Fill in the blank: 'The _____ of proof lies with the prosecution.'
Solution
Correct Answer: Option B
- এই বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দটি হবে 'Onus'।
- 'The onus of proof' একটি আইনি প্রবচন, যার অর্থ প্রমাণের দায়ভার বা দায়িত্ব।
- সম্পূর্ণ বাক্যটির অর্থ দাঁড়ায়: প্রমাণের দায়ভার বা দায়িত্ব বাদী পক্ষের (Prosecution) ওপর ন্যস্ত থাকে।
- 'Onus' শব্দের অর্থ হলো দায়িত্ব বা বোঝা (Burden)।
- প্রদত্ত অন্য অপশনগুলোর অর্থ এখানে সামঞ্জস্যপূর্ণ নয়; যেমন- Bonus (বাড়তি পাওনা), Prize (পুরস্কার), Reward (পুরস্কার)।
- আইনের ভাষায় সাধারণত কোনো অপরাধ প্রমাণের মূল দায়িত্ব বা Burden of Proof সবসময় বাদী পক্ষের ওপরই বর্তায়।