নিচের পত্রিকাগুলোর মধ্যে যেটি ব্যতিক্রমধর্মী -

A প্রগতি

B কালিকলম

C সীমান্ত

D পূর্বাশা

Solution

Correct Answer: Option C

মাহবুব আলম চৌধুরীর সম্পাদনায় নভেম্বর,১৯৪৭ সালে মাসিক 'সীমান্ত' পত্রিকা চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়,যাতে রাজনৈতিক খবরাখবর প্রকাশিত হতো। এ পত্রিকা হিন্দু -মুসলিম দাঙ্গা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ।

- বুদ্ধদেব বসু ও অজিতকুমার দত্তের সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা 'প্রগতি' (১৯২৭),
- সঞ্জয় ভট্টাচার্যের সম্পাদনায় কুমিল্লা থেকে প্রকাশিত পত্রিকা 'পূর্ব্বাশা' (১৯৩২) এবং
- আনিসুজ্জামান এর সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা 'কালি ও কলম '  
অর্থাৎ, প্রগতি, পূর্ব্বাশা ও কালি ও কলম  ছিল মূলত সাহিত্য পত্রিকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions