Solution
Correct Answer: Option D
- ‘Transmit’ শব্দটির অর্থ প্রেরণ করা, পৌঁছে দেওয়া বা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো।
- অপরদিকে ‘Withhold’ শব্দটির অর্থ হচ্ছে আটকে রাখা, দমিয়ে রাখা বা দিতে অস্বীকার করা।
- অর্থের বিচারে শব্দ দুটি পরস্পর বিপরীতার্থক বা Antonym।
- অপশনে থাকা শব্দগুলোর মধ্যে ‘Show’ অর্থ দেখানো এবং ‘Reply’ অর্থ উত্তর দেওয়া।
- এছাড়া ‘Televise’ দ্বারা বোঝানো হয় টিভিতে বা দূরদর্শনের মাধ্যমে সম্প্রচার করা।