বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS)জুনিয়র পরিসংখ্যানবিদ সহকারী-২০২০ (০৩.০১.২০২০) (66 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণা গ্রন্থ ‘বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড- ১৯৫৩, ২য় খণ্ড- ১৯৬৫)। তাঁর রচিত বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক অন্যান্য গ্রন্থ: 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। (১৯৬৫), Buddhist Mystic Songs (১৯৬০), ভাষা ও সাহিত্য (১৯৩১), বাংলা ব্যাকরণ' (১৯৫৮), 'বৌদ্ধ মর্মবাদীর গান' (১৯৬০), 'বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫)।
i
ব্যাখ্যা (Explanation):
১ ইঞ্চি= ২.৫৪ সেন্টিমিটার
i
ব্যাখ্যা (Explanation):
গড়= {৪৯(৪৯+১)}/(২x৪৯)
  = ২৫
i
ব্যাখ্যা (Explanation):
পাশ করে= ৬০- ৪২=০৪২ জন
∴পাশের হার= (১৮/৬০)x১০০%
    = ৩০%
i
ব্যাখ্যা (Explanation):
a:b= 4:7= 20:35
b:c= 5:6= 35:42
∴a:b:c= 20:35:42
i
ব্যাখ্যা (Explanation):
2x= 3y+5
⟹2x-3y=5
⟹4x-6y=10 [2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে]
i
ব্যাখ্যা (Explanation):
ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয় হচ্ছে সূক্ষকোণ।
i
ব্যাখ্যা (Explanation):
ধরি, প্রস্থ= x
∴ দৈর্ঘ্য= (৩/২)x
প্রশ্নমতে, (৩/২)x X x= ৯৬
⟹ x²= (৯৬x২)/৩
⟹ x = √৬৪
∴x= ৮
∴ দৈর্ঘ্য= (৩/২) x ৮ মিটার= ১২ মিটার

i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি, সুদ-আসল, A= P(১+rn)    
  এখানে, সুদ-আসল= A
 মুনাফা= I, সময়= n, আসল= P, সুদের হার= r

⟹ 558= 450(১+n x ৬/১০০)                
⟹ ১+(৬n/১০০)= (৫৫৮/৪৫০)-১           
⟹ (৬n/১০০)= (৫৫৮-৪৫০)            
⟹ ৬n/১০০)= ১০৮/৪৫০            
⟹ ৬n/১০০)= ৬/২৫                
⟹ n= (৬/২৫)x(১০০/৬)
∴ n= ৪ বছর

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
(a-2b)³
=(a)³-3(a)²2b+3a(2b)²-(2b)³
=a³-8b³-6a²b+12ab²
i
ব্যাখ্যা (Explanation):
১০% লাভে বিক্রয়মূল্য
= ৫০০=৫০০x(১০/১০০)= ৫৫০ টাকা
ক্রয়মূল্য ১০% কম হলে, ক্রয়মূল্য = ৫০০- ৫০০x(১০/১০০)
             = ৪৫০ টাকা
∴ লাভ হত= (৫৫০- ৪৫০) টাকা
    = ১০০ টাকা
i
ব্যাখ্যা (Explanation):
- Perfect, supreme, complete, unique প্রভৃতি শব্দ নিজেরাই superlative অর্থপ্রদান করে বলে এদের পূর্বে most বা অন্য কোনো qualifier বসে না।
- সুতরাং সঠিক বাক্য: He is a perfect judge.
i
ব্যাখ্যা (Explanation):
 heart শব্দটির adjective form হল heartening (অধিক আনন্দদায়ক) এবং hearty (উদ্যমী) উভয়ই।
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি ১৮০° ।
∴ বিপরীত কোণ= ১৮০°- ৭০°
       = ১১০°
i
ব্যাখ্যা (Explanation):
পিতা ও মাতার মোট বয়স= ৪৫x২= ৯০ বছর
আবার,
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স= ৩৬x৩= ১০৮ বছর
∴ পুত্রের বয়স= (১০৮- ৯০) বছর
     = ১৮ বছর
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
x⁴+(1/x⁴)
=(x²)²+(1/x²)²
={x²+(1/x²)}²
=[{x-(1/x²)}²+2x(1/x)]²-2
=(2)²+2]²-2
=(4+2)²-2
=6²-2
=36-2
=34
i
ব্যাখ্যা (Explanation):
সংখ্যা দুটি x ও y হলে, x-y=১/৩(x+y)
⟹(x+y)/(x-y)=১/৩
⟹(x+y+x-y)/(x+y-x+y)= (৩+১)/(৩-১)
⟹২x/২y= ৪/২
⟹x/y= ২/১
⟹x:y= ২:১
i
ব্যাখ্যা (Explanation):
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর। প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় ১৯৩০ সালে। ২২ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বার্মিংহামে (২৭ জুলাই- ৭ আগস্ট ২০২২) ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিসে। ১৬ নভেম্বর ১৯৪৫ UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সনদ স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬। UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ আদমশুমারি অনুষ্ঠিত হয় ১০ বছর পর পর। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৫- ১৯ মার্চ ২০১১ ।
i
ব্যাখ্যা (Explanation):
৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। আর এটি ২৩ মার্চ ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
SDG (Sustainable Development Goals) এর goal সংখ্যা ১৭ টি। SDG হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনিদৃষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
UNDP- এর ইংরেজি পূর্ণরূপ United Nations Development Programme । ১৯৬৫ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক অনুযায়ী বর্তমানে মানুষের গড় আয়ু ৭২.৩ বছর। যেখানে পুরুষের গড় আয়ু ৭০.৮ এবং নারীর গড় আয়ুষ্কাল ৭৩.৮ বছর। অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৬ বছর।
i
ব্যাখ্যা (Explanation):
[Note: ১৫ জনুয়ারি ২০২০ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে দেয়া তথ্য অনুযায়ী ১৭ মার্চ ২০২০- ২৬ মার্চ ২০২১ পর্যন্ত সময়কে মুজিববর্ষ ঘোষণা করা হয়। পরবর্তীতে COVID-19 বৈশ্বিক মহামারীর কারণে তা ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়]
i
ব্যাখ্যা (Explanation):
স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ১৬ ডিসেম্বর ১৯৭২ জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে ২০২১ সালে। স্বাধীনতা অর্জনের পঞ্চাশতম বছর উপলক্ষে এটি উদযাপন করা হবে।
i
ব্যাখ্যা (Explanation):
Maiden Speech অর্থ পার্লামেন্টে নবাগত সদস্যদের প্রথম ভাষণ। Phrase টির অর্থ প্রকাশ পায় first speech দ্বারা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
'India wins freedom' এর রচইতা হলো আবুল কালাম আজাদ। এটি একটি ঐতিহাসিক গ্রন্থ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0