যখন মাইক্রোওয়েভ সিগন্যালসমূহ পৃথিবীর বক্রতা অনুসরণ করে, তখন একে কী বলা হয়?
A প্যারাডের অ্যাফেক্ট
B ডাকটিং
C ট্রোপোস্ফেরিক স্ট্যাটার
D আয়োনোস্ফেরিক রিফ্লেকশন
Solution
Correct Answer: Option B
ডাকটিং হলো একটি বায়ুমণ্ডলীয় প্রপাগেশন ঘটনা যেখানে মাইক্রোওয়েভ সিগন্যাল বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে প্রতিসরণের কারণে পৃথিবীর বক্রতা অনুসরণ করে চলে। এটি সাধারণত ঘটে যখন বায়ুমণ্ডলে তাপমাত্রা এবং আর্দ্রতার তারতম্যের কারণে একটি "ডাক্ট" বা নালিকার মতো গঠন তৈরি হয়, যা রেডিও তরঙ্গকে আটকে রেখে দূর পর্যন্ত প্রেরণ করে। এই ঘটনার ফলে মাইক্রোওয়েভ সিগন্যাল স্বাভাবিকের চেয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে ট্রোপোস্ফেরিক স্ক্যাটার, আয়োনোস্ফেরিক রিফ্লেকশন এবং প্যারাডের এফেক্ট সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রপাগেশন মেকানিজম।