Solution
Correct Answer: Option A
-তৎসম শব্দের অর্থ তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান।
-যেসব সংস্কৃত শব্দ অবিকৃতরূপে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেগুলোকে তৎসম বা সংস্কৃত ঋণশব্দ বলে।
-তৎসম শব্দের উদাহরণ-
-জীবিকা, জীবন, ভ্রাতা, মনুষ্য, মস্তক,
-মাতা, প্রবেশ, শিক্ষা, স্পর্শ, সিংহ, সিন্ধু,
-স্মৃতি, সাগর, শয়ন, মৃত্যু, শশী,
-সকাল, সভা, সমর, সন্তান ইত্যাদি।