What was the name of the rocket Space X makes history after catching on landing? 

A Starship 

B Falcon 9 

C Polaris Dawn 

D Blue Origin

Solution

Correct Answer: Option A

- প্রথমবারের মতো ইলন মাস্কের মহাকাশযান স্পেসএক্সের তৈরি রকেট স্টারশিপ সফলভাবে উৎক্ষেপের পর সেটির নিম্নাংশ সফলভাবে ফিরে আসে।
- এর আগে মোট ৪ বার স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের চেষ্টা করে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়।
- রকেট স্টারশিপের দুটি অংশ একটি হচ্ছে 'সুপার হেভি বুস্টার' নামের তরল গ্যাসের জ্বালানি চালিত রকেট।
- আর অপর অংশটি হলো 'স্টারশিপ' নামের মহাকাশযান, যা সুপার হেভি বুস্টারের ওপর বসানো।
- ১৩ অক্টোবর, ২০২৪ রকেটটি টেক্সাসের বোকাচিকা মহাকাশ কেন্দ্রে উৎক্ষেপণ করা হয়।
- এক পর্যায়ে দ্বিতীয় ধাপে মহাকাশ যানটি আলাদা হয়ে ভারত মহাসাগরে পড়ে যায়। আর সুপার হেভি বুস্টার উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions