বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা) - ১৪.১০.২০২২ (100 টি প্রশ্ন )
I wish দিয়ে কোন sentence শুরু হলে এর পরের clause টি তে subject এর পর verb এর past form হয়
-ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish এর পর were হয়


অপশন ১-কোন কিছু থেকে কোন কিছু অধিক পছন্দ করা বোঝাতে কেবল prefer to ব্যবহৃত হয় ।prefer to বসলে than হবে না
অপশন ২-better হচ্ছে good/well এর comparative form .তাই এর পূর্বে comparatively /more বসানো যাবেনা
অপশন ৪-fluent এর পরিবর্তে fluently হবে  


'To have an axe to grind' =সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ
Direct narration এ thanks/thank you/congratulations /welcome থাকলে indirect narration এ said এর পরিবর্তে thanked/congratulated /welcome বসে।
structure: subject+said থাকলে thanked +subject এর object form
সুতরাং সঠিক উত্তর: He thanked me.



reopen=বন্ধ বা ছুটির পর পুনরায় খোলা (verb)
openly=লুকোচুরি না (adverb)


bounty=অনুগ্রহ
generosity=উদারতা
familiar=পরিচিত
dividing line=বিভাজক রেখা
sympathy=সহানুভূতি
uncountable noun এর পরে সব সময় auxiliary verb টি singular হয় ।এখানে news হচ্ছে uncountable noun ।তাই এর পর singular auxiliary হিসেবে is বসবে
The day is declining. =বেলা পড়ে আসছে
যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বা নাম বিশেষণ বলে। অর্থাৎ Noun কে যতগুলো শব্ধ modify করে সবগুলোই adjective.
এখানে, What is all this noise? (এসব গোলমাল কিসের?) - এই বাক্যে all এ noun 'noise' কে modify করেছে তাই all হচ্ছে adjective।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Indigenous=আদিবাসী
Native=স্থানীয়
Local=স্থানীয়
Foreign=বিদেশী
Domestic=ঘরোয়া
- যেসব word ,noun বা pronoun ব্যতীত অন্য যে কোন parts of speech ,বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- এখানে, 'sweetly' শব্দটি verb কে modify করছে বিধায় এটি একটি adverb .
Embarrassment =বিব্রত অবস্থা
কোন বিষয়ে দক্ষ বুঝাতে preposition 'at' বসে
Secretariat =সচিবালয়
Emancipate=মুক্তি
Liberate    =মুক্ত করা
Complex    =জটিল
Coordinate=সমন্বয়
Emulate=অনুকরণ


carry on হচ্ছে একটি verb
-এটির অর্থ কোন কিছু চালিয়ে যাওয়া
The students carried on a protest march against the college authorities. =কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  রেখেছিল শিক্ষার্থীরা


যে কোন  জাহাজের নামের পূর্বে the বসে
প্রশ্নে উল্লিখিত Nelson হচ্ছে একটি British যুদ্ধজাহাজের নাম
তাই এর পূর্বে article হিসেবে the বসবে
adjective ,noun কে modify করে
-বাক্যটিতে all ,noun (noise) কে modify করেছে তাই এটি একটি adjective


put up with হচ্ছে একটি idiom .এটি অর্থ to tolerate (সহ্য করা )
endure-দুঃখ কষ্ট সহ্য করা
adapt -খাপ খাওয়ানো
overcome-দমন করা
avoid-এড়িয়ে যাওয়া


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
কোন বাক্যে mind,cannot help,could not help,with a view to,look forward to,be used to,worth ইত্যাদি শব্দ সমূহের পর কোন verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয় । তাই শূন্যস্থানে cheaking হবে


বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি,
= ∠ACD + ∠BAE + ∠CBF
= 180° - γ + 180° - α + 180° - β
= 540° - (α + β + γ)
= 540° - 180°
= 360°


ধরি, লোক x জন 

প্রত্যেকে চাঁদা দেয় ৫x টাকা 

 প্রশ্নমতে, ৫x × x = ৪৫০০ 

বা, ৫x2 = ৪৫০০  

বা, x2 = ৯০০ 

   ∴ x = ৩০ 

 অর্থাৎ, লোকসংখ্যা ৩০ জন । 


এখানে,
প্লাটফর্মের দৈর্ঘ্য =১০০ মি এবং ট্রেনের দৈর্ঘ্য ১৫০ মি
যখন ট্রেনটি প্লাটফর্মকে অতিক্রম করবে ,তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্যসহ প্লাটফর্মের দৈর্ঘ্যকেও অতিক্রম করবে ।

অতএব ,অতিক্রান্ত দুরতব=(১৫০+১০০)=২৫০ মি
 \(\frac{{.1 \times .01 \times .001}}{{.2 \times .02 \times .002}}\) = \(\frac{{.000001}}{{.000008}} = \frac{1}{8}\)  

  a + b + c = 0 
⇒ a+b = -c 
⇒ (a+b)3 = (-c)
⇒ a3 + b3 + 3ab(a+b) = -c3 
⇒ a3 + b3 + 3ab(-c) = -c
⇒ a3 + b3 - 3abc = -c3 
  ∴  a3 + b3 + c3 = 3abc 


যে সকল সংখ্যা কেবল মাত্র ১ এবং সেই সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় অন্য কোন সংখ্যা দ্বারা নি:শেষে বিভাজ্য হয় না, সেগুলিকেই মৌলিক সংখ্যা বলে। ঋণাত্বক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। এখানে শুধু ৯৭ মৌলিক সংখ্যা।
অপর সংখ্যাটি = সংখ্যা দুটির (ল.সা.গু. x গ.সা.গু.)/একটি সংখ্যা
= (১৪৪ x ১২)/৪৮
= ৩৬
2/5 এর 25% 
= 2/5 এর 25/100
= 2/5 এর 1/4
= 1/10
= 0.1
দেওয়া আছে,
ট্রেনের বেগ =৬০ কি.মি /ঘণ্টা
                  =৬০×৫/১৮ মি.সে
                  =৫০/৩ মি/সে
∴ ট্রেনটি ৫০/৩ মিটার যায় ১ সেকেন্ডে
       "         ১         "     "    ৩/৫০ সেকেন্ডে
        "        ১০০       "   "  (৩×১০০)/৫০ "
                                      =৬ সে

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মনে করি ,সংখ্যাটি
প্রশ্নমতে,
     ২x+৫=x+৭
বা, ২x-x=৭-৫
 ∴ x=২
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0