পরিবার পরিকল্পনা অধিদপ্তর (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) -২০১৪ (69 টি প্রশ্ন )
 

জর্জ ওয়াশিংটন     কার্যদিবসঃ এপ্রিল ৩০ ১৭৮৯ -মার্চ ৪ ১৭৯৭       রাজনৈতিক দলঃনির্দলীয়

 

 

১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের বিজয় লাভের মাধ্যমে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭২ খ্রিস্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ ১৯৭৪ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। ১৯৭৬ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।  

 

 

নিত্য সমাসঃ যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস-বাক্য হয় না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমনঃ অন্য গ্রাম = গ্রামান্তর।

 

১৫ টি ছাগলের মূল্য ৩ টি গরুর মূল্যের = ৩ টি গরুর মূল্য

১  টি ছাগলের মূল্য = ৩/১৫ টি গরুর মূল্য

২০ টি ছাগলের মূল্য = ৩×২০/১৫ = ৪ টি গরুর মূল্য


সংখ্যা দুটি a, b
প্রশ্নমতে, a +b = ৪৮.........(১)
ab= ৪৩২..........(২)
(১) নং হতে, a = (৪৮ - b).......(৩)
(২) = (৪৮ -b)b = ৪৩২
বা,b - ৪৮b + ৪৩২ = ০
বা, b - ৩৬b- ১২b + ৪৩২ = ০
বা,b(b - ৩৬) - ১২(b - ৩৬) = ০
b= ১২, ৩৬
b = ১২ হলে,a = ৪৮ - ১২ = ৩৬
এবং, b= ৩৬ হলে, a = ৪৮ - ৩৬ = ১২
নির্ণেয় বড় সংখ্যাটি ৩৬



 

১৫ টি ছাগলের মূল্য ৩ টি গরুর মূল্যের = ৩ টি গরুর মূল্য

১  টি ছাগলের মূল্য = ৩/১৫ টি গরুর মূল্য

২০ টি ছাগলের মূল্য = ৩×২০/১৫ = ৪ টি গরুর মূল্য

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
আরো গুরুত্তপুর্ণ কিছু দিবসঃ
- বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন।
- বিশ্ব নারী দিবস ৮ মার্চ। 
- বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল।
- বিশ্ব সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর। 





বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত। এটি একটি প্রবালদ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



That each side has to be shorter than the sum of the other two sides and longer than their difference.




 

৩০% বৃদ্ধিতে, বর্তমান বেতন = ১৩০ টাকা

বর্তমানে বেতন ১৩০ টাকা হলে পূর্ব বেতন = ১০০ টাকা

বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্ব বেতন = (১০০×১১০৫০)/১৩০

                              =৮৫০০ টাকা

 



verb এর সাথে ing যুক্ত হয়ে যদি যৌথভাবে verb এবং noun এর কাজ করে এবং বাক্যের শুরুতে বসে তবে তা gerund/verbal noun হিসেবে বিবেচ্য হবে। -gerund একই সাথে verb এবং noun এর কাজ করে বলে একে double parts of speech বলা হয় । -বাক্যটিতে Walking , noun এর কাজ করেছে তাই এটি একটি gerund

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0