এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কোন সালে?

A ১৯৫০

B ১৯৫১

C ১৯৫২

D ১৯৫৩

Solution

Correct Answer: Option D

বিশ্বের উচ্চতম সর্ববৃহৎ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এর নেপালি নাম— সাগরমাথা। 
- এডমন্ড হিলারি (নিউজিল্যান্ড) ও (তেনজিং নোরগে) প্রথম এভারেস্ট জয় করেন ২৯ মে, ১৯৫৩ খ্রিস্টাব্দে।
- প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন  জাপানের জুনকো তাবেই (১৬ মে, ১৯৭৫ খ্রিস্টাব্দে)। 
- প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করে মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০ খ্রিস্টাব্দে)। 
- বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী নিশাত মজুমদার (১৯ মে, ২০১২ খ্রিস্টাব্দে)।   
 
১৯৫৩ সাল নিয়ে গুরুত্তপুর্ণ তথ্যঃ
- দেশের প্রথম কাগজকল যা ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়।
- ওয়াটসন ও ক্রিক দুজন ব্রিটিশ বিজ্ঞানী ১৯৫৩ সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন। এজন্য তাঁরা ১৯৬৩ সালে নোবেল পুরষ্কারে
- ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারী’ প্রকাশ করেন ১৯৫৩ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions