Solution
Correct Answer: Option D
- নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণি, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদির নামের পূর্বে 'The' বসে।
- যেমন: The Andamans, The Himalayas, The Pacific.
- কিন্তু একটি মাত্র পর্বত ও দ্বীপ বুঝালে তার পূর্বে ‘The' বসে না।
- যেমন: Everest, Sandwip, Hatia.