The Archeology Department is working to declare .....as a preserved antiquity .
A Shah Porir dwip
B Porir pahar
C Tomb of Pori bibi
D Porir Hat Bazar
Solution
Correct Answer: Option C
লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ ।মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে শাহজাদা আযম শাহ ১৬৭৮ সালে এর নির্মাণ শুরু করেন এবং সুবেদার শায়েস্তা খানের আমলেও এর নির্মাণ কাজ বন্ধ থাকে .১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত এর মৃত্যু হলে শায়েস্তা খান এর নির্মাণ কাজ বন্ধ করে দেন ।এ কেল্লার ভিতরে পরিবিবির মাজার অবস্থিত .১৯৬২ সালে প্রত্নতত্ত্ব বিভাগ লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত পরিবিবির মাজারসহ সকল স্থাপত্য নিদর্শন রক্ষাণাবেক্ষণের দায়িত্ব লাভ করে