কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি?
Solution
Correct Answer: Option C
- বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদন (যেমন: Economic Review) অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি (Trade Deficit) রয়েছে চীনের সাথে।
- চীন বাংলাদেশের আমদানির প্রধান উৎস (মোট আমদানির ৩০% এর বেশি)।
- জাতিসংঘের আঙ্কটাড-এর ২০২৪ সালের তথ্যমতে, চীন থেকে প্রায় ২,৩০০ কোটি ডলারের পণ্য আমদানি হয়, যার বিপরীতে বাংলাদেশ রপ্তানি করে ৮০ কোটি ডলারের কম।
- চীন ৯৮% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও মূলত পোশাক, মাছ, চামড়া ও পাটের বাইরে রপ্তানিযোগ্য পণ্যের অভাবে এই বিশাল ঘাটতি কমছে না।
- এফটিএ (FTA) বা মুক্ত বাণিজ্য চুক্তি প্রসঙ্গ: বাণিজ্য ঘাটতি কমানো ও এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের সাথে এফটিএ নিয়ে আলোচনা চলছে (২০১৬ সালে সমঝোতা স্মারক সই হয়েছে)। চীন আশা করছে ২০২৬ সালের মধ্যে এই চুক্তি সই হবে।
সোর্সঃ INDEPENDENT. (২২ ডিসেম্বর ২০২৫)