Solution
Correct Answer: Option A
- Obsolete অর্থ সাবেক, সেকেলে বা বর্তমানে যার ব্যবহার বা চল নেই (No longer produced or used; out of date)।
- Outdated অর্থ বর্তমানে প্রচলিত নয় বা সেকেলে। এই শব্দটি Obsolete এর সমার্থক।
- অন্যদিকে Modern অর্থ আধুনিক বা বর্তমান যুগের সাথে সম্পর্কিত।
- Current অর্থ চলতি বা বর্তমান সময়ে বিদ্যমান।
- Popular অর্থ জনপ্রিয়।
- সুতরাং, দেখা যাচ্ছে যে Outdated ছাড়া বাকি অপশনগুলো Obsolete শব্দের বিপরীত বা ভিন্ন অর্থ প্রকাশ করে।