বর্ণিত বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃতান্ত্রিক?

A গারো

B হাজং

C ত্রিপুরা

D চাকমা

Solution

Correct Answer: Option A

- গারো বাংলাদেশের একটি নৃগোষ্ঠী।
- এদের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক।
- এরা ময়মনসিংহ শেরপুর, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে।

• বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি — গারো, খাসিয়া।
• বাংলাদেশের পিতৃতান্ত্রিক উপজাতি— ৪৫টি উপজাতির মধ্যে গারো ও খাসিয়া ছাড়া বাকি ৪৩ টি উপজাতিই পিতৃতান্ত্রিক।
• মুসলমান উপজাতি-- পাঙন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions