস্থায় থাকবে না।
- ACID এর পূর্ণরূপ হলো:
১. Atomicity (অ্যাটোমিসিরা)
২. Consistency (কনসিস্টেন্সি)
৩. Isolation (আইসোলেশন)
৪. Durability (ডিউরেবিলিটি)