The correct plural form of 'half is..
Solution
Correct Answer: Option B
- ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী, কোনো singular noun-এর শেষে যদি 'f' বা 'fe' থাকে, তবে plural করার সময় 'f' বা 'fe'-এর পরিবর্তে 'ves' যুক্ত করতে হয়।
- তাই 'half' শব্দটির plural form বা বহুবচন রূপ হলো 'halves'।
- এই একই নিয়মে leaf -> leaves, knife -> knives, thief -> thieves ইত্যাদি পরিবর্তন হয়।
- তবে কিছু ব্যতিক্রম শব্দ আছে যেখানে শুধু 's' যুক্ত হয়, যেমন: roof -> roofs, cliff -> cliffs।
- সাধারণত কোনো বস্তুকে সমান দুই ভাগে ভাগ করা হলে প্রতিটি ভাগকে Half বলা হয় এবং সমষ্টিগত ভাবে বোঝাতে Halves ব্যবহৃত হয়।