পিটিটিআই ইন্সট্রাক্টর -২০১৯ (98 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- সুয়েজ খাল (Suez Canal) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল।

- এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।

- উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া, উভয়প্রান্তে পণ্যপরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয়, এতে করে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয়না।
i
ব্যাখ্যা (Explanation):
NAPE=National Academy for Primary Education (জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী)

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
beginner=শিক্ষানবিস
adroit =নিপুণ
novice=শিক্ষানবিশ
 expert =বিশেষজ্ঞ
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন।
i
ব্যাখ্যা (Explanation):
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী যা ১৮৭৮ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বনফুল (১৮৮০) ।
 • প্রথম প্রকাশিত ছোটগল্প -  ও উপন্যাস
 • প্রথম প্রকাশিত নাটক - বাল্মিকী প্রতিভা (১৮৮১) 
 • প্রথম প্রকাশিত উপন্যাস - বৌ ঠাকুরাণীর হাট (১৮৮৩) 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
Fantasy (ফ্যান্টাসি) শব্দটি ইউনানী শব্দ Fantasia (ফ্যান্টাসিয়া )থেকে এসেছে। ... Fantasy- কি : Fantasy কল্পনার উপর ভিত্তি করে গঠিত হয়। যাকে দিবাস্বপ্ন বা দুঃখ স্বপ্নের মানুষিক এক প্রতিবিম্ব বুঝায়।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে ‘দুঃখবাদী কবি’ বলেছেন।
তাঁর বিখ্যাত পঙ্ক্তি-
- ‘সই কেমনে ধরিব হিয়া / আমার বঁধূয়া আন বাড়ী যায় / আমার আঙিনা দিয়া।'
- ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।'
- 'শুনহ মানুষ ভাই / সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই।'
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের সংবিধান ৬৫ (১) -এ উল্লেখ করা আছে, জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে
i
ব্যাখ্যা (Explanation):
A cock and bull story =একটি মিথ্যা বা বানোয়াট গল্প
i
ব্যাখ্যা (Explanation):
- সৌদি সাংবাদিক, লেখক এবং আল-আরব নিউজ চ্যানেলের প্রধান সম্পাদক জামাল খাসোগি ।
- তিনি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন ।
- ২ অক্টোবর ২০১৮ তুরস্কের ইস্তানবুলে সৌদি আরবের কনস্যুলেটে তাকে নির্মমভাবে খুন করা হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0