www (world wide web)-এর জনক কে? [BPSC-21]

A বিল গেটস

B স্টিভ জবস

C টিম বার্নার্স-লি

D জেফ বেজোস

Solution

Correct Answer: Option C

- World Wide Web (WWW)-এর জনক হিসেবে সর্বজনস্বীকৃত ব্যক্তি হলেন ‘টিম বার্নার্স-লি’।
- তিনি ১৯৮৯ সালে CERN-এ কাজ করার সময় Web-এর ধারণা দেন এবং ১৯৯০-৯১ সালে বাস্তবায়ন করেন।
- তিনি HTTP প্রোটোকল, HTML ভাষা এবং প্রথম Web ব্রাউজার (WorldWideWeb) ও প্রথম Web সার্ভারের (CERN httpd) ভিত্তি তৈরি করেন।
- WWW হলো ইন্টারনেটের ওপর চলা হাইপারটেক্সট-ভিত্তিক একটি সেবা; এটি ইন্টারনেট নয়, বরং ইন্টারনেটের একটি পরিষেবা।

- বিল গেটস (A) মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা;
- স্টিভ জবস (B) অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা; 
- জেফ বেজোস (D) অ্যামাজনের প্রতিষ্ঠাতা;

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions