‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ এর রচয়িতা কে?
Solution
Correct Answer: Option C
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও একজন নাগরিক কবি ছিলেন শামসুর রহমান (১৯২৯-২০০৬)।
শামসুর রহমানের কাব্যগ্রন্থ:
- রৌদ্র করোটিতে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- ইকারুসের আকাশ,
- শুনি হৃদয়ের ধ্বনি,
- অন্ধকার থেকে আলোয়,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।
এর মধ্যে বিখ্যাত কাব্যগ্রন্থঃ
- তার হাতির শুড় : ১৯৫৮ সালে স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে সমকাল পত্রিকায় লিখেন।
- আসাদের শার্ট : ১৯৬৯ সালের ২০ জানুয়ারি আসাদের রক্তমাখা শার্ট দিয়ে বানানো পতাকা দেখে কবিতাটি লেখেন।
- ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা' : মুক্তিযুদ্ধের প্রথম দিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে কবিতাগুলো রচনা করেন।
- একটি ফটোগ্রাফ : কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।
- টেলেমেকাস : ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী হলে তাঁকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেন।
- বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা : ১৯৬৮ সালে আইয়ুব খান পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ কবিতা লিখেন।