Which of the following is a C2C e-commerce platform?
A Daraz.com
B Bikroy.com
C Aarong.com
D Alibaba.com
Solution
Correct Answer: Option B
সুইডেন ভিত্তিক গ্লোবাল টেক ফার্ম 'সাল্টসাইড টেকনোলজির মালিকানায় পরিচালিত ইন্টারনেট ভিত্তিক পণ্য ক্রয় - বিক্রয়ের প্লাটফর্ম Bikroy.com.
- এটি ২০১২ সালে ঢাকায় প্রথম চালু হয় ।
- এটি Consumer to Consumer (C2C) পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের অনলাইন ভিত্তিক মার্কেট প্লেস ।
- এখানে একজন বিক্রেতা তার পণ্যের বিজ্ঞাপন পোস্ট করেন । আর আগ্রহী ক্রেতারা এ পোস্ট দেখে বিজ্ঞাপন দাতার সাথে সমঝোতার মাধ্যমে পণ্যটি ক্রয় করে ।