কোনটি ভাইটাল সাইন নয়?

A শরীরের তাপমাত্রা

B পালস্

C রক্তচাপ

D কাশি

Solution

Correct Answer: Option D

- জীবনীশক্তি (Vital force) বিশৃঙ্খল হয়ে কোন রোগ দেখা দিলে শরীরের ভাইটাল ফাংশনে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়।
- এই পরিবর্তনগুলোকেই বলা হয় ভাইটাল সাইন।
- এই 'ভাইটাল সাইন' গুলো পরিমাপ করে একজন ব্যক্তির সাধারণ স্বাস্থ্যের মূল্যায়ন এবং রোগগত অবস্থা ও আরোগ্যের অগ্রগতি মূল্যায়ন করা হয়।
- ভাইটাল সাইন চারটি হলো- শরীরের তাপমাত্রা, পালস বেট, শ্বাসের হার ও রক্তচাপ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions