বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB)-এর ডাটা এন্ট্রি অপারেটর (২৪.০৫.২০১৯) (Exam taker -IBA) (72 টি প্রশ্ন )

-কম্পিউটারের পর্দায় উইন্ডোর টাউটেল বারের ঠিক নীচে আরেকটি বার দেখা যায়, তাকে বলে মেনু বার।
-এতে কতগুলি কমান্ড বা নির্দেশ এবং অ্যাকশন বা ক্রিয়ার উল্লেখ থাকে। যেমন ফাইল (File), এডিট (Edit), ভিউ (View), গো (Go), ফেভারিটস (Favourites), হেল্প (Help)।



যে মেমোরি সিপিইউ এর গাণিতিক ও যুক্তি অংশের সাথে সংযুক্ত ,তাকে প্রধান মেমোরি বা Main memory বলা হয়।প্রধান মেমোরিকে প্রাথমিক মেমোরি হিসেবেও উল্লেখ করা হয়। মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারে মেমোরি ব্যবহার করা হয়।
মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের আকার অনেকগুন ছোট ।সাধারণত একজন ব্যবহারকারী একা একটি মাইক্রোকম্পিউটার ব্যবহার করে থাকেন ।
বর্তমানে বাংলাদেশে চালুকৃত সরকারি EPZ এর সংখ্যা ৮ টি ।প্রথম EPZ টি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের হালিশহরে ।দেশের কৃষিভিত্তিক EPZ হলো উওরা EPZ ,দেশের প্রথম বেসরকারি EPZ এর নাম হলো KEPZ এটি চট্টগ্রামে অবস্থিত।
পদ্মা- মহানন্দা ,পুনভর্বা ,কপোতাক্ষ মেঘলা- ধনু ,সোমেশ্বরী ,কংস,গোমতী কর্ণফুলি - চেঙ্গি ,কাসলং ,মাইলী ,হালদা ।
ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশেকে ৩ ভাগে ভাগ করা হয়ঃ
- টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল,
- প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চল এবং
- সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি ।
SUM=C12+C13+......C19 হলো MS Excel এর একটি Formula. আর formula এর সংক্ষিপ্ত রুপকে Function বলে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সিলেটের হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয়. ১৯৫৭ সালে গ্যাসফিল্ড হতে গ্যাস উত্তোলন শুরু হয়। তিতাস বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র ।
কক্সবাজারের চকোরিয়া ,ভোলা ছারাও নোয়াখালি ,লক্ষ্মীপুর ,পিরোজপুর ,বরগুনা পটুয়াখালি এবং চট্টগ্রামে কৃত্রিম ম্যাংগ্রোভ বন রয়েছে।

জিব্রাল্টার প্রণালীপূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী।
রেডক্রস শান্তিতে ১৯১৭,১৯৪৪,১৯৬৩ সালে নোবেল পুরস্কার লাভ করেছে।
ইংল্যান্ডে ১৭৫০-১৮৫০ খ্রিস্টাব্দ সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়।
ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশগুলো হলোঃ আলবেনিয়া, কসোভো, তুরস্ক।
ম্যাকাও গণপ্রজাতন্ত্রী চীনের দুইটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি। আরেকটি হল হংকং। ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল। এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।
জাতিতাত্বিক জাদুঘর এর অবস্থান আগ্রাবাদ, চট্টগ্রাম ,প্রতিষ্ঠাকাল ১৯৬৫। উপজাতীয় কালচারাল একাডেমী জাদুঘর এর অবস্থান বিবিশিরি ,নেত্রকোনা, প্রতিষ্ঠাকাল ১৯৭৭। উপজাতীয় জাদুঘর এর অবস্থান রাঙ্গামাটি , প্রতিষ্ঠাকাল ১৯৭৮।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
লোক সংগীতের নাম অঞ্চলের নাম ১।জারিগান/জারি,ভাটিয়ালি ময়মনসিংহ (পূর্ব অঞ্চল) ২।ভাওয়াইয়া,চটকা রংপুর (রাজশাহী) ৩।গাম্ভীরা চাপাইনবাবঞ্জ ৪।ভাদু/প্টুয়া/ঝুমুর পশ্চিমবঙ্গ

এই উপমহাদেশে আর্য ভাষার প্রাচিনতম যে বর্নমালার সন্ধান পাওয়া যায় তা খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকের ,অশোকের অনুশাসনের সময়ের ।বগুড়ার মহস্থান গড়ে যে লিপি পাওয়া গেছে উভয় প্রাপ্ত লিপির সাদৃশ্য আছে।এই লিপিকে ব্রাক্ষী লিপি বলে।
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা আ. স. ম. আব্দুর রব।
ধরি ,প্রথমে টিভির দাম ছিল x টাকা
তাহলে ১ম বছর শেষে দাম হবে = ৩x/৪ টাকা
     ২য়  বছর শেষে দাম হবে =(৩x/৪) × ( ৩/৪)  =৯x/১৬ টাকা
   ৩য় বছর শেষে দাম হবে   = (৯x/১৬)×( ৩/৪) =২৭x/৬৪  টাকা

প্রশ্নমতে, ২৭x/৬৪ =৬৭৫০
অতএব,x=(৬৭৫০× ৬৪)/২৭ =১৬০০০ টাকা
ধরি, টিভির বিক্রয়মূল্য x টাকা হলে উভয়ের কমিশন সমান হবে।
  প্রশ্নমতে,৩৬০+৩% এর x=৬% এর x
 বা,৩৬০+( ৩x/১০০) =৬x/১০০
 বা,( ৬x/১০০)- (৩x/১০০) =৩৬০
 বা, ৩x=৩৬০০০
       x =৩৬০০০/৩=১২০০০
কাজের বাকি অংশ ={ ১-(২/৩)}=১/৩ অংশ হামিদ কাজটির ১/৩ অংশ করে =৭ দিনে অতএব,হামিদ কাজটির ১ অংশ করে =(৭×৩)দিনে অতএব, হামিদ কাজটির ৩/৭ অংশ করে=(৭ × ৩ ×৩) /৭ =৯ দিনে
৫ক+৩খ =১৭
খ = ২ হলে, ৫ক + ৩২ = ১৭ ⇒ক = ১১/৫; যা পূর্ণ সংখ্যা নয়।

খ= ৩ হলে, ৫ক + ৩৩ = ১৭ ⇒ক= ৮/৫; যা পূর্ণ সংখ্যা নয়।

খ= ৪ হলে, ৫ক + ৩৪ = ১৭ ⇒ক= ৫/৫; যা পূর্ণ সংখ্যা।

সবাই কমপক্ষে ৩০ টাকা করে দিয়েছে বলে সর্বোচ্চ সংখ্যক সদস্য হবে ৫৯ জন। কারণ,৩০×৫৯=১,৭৭০ টাকা । কিন্তু ৩০×৬০ হলে  ১,৮০০টাকা হয়, যা ১,৭৮৯ টাকা অপেক্ষা বেশি ।
কাজেই ,সর্বোচ্চ ৫৯ জন হতে পারে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ধরি,
বাছিরের মোট সঞ্চয় =x টাকা
∴ বাছির বাড়ি কিনেন = x/৫ টাকা
∴ বাছির গাড়ি কিনেন = (x/৫-x/৫ এর ১/৩) টাকা
= (x/৫-x/১৫) টাকা
= ৩x-x/১৫ টাকা
= ২x/১৫ টাকা
∴ মোট সঞ্চয়ের খরচ করেন= (x/৫-২x/১৫) টাকা
= ৩x+২x/১৫টাকা
= ৫x/১৫ টাকা
= x/৩ টাকা
∴ মোট সঞ্চয়ের ১/৩ অংশ ব্যয় করেন।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0