প্রতিরক্ষা মন্ত্রনালয় (সহকারি পরিচালক-নন টেকনিক্যাল) -০৩.০২.২০২৩ (100 টি প্রশ্ন )
Dilly dally (সময়ের অপচয় করা) অর্থ- waste time.
ব্যাপক মাত্রায় মানুষ ও মনুষ্য নির্মিত স্থাপনা নিমিষে গুড়িয়ে দিতে পারে এমন পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রকে WMD (Weapons of Mass Destruction) নামে অভিহিত করা হয়। আর্চবিশপ কসমো গর্ডন ল্যাং ১৯৩৭ সালে প্রথম WMD সম্পর্কে ধারণা দেন।
চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স এর পাশাপাশি ভিটামিন ‘সি’ ও পাওয়া যায়।

মনেকরি, বড় বর্গক্ষেত্রটির এক বাহু = x

ছোট বর্গক্ষেত্রটির পরিসীমা = x


তাহলে, বড় বর্গক্ষেত্রটির কর্ণ = √2x

ছোট বর্গক্ষেত্রটির একবাহু = x/4

ছোট বর্গক্ষেত্রটির কর্ণ = √2× x/4


বড় বর্গক্ষেত্রটির কর্ণ : ছোট বর্গক্ষেত্রটির কর্ণ

=  √2x : √2 × x/4

= 4:1


১৯৮৯ চেকস্লোভাকিয়ায় সংঘটিত সমাজতন্ত্র বিরোধী আন্দোলন ভেলভেট বিপ্লব নামে পরিচিত।

 মনেকরি,ক কাজটি করে x দিনে

খ কাজটি করে 2x দিনে


প্রশ্নমতে,

1/x + 1/2x = ¼

⇒ 3/2x =1/14

⇒ 2x= 14*3

⇒ x = ২১

 

কোনো খারাপ বা কর্কশ শব্দের পরিবর্তে শ্রুতিমধুর বা কোমল শব্দের ব্যবহারকে euphemism (সুভাষণ বলে। অর্থাৎ inoffensive expression (শালীন অভিব্যক্তি)। Death এর পরিবর্তে pass away ব্যবহার করাকে euphemism বলে।
● গীতিকা হলো আখ্যানধর্মী লোকসাহিত্য। প্রাচীনকালে ইউরোপে নাচের সাথে যে কবিতা গীত হতো, তাকেই গীতিকা বলা হতো। বাংলাদেশে তিন ধরনের গীতিকা বিদ্যমান। যথা:
- নাথ গীতিকা,
- মৈমনসিংহ গীতিকা ও
- পূর্ববঙ্গ গীতিকা।
নেত্রকোনা জেলার আইথর/রাঘবপুর গ্রামের অধিবাসী চন্দ্রকুমার দের সহযোগিতায় ড. দীনেশচন্দ্র সেন নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চল থেকে গীতিকাগুলো সংগ্রহ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থানুকূল্যে ১৯২৬ সালে 'পূর্ববঙ্গ গীতিকা' নামে তিন খণ্ডে প্রকাশ করেন। 'পূর্ববঙ্গ গীতিকা'য় অন্তর্ভুক্ত ধোপার হাট, মইষাল বন্ধু, কমলা রাণীর গান, দেওয়ান ঈশা খাঁ, ভেলুয়া, আয়না বিবি ও গোপিনী কীর্তন প্রভৃতি পালাগান চন্দ্রকুমার দে সংগ্রহ করেন।

● হরপ্রসাদ শাস্ত্রী 'চর্যাপদ আবিষ্কার করেন।
● দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার কর্তৃক সংগৃহীত রূপকথার গ্রন্থ ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, কিশোরের মন প্রভৃতি।
French (ফরাসি) শব্দটি language এবং people উভয়ের সাথেই সম্পর্কযুক্ত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
১৯৭১ সালে ক্লাউস শওয়াব ‘World Economic Forum' প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের কলোগনিতে অবস্থিত। প্রতি বছর সুইজারল্যান্ডের ডাভোসে এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভায় বিশ্বের সর্বোচ্চ ব্যবসায়িক ব্যক্তিত্ব, খ্যাতিমান রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

প্রথমতো ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল না। তবে নিচের ব্যাখ্যা থেকে অপশন গুলোর মধ্যে সবচেয়ে কাছাকাছি হিসবে রাশিয়াকে ধরতে পারি। 

ফিনল্যান্ড উত্তর দিকে স্থলবেষ্টিত। উত্তরে নরওয়ে ও পূর্বে রাশিয়ার সাথে এর সীমান্ত আছে। দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে বথনিয়া উপসাগর। ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সবসময় দিন থাকে। ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশ ধরা হয়, কিন্তু বহু শতাব্দী যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবেই বিদ্যমান ছিল। ৭০০ বছর বা ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত দীর্ঘদিন ফিনল্যান্ড সুইডিশ রাজতন্ত্রের অধীনে ছিল। এই সময়টাতে সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসাবে ব্যবহার করতো। ১৮০৯ সালে ফিনল্যান্ড একটি স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হিসাবে রাশিয়ান সাম্রাজে অন্তর্ভূক্ত হয়। ১৯১৭ সালের ডিসেম্বরের ৬ তারিখে ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে।


৩ - ১ = ২

৪ - ২ = ২

৫-৩ = ২

৬ - ৪ = ২


 ল.সা.গু = ২ × ৩ × ২ × ৫ = ৬০

নির্ণেয় সংখ্যাটি = ৬০ - ২ = ৫৮

 

-বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
-ফারসি ‘নিম' উপসর্গটির ‘অর্ধেক’ অর্থে ব্যবহৃত শব্দ ‘নিম+রাজি নিমরাজি ।
-নি (বাংলা উপসর্গ) + খুঁত (বাংলা শব্দ) = নিখুঁত;
-আন (বাংলা উপসর্গ) + মনা (বাংলা শব্দ) = আনমনা;
-অব (তৎসম উপসর্গ) + হেলা (তৎসম শব্দ) = অবহেলা ।
ইউসুফ গদার ফারসি ভাষার কাব্য ‘তুহফ-ই নসাঈহ’ থেকে ১৬৬৪ সালে আরাকান রাজসভার মহাকবি আলাওল নীতিকাব্য ‘তোহফা' নামে অনুবাদ করেন। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন। রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি কোরেশী মাগন ঠাকুর ‘চন্দ্রাবতী কাব্য রচনা করেন। ‘কালিকামঙ্গল’ খান মঙ্গলকাব্যের সাবিরিদ কবি (বিদ্যাসুন্দর) কাব্য রচনা করেন।

৮ আগস্ট, ১৯৬৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা Association of southeast Asian Nations ( ASEAN) প্রতিষ্ঠা লাভ করে। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। এর বর্তমান সদস্য দেশ ১০ টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনাই, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।
মৌর্য সাম্রাজ্যের রাজত্বকাল ছিল ৩২৪-১৮৬ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। যিনি ৩২৪-৩০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনিই প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট। অন্যদিকে, মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন সম্রাট অশোক এবং সর্বশেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। উল্লেখ্য, সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা যাকে ভারতের ‘নেপোলিয়ন' বলা হয়।
আফগানিস্তান এশিয়া মহাদেশের মধ্য ও দক্ষিণ অংশে অবস্থিত স্থলবেষ্টিত একটি রাষ্ট্র। এর রাজধানী কাবুল। দেশটির সীমান্তবর্তী দেশ ৬টি (চীন, ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান)।
মীর মশাররফ হোসেন ‘আমাদের শিক্ষা নামক প্রবন্ধে মাতৃভাষা বাংলা সম্পর্কে বলেন, 'বঙ্গবাসী মুসলমানদের দেশভাষা বা মাতৃভাষা “বাঙ্গালা”। মাতৃভাষায় যাহার আস্থা নাই, সে মানুষ নহে। বিশেষ সাংসারিক কাজকর্ম্মে মাতৃভাষারই সম্পূর্ণ অধিকার। মাতৃভাষায় অবহেলা করিয়া অন্য দুই ভাষায় বিখ্যাত পণ্ডিত হইলেও তাহার ‘প্রতিপত্তি নাই ৷’

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি। এর মধ্যে ভারতের সাথে ৩০টি আর মিয়ানমারের সাথে ৩টি। বাংলাদেশের একমাত্র রাঙামাটি জেলা ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তে অবস্থিত।
‘কোন ষড়যন্ত্রে জড়িত থাকা' অর্থে- concerned এর সাথে preposition হিসেবে in বসে। Eight men were concerned in the plot- আটজন লোক ষড়যন্ত্রে জড়িত ছিল।

Boot leg (চোরাচালান) idiom-টির অর্থ smuggle.
Plebiscite (গণভোট) শব্দটা (রাজনীতির) এর সাথে সম্পর্কযুক্ত।
● একের বেশি সংখ্যা বোঝাতে যেসব লগ্নক (রা, এরা, গুলো, গুলি, দের, রাজি, মালা, সমূহ, বৃন্দ, কুল, বর্গ, গ্রাম) বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, সেগুলোকে বচন বলে।

● অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ/লগ্নক: গ্রাম → গ্রণগ্রাম।

● প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ/লগ্নক: কুল → কবিকুল, বৃক্ষকুল।

● উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ/লগ্নক: বৃন্দ → সুধীবৃন্দ, শিক্ষকবৃন্দ;

● বর্গ → পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ।
Extempore (পূর্বপ্রস্তুতিহীন) এর synonym হচ্ছে impromptu (পূর্বপ্রস্তুতিহীন) । Improvise- তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা;planned -পরিকল্পিত Immediate- তাৎক্ষণিক।
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, অ-কার কিংবা আ- কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ- কার হয়; আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন: রত্ন+আকর (অ+আ = আ') রত্নাকর, মেঘ+আলয় = মেঘালয়, জল+আধার = জলাধার।
দেওয়া আছে, x = √3+√2

∴ 1/x = 1/(√3+√2)

= (√3-√2) / {(√3-√2) (√3+√2)}
= (√3-√2) / {(√3)2 - (√2)2}

= (√3-√2) / (3 - 2)

= (√3-√2) / 1
= (√3-√2)

∴ x+ 1/x = √3 + √2 + √3 - √2
= 2√3

প্রদত্ত রাশি = x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x (x + 1/x)
= (2√3)3 - 3. 2√3
= 24√3 - 6√3
= 18√3
-জীবনী- বিশেষণ;
-জীবন- বিশেষ্য;
-জীবাণু- বিশেষ্য;
-জীবিকা- বিশেষ্য।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
● যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে দূর্বল চুম্বকত্ব সৃষ্টি হয় এবং এরা চৌম্বক ক্ষেত্র থেকে সরে যায় অর্থাৎ সৃষ্ট চুম্বকায়নের অভিমুখ বহিঃচৌম্বক ক্ষেত্রের অভিমুখের বিপরীত দিকে হয়, এদেরকে ডায়া চৌম্বক পদার্থ বলে। পানি, সোনা, রূপা, তামা, বিসমাথ হলো ডায়া চৌম্বকের উদাহরণ।

● প্যারাচুম্বক হলো- অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, এন্টিমনি, অক্সিজেন।

● ফেরোচুম্বক হলো- লোহা, ইস্পাত।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0