Solution
Correct Answer: Option B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস 'কৃষ্ণকান্তের উইল ' এর অন্যতম চরিত্র রোহিণী । বিধবা নারী রোহিণী স্বীয় ব্যর্থ জীবনের হাহাকারের জন্য আত্মহত্যা করতে চায় ।রোহিণীকে কেন্দ্র করে উদ্ভূত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সমস্যার রুপায়ণ এ উপন্যাসের মূল সুর ।
- বিনোদিনী ,আশালতা ,মহেন্দ্র 'চোখের বালি ' উপন্যাসের চরিত্র ।
- শচীন ,দামিনী ,শ্রীবিলাস 'চতুরঙ্গ ' উপন্যাসের চরিত্র ।
- মহিম, সুরেশ ,অচলা ,গৃহদাহ উপন্যাসের চরিত্র । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রিভুজ প্রেমের চিত্র-সংবলিত উপন্যাস ‘গৃহদাহ’।