ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর [বিল্ডিং ওভারশিয়ার ] ১৯.০৭.২০১৮ (99 টি প্রশ্ন )
ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয় । বৈদ্যুতিক মোটরে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয় ।জেনারেটরে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয় ।
কাগজের কাঁচামাল হিসেবে যেহেতু বাঁশ,কাঠ বা আঁশ জাতীয় পদার্থ ব্যবহার করা হয় ; তাই বলা যায় এর প্রধান উপাদান সেলুলোজ। সেলুলোজে বিদ্যমান থাকে প্রচুর পরিমাণ কার্বন,হাইড্রোজেন ও অক্সিজেন। সেলুলোজ এর সংকেত C6H10 O5
রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স-রে (X-ray)। রঞ্জনরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য (সাধারণত ১০-০.০১ ন্যানোমিটার) সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দর্শন অনুভূতি সৃষ্টি করতে পারে না। ১৮৯৫ সালে নভেম্বর মাসের আট তারিখে উইলিয়াম রন্টগেন এই রশ্মি আবিস্কার করেন। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি।
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা হল FORTRAN .FORTRAN পূর্ণরূপ হল Formula Translation .Fortran প্রথম উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা । জন বাকাস ও অন্যরা IBM এ কর্মরত অবস্থায় ১৯৫০ এর দশকের মাঝামাঝিতে এটি তৈরি করেন ।
গ্রিনিচ মীন টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ৬ ঘণ্টা /

log√5=log₅(5)1/2
         =1/2log₅(5)
         1/2×1
         =1/2


x⁰ +y⁰ =1+y¹  [ ∵x⁰=1 a≠0]
           =1+y
মনে করি, সংখ্যাদ্বয় যথাক্রমে ৫x ও ৬x
৫x ও ৬x এর গ সা গু = x
 প্রশ্নমতে  x=4
সংখ্যাদ্বয় যথাক্রমে ,৫x=৫×৪=২০
   এবং ৬x=৬×৪=২৪
২০,২৪ এর ল সা গু =১২০

ধরি ,সংখ্যাগুলো x-২ ,x-১,x,x+১,x+২ x-২+x-১+x+x+১+x+২
                     বা , ৫x =১০০
                     বা x =২০
∴  প্রথম সংখ্যা =২০-২=১৮
শেষ সংখ্যা  =২০+২=২২
∴  সংখ্যা দুটির গুনফল = (১৮×২২)=৩৯৬

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

আমরা জানি , npn=n!
          আবার npn=n!/0!
                 বা , 1=1/0!
                       0!=1
২ টি ঘোড়ার মূল্য ৩০০০ টাকা
 ৫    "       "    "    (৩০০০×৫)/২"
                             =৭৫০০ টাকা
১৫ টি গরুর মূল্য  ৭৫০০ টাকা
১ টি  "            "    ৭৫০০/১৫ টাকা
                            = ৫০০ টাকা
x²+1-√3x=0
বা , x²+1=√3x
বা , (x²+1)/x=√3
বা , x²/x+1/x=√3
∴ x+1/x =√3


এখন,  
x²+1/x²
=(x+1/x)² -2 x.1/x
=(√3)² -2
=3-2
=1

∴  x²+1/x²=1

৬০ এর ১৫০% =৬০ এর ১৫০/১০০
                          =৯০


x⁴ -2x²+1=0
বা , ( x²)² -2. x².1+(1)² =0
বা , ( x²-1)²=0
বা ,  x²-1=0
বা ,   x² =1
∴  x=1


x² -169+ y²=0
বা , x²+ y²=169
∴, x²+ y²=(13)²

অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ 13 একক ।

 ক্রমিক সংখ্যা দুটির বড় সংখ্যা =(১৫১+১)/২
                                                   =১৫২/২
                                                  =৭৬
"            "         "    ছোট           =(১৫১-১)/২
                                                  =৭৫


 
a²+b²+c²=(a+b+c)²-2(ab+bc+ca)
              =(5)²-2×12
             = 25 -24

∴a²+b²+c²==1

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
³C₁׳C₁=3!/(1!2!)×3!/(1!2!)
             =6/2×6/2
             9 উপায়ে ।


২৩/২৬=০.৮৮৫
১৩/১৫=০.৮৬৭
১৫/১৭=০.৮৮২
১৯/২২=০.৮৬৪
∴ বড় ভগ্নাংশটি ২৩/২৬




ধরি , অরিনের বর্তমান বয়স x  বছর
                  ওয়াফির   "   "  (১৬-x )"
                                          (২০-x )
x+৪ = ৩ (২০ -x)
বা , x+৪ =৬০ -৩x
বা ,  x+৩x=৬০ -৪]
বা ,  x = ৫৬ /৪
∴  x =১৪


১৯ মিটার ৫ সেন্টিমিটার =( ১৯+৫/১০০) মিটার
                           = (১৯+০.০৫)
                           =১৯.০৫
যেহেতু ৬ টি কলমের প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম সেহেতু ৬ টি কলমের মূল্য অবশ্যই ১৫০ টাকার বেশি এবং ১৮০ টাকার কম । ৬ টি কলমের মূল্য ১৬৭ টাকা ।

একমাত্র plural number হল quarters যার singular number হল quarter (এক চতুর্থাংশ , চার ভাগের এক ভাগ )
শূন্যস্থানে site বসবে যার অর্থ কোন কিছুর নির্ধারিত স্থান ।তাছাড়া sight অর্থ দৃষ্টিশক্তি , side অর্থ কোন বস্তু ক্ষেত্র ,স্থান ইত্যাদির পার্শ্ববর্তী অংশ আর cite অর্থ উদ্ধৃতি ।
complex sentence এ who ,which , that ,what ইত্যাদি relative pronoun দ্বারা দুটি clause যুক্ত থাকে । প্রদত্ত বাক্যে I know এবং his name is হল দুটি clause যা what দ্বারা যুক্ত রয়েছে । সুতরাং বাক্যটি complex .
ফাঁসি দেয়া অর্থে hang এর past participle হল hanged সুতরাং প্রদত্ত বাংলা বাক্যটির ইংরেজি হল The convict will be hanged tomorrow .

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
abide by অর্থ কোন কিছুর প্রতি বিশ্বস্ত থাকা ;মেনে নেয়া । সুতরাং by যোগে বাক্যটির বাংলা আমাদের নিয়ম কানুন মেনে চলা উচিত ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0