What was the name of the rocket Space X makes history after catching on landing?
Solution
Correct Answer: Option A
- প্রথমবারের মতো ইলন মাস্কের মহাকাশযান স্পেসএক্সের তৈরি রকেট স্টারশিপ সফলভাবে উৎক্ষেপের পর সেটির নিম্নাংশ সফলভাবে ফিরে আসে।
- এর আগে মোট ৪ বার স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের চেষ্টা করে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়।
- রকেট স্টারশিপের দুটি অংশ একটি হচ্ছে 'সুপার হেভি বুস্টার' নামের তরল গ্যাসের জ্বালানি চালিত রকেট।
- আর অপর অংশটি হলো 'স্টারশিপ' নামের মহাকাশযান, যা সুপার হেভি বুস্টারের ওপর বসানো।
- ১৩ অক্টোবর, ২০২৪ রকেটটি টেক্সাসের বোকাচিকা মহাকাশ কেন্দ্রে উৎক্ষেপণ করা হয়।
- এক পর্যায়ে দ্বিতীয় ধাপে মহাকাশ যানটি আলাদা হয়ে ভারত মহাসাগরে পড়ে যায়। আর সুপার হেভি বুস্টার উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসে।