একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাঙ্ক কত?
Solution
Correct Answer: Option B
বেতার তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয়:
• সূত্র: c = f × λ (যেখানে c = আলোর গতি, f = কম্পাঙ্ক, λ = তরঙ্গদৈর্ঘ্য)
• প্রদত্ত তথ্য:
- তরঙ্গদৈর্ঘ্য (λ) = ৩০০ মিটার
- আলোর গতি (c) = ৩ × ১০⁸ মিটার/সেকেন্ড
• হিসাব:
- f = c/λ = (৩ × ১০⁸)/(৩০০)
- f = ১০⁶ হার্টজ = ১ মেগাহার্টজ
বেতার তরঙ্গ এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা আলোর গতিতে চলে। তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে কম্পাঙ্ক হ্রাস পায় এবং তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পেলে কম্পাঙ্ক বৃদ্ধি পায়।