Correct Answer: Option C
মনে করি, দশ বছর পূর্বে পিতার বয়স ছিল ৭x এবং ২x বছর
সুতরাং, বর্তমানে পিতার বয়স হবে ৭x + ১০ বছর
পুত্রের ” ” ২x+ ১০ বছর
প্রশ্নমতে, ৭x +১০ +২x + ১০=৭৪
বা, ৯x + ২০ =৭৪ বা, ৯x=৫৪ =x=৬
সুতরাং, পিতার বর্তমান বয়স ৭*৬+১০=৫২ বছর
পুত্রের ” ” ২*৬+১০=২২ বছর
সুতরাং, ১০ বছর পর পিতার বয়স ও পুত্রের বয়সের অনুপাত হবে ৫২ + ১০:২২ +১০= ৬২:৩২ = ৩১:১৬
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions