বাংলাদেশ সরকারি কর্মকমিশন (জেলা ক্রীড়া অফিসার) - ১৩.১২.২০২৩ (100 টি প্রশ্ন )
- বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর ওপর নির্ভরশীল কেননা বস্তুর ভর m তার মৌলিক ধর্ম।
- তাহলে কোন কারণে অভিকর্ষজ ত্বরণ পরিবর্তিত হলে বস্তুর ওজনেও পরিবর্তন আসবে।
- বিষুবীয় অঞ্চল বরাবর পৃথিবীর ব্যসার্ধ সর্বাধিক বলে g এর মান সবচেয়ে কম।
- এ অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া হবে পৃথিবীর ব্যাসার্ধ তত কমতে থাকে তথা g এর মান বাড়ে।
- এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে।
- আবার মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় g এর মান এ অঞ্চলে সর্বাধিক ফলে এখানে বস্তুর ওজনও সবচেয়ে বেশি হয়।
দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ও ব্যাসার্ধের অনুপাত সমান। 

ধরি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 3r, 4r
∴ ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত = π(3r)2 / π(4r)2
= 9r2 / 16r2
= 9/16
= 9 : 16
- বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা প্যারীচাঁদ মিত্র।
- এই উপন্যাসের বিখ্যাত চরিত্র- ঠকচাচা, মতিলাল।
- উপন্যাসে দেখা যায় যে, বাবুরাম বাবু তার অতি আদরের পুত্র মতিলালকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেয়ার ব্যাপারে উদাসীন ছিল।
- অধিকন্তু মতিলাল নানা কুসঙ্গে পড়ে অধো:পতনের শেষ ধাপে চলে যায়।
- অপর দিকে তার অনূজ রামলাল বেড়ে বড় হয় বরদাবাবুর সংস্পর্শে থেকে এবং নীতিবান বরদাবাবুর নিকট থেকে সে ধর্ম ও নৈতিক শিক্ষা পায়।
- ফলে সে সবার প্রশংসা লাভ করে। উপন্যাসের কয়েকটি চরিত্র যেমন, নীতিবান বরদাবাবু, আদর্শ যুবক রামলাল, সজ্জন বেনীবাব এই চরিত্রগুলো তেমন একটা ফুটে উঠেনি।
- কিংবদন্তিতুল্য কৃষক নেত্রী ইলা মিত্রের নেতৃত্বে ১৯৪৯-৫০ সালে বৃহত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্তর্গত নাচোল উপজেলার জমিদারদের বিরুদ্ধে সাঁওতাল কৃষকদের বিদ্রোহ সংঘটিত হয় যা ইতিহাসে নাচোল বিদ্রোহ নামে পরিচিত।
- সাঁওতালরা বংশপরম্পরায় একই জমি চাষ করে আসলেও তার স্বত্বাধিকার স্বীকৃত হয়নি। বরঞ্চ প্রথা অনুযায়ী কৃষক প্রতি কুড়ি আড়ি ফসল কাটার বিনিময়ে মাত্র তিন আড়ি ধান পেত। পরে আন্দোলনরত কৃষকরা দাবি করে কুড়ি আড়ি ধান প্রতি সাত আড়ি ধান লাভের অধিকার ।আন্দোলন দিকে দিকে তীব্রতর হতে থাকে।
- এরই মধ্যে ১৯৫০ সালে প্রণীত ' পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন' এর আওতায় সাঁওতাল চাষিদের জমির উপর অধিকার প্রদান করা হয় এবং এতে আন্দোলন স্তিমিত হয়ে যায়।
- 'চোখের বালি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
- এটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিকমূলক সামাজিক উপন্যাস।

অন্যদিকে,
- সোনার তরী , চিত্র ও বলাকা  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।
বাংলাদেশের সংবিধানে ৭টি তফসিল রয়েছে। যথা:
- প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল:  বিলুপ্ত,
- তৃতীয় তফসিল:  শপথ ও ঘোষণা,
- চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি,
- পঞ্চম তফসিল:  ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,
- ষষ্ঠ তফসিল: ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
- সপ্তম তফসিল:  ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র।
- জাহানারা ইমাম শহীদ জননী হিসেবে খ্যাত। তাঁর সর্বাধিক খ্যাতির কারণ স্মৃতিচারণমূলক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'র জন্য।

- 'শহিদ জননী জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি 'একাত্তরের দিনগুলি' । জাহানারা ইমামের লেখা ব্যক্তিগত ডায়েরী থেকে ১ মার্চ, ১৯৭১ থেকে ১৭ ডিসেম্বর, ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাবলি নিয়ে ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে একাত্তরের দিনগুলি' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- ‘সাতটি তারার ঝিকিমিকি' (১৯৭৩),
- 'অন্য জীবন' (১৯৮৫),
- একাত্তরের দিনগুলি' (১৯৮৬),
- 'বিদায় দে মা ঘুরে আসি(১৯৮৯),
- 'বুকের ভিতর আগুন' (১৯৯০),
- 'নিঃসঙ্গ পাইন' (১৯৯০),
- 'নাটকের অবসান' (১৯৯০),
- 'ক্যান্সারের সঙ্গে বসবাস' (১৯৯১),
- প্রবাসের দিনগুলি (১৯৯২)।
- কোনো জায়গার সর্বত্রজুড়ে বোঝাতে preposition হিসেবে around বসে।
- While waiting for my train, I took a walk around the station- ট্রেনের জন্য অপেক্ষা করার সময় আমি পুরো স্টেশনজুড়ে হেঁটে বেড়াচ্ছিলাম।
‘Data’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ হলো - উপাত্ত

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
• ‘Constituency’ শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Gazette’ শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র।
• ‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষা - শিক্ষানবিশ। 
• ‘Invoice’ শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি। 
• ‘Manuscript’ শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
• 'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
• ‘Analogy’  শব্দের বাংলা পরিভাষা - উপমা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী, "লুঙ্গি" শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে।
- তবে, নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে এটি বর্মী ভাষার শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে।

- শব্দের উৎসমূল নির্ধারণে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য সর্বাধিক গ্রহণযোগ্য হওয়ায়, সঠিক উত্তর লুঙ্গি ফারসি শব্দ ।

বাংলা ভাষায় আগত ফারসি শব্দ:
- পোলাও, আমদানি, কারখানা, খোদা, গুনাহ, চশমা, জবানবন্দি,
- জানোয়ার, জিন্দা, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত,
- দোজখ, দৌলত, নালিশ, নামায, নমুনা, পয়গম্বর, ফেরেশতা,
- ফিরিঙ্গি, বেহেশত, বাদশাহ, বারান্দা, বান্দা, বদমাশ, মেথর,
- রোযা, রসদ, রফতানি, হাদিস ইত্যাদি।
রাখাইন বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী, যারা ১৮ শতকের শেষে মিয়ানমারের আরাকান থেকে এসে বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
- হরপ্রসাদ শাস্ত্রী রচিত প্রবন্ধ 'তৈল'।
- এ প্রবন্ধে তিনি মনুষ্য সমাজ, তার প্রকৃতি এবং জীবনাচরণের বিভিন্ন রূপ কৌতুকের বাতাবরণে এবং যুক্তিধর্মিতার মাধ্যমে উপস্থাপন করেছেন।
- অর্থাৎ কীভাবে তোষামোদ করে সুবিধা আদায় করা যায়, সেই বিষয়টি উপস্থাপন করেছেন।
- এ প্রবন্ধে তিনি বলেছেন, “তৈল যে কি পদার্থ, তাহা সংস্কৃত কবিরা কতক বুঝিয়াছিলেন। তাঁহাদের মতে তৈলের অপর নাম স্নেহ। বাস্তবিকও স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি, তুমি আমায় স্নেহ কর অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহ কি? যাহা স্নিগ্ধ বা ঠাণ্ডা করে, তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠাণ্ডা করিতে আর কিসে পারে? ...যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। ... যে তৈল দিতে পারিবে, তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে। আহাম্মক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে....।

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধ 'বাবু';
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রবন্ধ 'অতি অল্প হইল'।
মুনাফার হার, r = ১২% = ১২/১০০ = ০.১২
আসল, P = ১০০০০ টাকা
সময়, n = ৪ বছর

মুনাফা, I = Pnr
= ১০০০০ × ৪ × ০.১২
= ৪৮০০ টাকা
- স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ২০২২ সালে। 

বিভিন্ন আদমশুমারিতে বাংলাদেশর জনসংখ্যা:
- প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে : ৭.৬৪ কোটি
- দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে : ৮.৭১ কোটি
- তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে : ১০.৬৩ কোটি
- চতুর্থ আদমশুমারি ২০০১ সালে : ১২.৪৩ কোটি
- পঞ্চম আদমশুমারি ২০১১ সালে : ১৪.৯৭ কোটি
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ সালে : ১৬,৯৮,২৮,৯১১ জন।
- অনেকগুলো act এর সমন্বয়ে play (নাটক) তৈরি হয়।
- অনেকগুলো Chapter এর সমন্বয়ে novel (উপন্যাস) তৈরি হয়।
- অনেকগুলো Stanza এর সমন্বয়ে poem তৈরি হয়।

অন্যদিকে
- একটিমাত্র topics এর সমন্বয়ে essay লিখা যায়।
শুদ্ধ বানান - মুমূর্ষু। 

কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- প্রবণ
- নিক্বন
- সূচ্যগ্ৰ
- স্বায়ত্তশাসন
- ত্রিভুজ
- প্রোজ্জ্বল
- মনীষী,
- শুশ্রূষা,
- সমীচীন,
- মূর্ধন্য,
- অতিথি,
- নিরীক্ষণ,
- বাল্মীকি,
- কৃষিজীবী,
- গোধূলি।
Luxury (বিলাসিতা) এর synonym হচ্ছে affluence (প্রাচুর্য/সমৃদ্ধি)।

Austerity- কঠোরতা/ কৃষ্ণতাসাধন;
poverty- দরিদ্রতা;
essential- প্রয়োজনীয়তা। 
- পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
- সামীপ্য (নৈকট্য), বিপ্‌সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা (যথা), সাদৃশ্য, পশ্চাৎ (অনু) প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
- যেমন: উপমন্ত্র = মন্ত্রীর সদৃশ। প্রদত্ত উদাহরণটিতে 'উপমন্ত্রী' শব্দটি মন্ত্রীর সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। 
logx324 = 4
⇒ x4 = 324 
⇒ (x2)2 = 182
⇒ x2 = 18 
⇒ x2 = (3√2)2
∴ x = 3√2

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ৩১ ডিসেম্বর, ২০১৯ সালে চীনের উহান শহরে শনাক্ত হওয়া রোগের নাম COVID-19.
- ১১ মার্চ, ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) রোগটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করতে গিয়ে Pandemic শব্দটি ব্যবহার করে।
- Epidemic (মহামারি) শব্দটি ব্যবহৃত হয় কোন রোগের প্রাদুর্ভাব যখন অনেক বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।
- অন্যদিকে কোন রোগ যখন বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে তখন তা Pandemic (অতিমারি)। COVID-19 বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়েছে।
শুদ্ধ বানান: Questionnaire (প্রশ্নাবলি)।
- 'ঠোঁট কাটা' বাগধারার অর্থ স্পষ্টভাষী।
উল্লেখ্য, নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে 'ঠোঁট কাটা' বাগধারার অর্থ বেহায়া।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ - কদাচিৎ
- ‘বকধার্মিক’ বাগধারা টির অর্থ - ভণ্ড।
- ‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ - নির্ভীক।
- ‘কানকাটা’ বাগধারা টির অর্থ - বেহায়া।
- ‘গাছ পাথর’ বাগ্‌ধারাটির অর্থ - হিসাব নিকাশ।
- 'ছা-পোষা' বাগধারাটি অর্থ - অত্যন্ত গরীব।
- ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ - অমিতব্যয়ী।
- ‘পায়া ভারি’ বাগধারা টির অর্থ - অহঙ্কার।
- কোন বাক্যে subjunctive adjective যেমন- demand, suggest, recommendation, necessary, mandatory প্রভৃতি শব্দ থাকলে Subordinate clause- টির verb-এর base form হবে।
- Subject 3rd person singular number হলেও verb এর সাথে s বা es হবে না।
কোন সম্পত্তির (১/২) অংশের মূল্য ১৬০০ টাকা
সম্পত্তির মূল্য (১৬০০ × ২) টাকা
                = ৩২০০ টাকা

সম্পত্তির (১/৮) অংশের মূল্য = ৩২০০/৮ = ৪০০ টাকা

∴ সম্পত্তির (১/৮) অংশের মূল্যের চার গুণ = ৪০০ × ৪ = ১৬০০ টাকা
- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।
- কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ 'রুদ্রমঙ্গল' (১৯২৭)।
- রুদ্রমঙ্গল, আমার পথ, মোহগ্রম, বিষ-বাণী, ক্ষুদিরামের মা, ধূমকেতুর পথ, মন্দির ও মসজিদ, হিন্দু- মুসলমান- নামে মোট ৮টি প্রবন্ধ এ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে।

- তাঁর সম্পাদিত পত্রিকা 'ধূমকেতু' (১৯২২);
- কাব্যগ্রন্থ 'চিত্তনামা' (১৯২৫) ও 'সাম্যবাদী' (১৯২৫)।
ভিনেগার - ইথানয়িক/এসিটিক এসিড
লেবু - সাইট্রিক এসিড
তেঁতুল - টারটারিক এসিড
- বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন।
- বিরোধী দলগুলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান সংশোধনের দাবি জানালে ২১ মার্চ, ১৯৯৬ সালে সংবিধান সংশোধন বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়।
- ২৭ মার্চ বিলটি গৃহীত হয় এবং ২৮ মার্চ রাষ্ট্রপতি অনুমোদন দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়।
- এ সরকারের অধীনে ১২ জুন, ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়
- এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম জাতীয় সংসদ নির্বাচন।

অন্যদিকে,
- ২৭ ফেব্রুয়ারি, ১৯৯১ সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- আর ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালে দলীয় সরকারের অধীনে একতরফাভাবে ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সংসদের মেয়াদ ছিল ১১ দিন।
- The comparison of unlike things using the words like or as is known to be simile.
- অর্থাৎ, দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As বা Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- যেমন: I wandered lonely as a cloud. The man is as cunning as a fox.

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Past perfect tense-এ থাকা active বাক্যকে passive করার নিয়ম: object-কে subject + had been + V3 + by + subject-কে object.
- অর্থাৎ সঠিক passive form- The bird had been killed by me.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0