পিটিটিআই ইন্সট্রাক্টর -২০১৯ (98 টি প্রশ্ন )







- সুয়েজ খাল (Suez Canal) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল।

- এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।

- উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া, উভয়প্রান্তে পণ্যপরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয়, এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়না।
NAPE=National Academy for Primary Education (জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
beginner=শিক্ষানবিস
adroit =নিপুণ
novice=শিক্ষানবিশ
 expert =বিশেষজ্ঞ



বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী যা ১৮৭৮ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বনফুল (১৮৮০) ।
 • প্রথম প্রকাশিত ছোটগল্প -  ও উপন্যাস
 • প্রথম প্রকাশিত নাটক - বাল্মিকী প্রতিভা (১৮৮১) 
 • প্রথম প্রকাশিত উপন্যাস - বৌ ঠাকুরাণীর হাট (১৮৮৩) 




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন




Fantasy (ফ্যান্টাসি) শব্দটি ইউনানী শব্দ Fantasia (ফ্যান্টাসিয়া )থেকে এসেছে। ... Fantasy- কি : Fantasy কল্পনার উপর ভিত্তি করে গঠিত হয়। যাকে দিবাস্বপ্ন বা দুঃখ স্বপ্নের মানুষিক এক প্রতিবিম্ব বুঝায়।
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি’ বলেছেন।
তাঁর বিখ্যাত পঙ্ক্তি-
- ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।'
- ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।'
- 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'
বাংলাদেশের সংবিধান ৬৫ (১) -এ উল্লেখ করা আছে, জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে

A cock and bull story =একটি মিথ্যা বা বানোয়াট গল্প
- সৌদি সাংবাদিক, লেখক এবং আল-আরব নিউজ চ্যানেলের প্রধান সম্পাদক জামাল খাসোগি ।
- তিনি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন ।
- ২ অক্টোবর ২০১৮ তুরস্কের ইস্তানবুলে সৌদি আরবের কনস্যুলেটে তাকে নির্মমভাবে খুন করা হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0