নিম্নের কোন প্রোগ্রামটি কম্পিউটারের সি ড্রাইভে থাকে?
A মাই ডকুমেন্ট
B উইন্ডোজ
C পেন ড্রাইভ
D ফ্লপি ডিস্ক
Solution
Correct Answer: Option B
C Drive হচ্ছে কম্পিউটারের সিস্টেম ড্রাইভ যেখানে কম্পিউটারের অপারেটিং সিস্টেম ইন্সটল হয়ে থাকে। এছাড়াও কম্পিউটারের সকল সফটওয়্যার বা গেমস ইন্সটল করলে সেটি কম্পিউটারের C Drive এর নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে জমা হয়। তবে আপনি যেকেউ ইচ্ছা করলে অন্য ড্রাইভে প্রোগ্রাম ইন্সটল করতে পারে।