Correct Answer: Option D
১০০০ মিটার রাস্তায় ১০০ মিটার অন্তর লাম্পপোষ্ট বসালে মনে হবে ১০০০/১০০ টি লাম্পপোষ্ট বসানো যাবে।
কিন্তু আসলে প্রথমে একটি লাম্পপোষ্ট বসিয়ে হিসাব শুরু করা হয় যা উপরের নিয়মে ধরা হয় না। সুতরাং লাম্পপোষ্ট বসানো যাবে = [(১০০০/১০০) + ১] টি
= ১১ টি
রাস্তায় সারির সংখ্যা = ৪ টি
সুতরাং, পার্শ্ব তৈরি হবে = ৫ টি
সুতরাং, লাম্পপোষ্ট বসানো যাবে = ৫*১১ টি
= ৫৫ টি
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions