বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS)জুনিয়র পরিসংখ্যানবিদ সহকারী-২০২০ (০৩.০১.২০২০) (66 টি প্রশ্ন )
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণা গ্রন্থ ‘বাংলা সাহিত্যের কথা (১ম খণ্ড- ১৯৫৩, ২য় খণ্ড- ১৯৬৫)। তাঁর রচিত বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক অন্যান্য গ্রন্থ: 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। (১৯৬৫), Buddhist Mystic Songs (১৯৬০), ভাষা ও সাহিত্য (১৯৩১), বাংলা ব্যাকরণ' (১৯৫৮), 'বৌদ্ধ মর্মবাদীর গান' (১৯৬০), 'বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫)।
১ ইঞ্চি= ২.৫৪ সেন্টিমিটার
গড়= {৪৯(৪৯+১)}/(২x৪৯)
  = ২৫
পাশ করে= ৬০- ৪২=০৪২ জন
∴পাশের হার= (১৮/৬০)x১০০%
    = ৩০%
a:b= 4:7= 20:35
b:c= 5:6= 35:42
∴a:b:c= 20:35:42
2x= 3y+5
⟹2x-3y=5
⟹4x-6y=10 [2 দ্বারা উভয় পক্ষকে গুণ করে]
ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয় হচ্ছে সূক্ষকোণ।
ধরি, প্রস্থ= x
∴ দৈর্ঘ্য= (৩/২)x
প্রশ্নমতে, (৩/২)x X x= ৯৬
⟹ x²= (৯৬x২)/৩
⟹ x = √৬৪
∴x= ৮
∴ দৈর্ঘ্য= (৩/২) x ৮ মিটার= ১২ মিটার


আমরা জানি, সুদ-আসল, A= P(১+rn)    
  এখানে, সুদ-আসল= A
 মুনাফা= I, সময়= n, আসল= P, সুদের হার= r

⟹ 558= 450(১+n x ৬/১০০)                
⟹ ১+(৬n/১০০)= (৫৫৮/৪৫০)-১           
⟹ (৬n/১০০)= (৫৫৮-৪৫০)            
⟹ ৬n/১০০)= ১০৮/৪৫০            
⟹ ৬n/১০০)= ৬/২৫                
⟹ n= (৬/২৫)x(১০০/৬)
∴ n= ৪ বছর

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
(a-2b)³
=(a)³-3(a)²2b+3a(2b)²-(2b)³
=a³-8b³-6a²b+12ab²
১০% লাভে বিক্রয়মূল্য
= ৫০০=৫০০x(১০/১০০)= ৫৫০ টাকা
ক্রয়মূল্য ১০% কম হলে, ক্রয়মূল্য = ৫০০- ৫০০x(১০/১০০)
             = ৪৫০ টাকা
∴ লাভ হত= (৫৫০- ৪৫০) টাকা
    = ১০০ টাকা
- Perfect, supreme, complete, unique প্রভৃতি শব্দ নিজেরাই superlative অর্থপ্রদান করে বলে এদের পূর্বে most বা অন্য কোনো qualifier বসে না।
- সুতরাং সঠিক বাক্য: He is a perfect judge.
 heart শব্দটির adjective form হল heartening (অধিক আনন্দদায়ক) এবং hearty (উদ্যমী) উভয়ই।
আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি ১৮০° ।
∴ বিপরীত কোণ= ১৮০°- ৭০°
       = ১১০°
পিতা ও মাতার মোট বয়স= ৪৫x২= ৯০ বছর
আবার,
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স= ৩৬x৩= ১০৮ বছর
∴ পুত্রের বয়স= (১০৮- ৯০) বছর
     = ১৮ বছর

x⁴+(1/x⁴)
=(x²)²+(1/x²)²
={x²+(1/x²)}²
=[{x-(1/x²)}²+2x(1/x)]²-2
=(2)²+2]²-2
=(4+2)²-2
=6²-2
=36-2
=34
সংখ্যা দুটি x ও y হলে, x-y=১/৩(x+y)
⟹(x+y)/(x-y)=১/৩
⟹(x+y+x-y)/(x+y-x+y)= (৩+১)/(৩-১)
⟹২x/২y= ৪/২
⟹x/y= ২/১
⟹x:y= ২:১
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় ৪ বছর পর পর। প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় ১৯৩০ সালে। ২২ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বার্মিংহামে (২৭ জুলাই- ৭ আগস্ট ২০২২) ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিসে। ১৬ নভেম্বর ১৯৪৫ UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সনদ স্বাক্ষরিত হয় এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬। UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক।
বাংলাদেশ আদমশুমারি অনুষ্ঠিত হয় ১০ বছর পর পর। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৫- ১৯ মার্চ ২০১১ ।
৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। আর এটি ২৩ মার্চ ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়।
SDG (Sustainable Development Goals) এর goal সংখ্যা ১৭ টি। SDG হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। এতে মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনিদৃষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
UNDP- এর ইংরেজি পূর্ণরূপ United Nations Development Programme । ১৯৬৫ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।
বাংলাদেশ জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক অনুযায়ী বর্তমানে মানুষের গড় আয়ু ৭২.৩ বছর। যেখানে পুরুষের গড় আয়ু ৭০.৮ এবং নারীর গড় আয়ুষ্কাল ৭৩.৮ বছর। অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৬ বছর।
[Note: ১৫ জনুয়ারি ২০২০ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে দেয়া তথ্য অনুযায়ী ১৭ মার্চ ২০২০- ২৬ মার্চ ২০২১ পর্যন্ত সময়কে মুজিববর্ষ ঘোষণা করা হয়। পরবর্তীতে COVID-19 বৈশ্বিক মহামারীর কারণে তা ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়]
স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ১৬ ডিসেম্বর ১৯৭২ জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে ২০২১ সালে। স্বাধীনতা অর্জনের পঞ্চাশতম বছর উপলক্ষে এটি উদযাপন করা হবে।
Maiden Speech অর্থ পার্লামেন্টে নবাগত সদস্যদের প্রথম ভাষণ। Phrase টির অর্থ প্রকাশ পায় first speech দ্বারা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
'India wins freedom' এর রচইতা হলো আবুল কালাম আজাদ। এটি একটি ঐতিহাসিক গ্রন্থ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0