Solution
Correct Answer: Option D
কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয় ।Computer কে দেয়া তথ্যই হচ্ছে Input .আর input থেকে প্রাপ্ত ফলাফলকে Output বলে ।আর যে সকল যন্ত্রের সাহায্যে Input এর Output পাওয়া যায় তাকে Output device বলে ।আর Output এর প্রাপ্ত ফলাফলকে (data) প্রিন্ট করা যায়