প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (সহকারী পরিচালক) -২০১৯ (80 টি প্রশ্ন )
   
     বীরশ্রেষ্ঠদের নামঃ                    শহীদের তারিখ 
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ        ০৫ সেপ্টেম্বর ১৯৭১ 
ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ         ০৮ এপ্রিল ১৯৭১ 
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর            ১৪ ডিসেম্বর ১৯৭১ 
ইঞ্জিনরুম অর্টিফিসার রহুল আমিন      ১০ ডিসেম্বর ১৯৭১ 
সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল        ১৭ এপ্রিল ১৯৭১ 
ফ্লাইট লে. মতিউর রহমান                 ২০ আগস্ট ১৯৭১ 
সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান         ২৮ অক্টোবর ১৯৭১ 
   বীরশ্রেষ্ঠদের নাম                            শহীদের তারিখ 

Will Grayson, Looking for Alaska এবং Paper Towns হলো তিনটি উপন্যাস যার লেখক হলেন John Green. কিন্তু After Dark এর রচয়িতা হলেন জাপানের লেখক Haruki Murakami . 

EDI এর পূর্ণরূপ হলো Electronic Data Interchange. EDI এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে খাতা-কলমের পরিবর্তে তড়িৎ মাধ্যমের উপর নির্ভরশীল হতে হয় । অর্থাৎ কেনাবেচার ক্ষেত্রে Online platform গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । 



মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ৬৮ জন বীরউত্তমের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট অনুসারে সেনাবাহিনীর সদস্য রয়েছে ৪০ জন । অন্যদিকে বাংলাদেশ গেজেট ১১ মার্চ ২০০৪ অনুসারে সেনাবাহিনীর সদস্য ৪২ জন । 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
২৫ মার্চ ২০১৯, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের স্ব-স্ব ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদক প্রদান করেন । পুরুষ্কার হিসেবে প্রত্যেককে তিন লাখ টাকার চেক, ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক এবং সনদপত্র দেয়া হয় । 




 
    আইন সভার নামঃ              পার্লামেন্ট                   অ্যাসেম্বলি         Shogdu 
                  দেশঃ        বতসোয়ানা, ফিনল্যান্ড         আইসল্যান্ড,           ভুটান 
                               জর্জিয়া, ঘানা, লিথুয়ানিয়া ।     তুর্কমেনিস্তান । 



বর্তমানে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (ISPR) বাংলাদেশ জরিপ অধিদপ্তর, BASA, SPARRSO, ISSB, BNCC, MIST, BOF ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরসহ মোট ২৭টি বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে । 
- ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্থান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায় ।সেই দিন থেকেই দিবস টি গুরুত্বপূর্ণ হয়ে উঠে ।
- আশির দশকের মাঝামাঝি সময় থেকে তিন বাহিনী ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে সম্মিলিতভাবে পালন করার সিদ্ধান্ত নেয় । এর আগে সেনাবাহিনী ২৫ মার্চ, নৌবাহিনী ১০ ডিসেম্বর ও বিমান বাহিনী ২৮ সেপ্টেম্বর আলাদাভাবে দিবস টি পালন করত ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

দেয়া আছে, 7x+1 = 343 
 => 7x+1 = 73  
 => x + 1 = 3 
      x = 2 

দেওয়া আছে, log5 625 = log5 5 = 4log5 5 = 4.1 = 4
১ বার ঘুরলে অতিক্রম করে ৩৬০o  
 ৮০ বার ঘুরলে অতিক্রম করে = (৩৬০×৮০)o  
 ৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = (৩৬০×৮০)o  
 
   ১ সেকেন্ডে ঘুরে = ৩৬০×৮০/৬০ = ৪৮০o 

মনে করি, রেখাংশের দৈর্ঘ্য = x 
  বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = x2  
    x এর ২৫% = 25x/100 = x/4  
    ক্ষেত্রফল = (x/4)2  = x2 /16    
   প্রথম ক্ষেত্রফল ÷ দ্বিতীয় ক্ষেত্রফল 
   = x2  ÷ x2 /16 = x2  × 16/x2  = 16 গুণ 

দেওয়া আছে, √(x+3) = √x+√3 
 => (√(x+3) )2 = (√x + √3)2  
=> x + 3 = (√x)2 + 2 × √x × √3 + (√3)2  
=> x + 3 = x + 3 + 2√3x 
=> 2√3x = 0 
=> (√3x)2 = (0)2  
=> 3x = 0 
      x = 0 

 ৯ জন লোক ১টি কাজ করে = ১২ দিনে 
 ১ জন লোক ১টি কাজ করে = ১২×৯ দিনে 
 ১২ জন লোক একটি কাজ করে = ১২×৯/১২ = ৯ দিনে 

short way:
A + B + A×B /100 = ২০ + (-১০) + ২০×(-১০)/১০০ 
  = ১০ - ২ = ৮% বৃদ্ধি পায় । 

Details way: 
 
ধরি, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x ও y
∴ ক্ষেত্রফল = xy বর্গ একক
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস পেলে

দৈর্ঘ্য ২০% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য
        =x + (x এর ২০%)
        = ৬x/৫ একক

প্রস্থ ১০% হ্রাস পেলে নতুন প্রস্থ
         = y - ( y এর ১০%)
         = ৯y/১০ একক


নতুন ক্ষেত্রফল = (৬x/৫)×(৯y/১০) বর্গএকক
                   = ২৭xy/২৫ বর্গএকক
ক্ষেত্রফল বৃদ্ধি (২৭xy/২৫ বর্গএকক)-(২৫xy/২৫ বর্গএকক)
                   = ২xy/২৫ বর্গএকক
∴ শতকরা বৃদ্ধি = (২xy/২৫ xy)×১০০×(১/১০০) = ৮%

ধরি, a, b, c ও d মান যথাক্রমে 1, 2, 3 এবং 4 
 a × b × c × d = 1 × 2 × 3 × 4 = 24 
 এখানে 24 পূর্ণবর্গ সংখ্যা নয় । 24 এর সাথে 1 যোগ করলে অর্থাৎ 24 + 1 = 25 হয় পূর্ণবর্গ । 
 সুতরাং abcd + 1 হলো পূর্ণ বর্গ সংখ্যা । 

যদি দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায় তাহলে, 
আসল = হ্রাসকৃত আয় x ১০০ / {(১ম সুদের হার – ২য় সুদের হার) xসময়} 
প্রশ্নে দেওয়া আছে, 
হ্রাসকৃত আয় = ৭৫০ টাকা
১ম সুদের হার – ২য় সুদের হার = ০.৭৫ %
সময় = ৪ বছর
সুতরাং আসল = ৭৫০×১০০/(০.৭৫×৪) 
= ২৫,০০০ টাকা

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১ নটিক্যাল মাইল = ১,৮৫৩.১৮ মিটার বা ১.৮৫৩ কিলোমিটার । উল্লেখ্য, নটিক্যাল মাইলে সমুদ্র পথ পরিমাপ করা হয় । 
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0