Vidicon image plate- এর ব্যাস প্রায়- [নিঃ পরীক্ষা-98]
Solution
Correct Answer: Option B
Vidicon হলো একটি ধরনের ক্যামেরা টিউব, যা ভিডিও সিগন্যাল উৎপন্ন করতে আলোক সংবেদনশীল প্লেট ব্যবহার করে। এই টিউবের ভেতরে থাকা image plate (বা photo-conductive surface) এর মাধ্যমে আলোকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা হয়। সাধারণত Vidicon টিউবের image plate-এর ব্যাস প্রায় ৫ ইঞ্চি হয়ে থাকে, যা যথেষ্ট বড় একটি সেন্সর এলাকা তৈরি করে সঠিক ও স্পষ্ট ভিডিও ইমেজ ধারণের জন্য।