Solution
Correct Answer: Option C
এফএম (FM) ব্রডকাস্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো ৮৮ থেকে ১০৮ মেগাহার্টজ (MHz)। এটি VHF (Very High Frequency) ব্যান্ডের অংশ এবং বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড হিসেবে গৃহীত। এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে উচ্চ মানের স্টেরিও অডিও ট্রান্সমিশন সম্ভব হয় এবং AM রেডিওর তুলনায় অনেক কম নয়েজ ও ইন্টারফারেন্স থাকে।