একটি সমদ্বিবাহু ত্রিভূজের ভূমি সংলগ্ন একটি কোনের পরিমান 55হলে উহার শীর্ষ কোনের পরিমান কত?

A 125º

B 70º

C 145º

D 110º

Solution

Correct Answer: Option B

একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণের পরিমাণ = 55°

ধরি, ত্রিভুজটি ABC, যেখানে AB = AC
অতএব, ভূমি সংলগ্ন দুই কোণ সমান হবে।

সুতরাং,
∠B = ∠C = 55°

ত্রিভুজের তিনটি কোণের যোগফল = 180°

অতএব,
∠A + ∠B + ∠C = 180°
⇒ ∠A + 55° + 55° = 180°
⇒ ∠A + 110° = 180°
⇒ ∠A = 180° − 110°
⇒ ∠A = 70°

অতএব, শীর্ষ কোণের পরিমাণ 70°

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions