কোন বাক্যটি শুদ্ধ?

A তুমি কি ঢাকা যাবে?

B তুমি কী ঢাকা যাবে?

C তোমরা কী ঢাকা যাবে?

D তোমরা কী ঢাকায় যাবে?

Solution

Correct Answer: Option A

যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে বলা যায় তখন প্রশ্নে ব্যবহৃত হয় “ কি” । যেমন : “ আপনি কি লিখছেন?”। 
আর যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। বিস্তারিত বলতে হয় সেই প্রশ্নে “কী” ব্যবহৃত হয় । যেমন : “আপনার কী করছেন ?”

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions