- গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা। এর পূর্ব নাম ছিল Don't make a Wave Committee। ১৯৭১ সালে কানাডার ভ্যানকুভারে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রীনপিস জন্মলাভ করে। - এর প্রতিষ্ঠাতা প্যাট্রিক মোরে, রবার্ট হান্টার, ডেভিড ম্যাকট্যাগার্ড ও আরো অনেকে।
- ডেভিড ম্যাকট্যাগার্ড কানাডার অধিবাসি, তবে তিনি নিউজল্যান্ডে থাকতেন, নিউজল্যান্ড প্রথম এর আন্দোলন সূচনা হয়। ডেভিড ম্যাকট্যাগার্ড
- গ্রিনপিসের প্রথম পদক্ষেপ হিসাবে গ্রিনপিস নিউজিল্যান্ডের মতো জায়গাগুলিতে কয়লা বিদ্যুৎকেন্দ্র দখল করে এবং কয়লা চালান এবং খনি খনন কার্যক্রম অবরুদ্ধ করে কয়লার বিরুদ্ধে বেশ কয়েকবার প্রতিবাদ করেছে। - এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডসের আমস্টারডামে। - গ্রিনপিসের জাহাজের নাম রেইনবো ওয়ারিয়র। তবে বাংলাদেশে রেনবো ওয়ারিয়রের নাম রংধনু। - নিউজিল্যান্ড, হংকং সহ বিশ্বের ৪১ টির অধিক দেশে গ্রীনপিসের আঞ্চলিক দপ্তর রয়েছে।
- যে তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে । - সাধারণত -273º সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলা হয় ও কেলভিন স্কেলে এর মান 0º k .
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। - ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লক্ষ লক্ষ মানুষের সামনে বঙ্গবন্ধু তাঁর ভাষণে স্বাধীনতার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। - এই ভাষণটি বাঙালি জাতির মুক্তির সংগ্রামে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
• বঙ্গবন্ধু তাঁর ভাষণে চারটি মূল দাবি উপস্থাপন করেন: ১. চলমান সামরিক আইন প্রত্যাহার করা, ২. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, ৩. গণহত্যার তদন্ত করা এবং ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।
- তিনি বলেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম," যা বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করে তোলে। - তাঁর এ ভাষণ ‘স্বাধীন বাংলা বেতার’ কেন্দ্র থেকে ‘বজ্রকন্ঠ’ নামে প্রচারিত হয় এবং এটি বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করে।
• চলচ্চিত্র ও তথ্যচিত্র: - বঙ্গবন্ধুর এই ভাষণ নিয়ে ২০১০ সালে ফাখরুল আরেফীন নির্মাণ করেন তথ্যচিত্র "দ্য স্পিচ"। - আলোচিত এই তথ্যচিত্রটি নির্মিত হয় ২০১০ সালে। - যেটি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল ইউনেস্কোতে।
- বঙ্গবন্ধুর সেই অমর ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
- IOM-এর পূর্ণরূপ: International Organization for Migration (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা)। - প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল। - বর্তমান সদস্য দেশ: ১৭৫টি। - পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি। - সর্বশেষ সদস্য: বার্বাডোস, যা ২৯ নভেম্বর ২০২২ সালে IOM-এর সদস্যপদ লাভ করে। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- যখন বিষয়টি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন causative verb ব্যবহার করা হয়। - বহুল প্রচলিত causative verbs হলো: Help, Get, Have, Let, Make ইত্যাদি।
Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার: - গঠন: Subject + have/has + object + verb এর past participle। - ব্যক্তিগত ক্ষেত্রে bare infinitive verb ব্যবহৃত হয়।
• প্রশ্নে "had" এর পর "his car" বস্তু হিসেবে রয়েছে, তাই গঠন হবে: - Subject + have/has + object + verb এর past participle।
সুতরাং, সঠিক উত্তর হবে: Mr. Rahim had his car washed with only BDT 500।
- পৃথিবীর বাতাসে যত কার্বন ডাই অক্সাইড মিশছে, তার অধিকাংশই আসছে মাত্র চারটি দেশ থেকে - চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া। সাথে আছে ইউরোপিয়ান ইউনিয়ন। - চীন হচ্ছে সবচেয়ে বড় কার্বন ডাইঅক্সাইড নির্গমনকারী, পৃথিবীর সমগ্র নির্গমনের এক চতুর্থাংশই আসছে চীন থেকে। প্রধানত কয়লা নির্ভরতার কারণে তাদের কার্বন নির্গমন এখনো বাড়ছে। - চীন বলছে, তাদের কার্বন নির্গমন সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে ২০৩০ সালে - দেশটির লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে তাদের শক্তি উৎপাদনের ২৫ শতাংশ আসবে ফসিলজাত নয় এমন জ্বালানি থেকে। - চীন অঙ্গীকার করছে, ২০৬০ সালের মধে তারা 'কার্বন-নিরপেক্ষ' হবে।
- ঢাকা ১৬১০, ১৬৬০,১৯০৫, ১৯৪৭ এবং ১৯৭১ সালে অর্থাৎ মোট ৫ বার রাজধানীর মর্যাদা লাভ করে। - সর্বপ্রথম ১৬১০ সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতী ঢাকাকে বাংলার রাজধানীতে রূপান্তরিত করেন। - সে সময় তিনি ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
- গোরা ১৮৮০-এর দশকে ব্রিটিশ রাজত্বকালের সময়কার কলকাতার পটভূমিতে লেখা। - এটি লেখার ক্রমে পঞ্চম এবং রবীন্দ্রনাথের তেরোটি উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম। - এটি রাজনীতি এবং ধর্ম নিয়ে দার্শনিক বিতর্কে সমৃদ্ধ উপন্যাস। - উপন্যাসে মুক্তি, সর্বজনীনতা, ভ্রাতৃত্ব, লিঙ্গ, নারীবাদ, বর্ণ, শ্রেণি, ঐতিহ্য বনাম আধুনিকতা, নগর অভিজাত বনাম গ্রামীণ কৃষক, ঐপনিবেশিক শাসন, জাতীয়তাবাদ এবং ব্রাহ্মসমাজ নিয়ে লেখা রয়েছে।
- তার অন্য উপন্যাস চার অধ্যায় হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাস। - এটি ১৯৩৪ সালে প্রকাশিত হয়। - এটি রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাস। - এর কাহিনীর সঙ্গে রবীন্দ্রনাথের "রবিবার" গল্পের সম্পর্ক আছে।
- ভূ-পৃষ্ঠের যে কঠিন শিলা বহিরাবরণ দেখা যায়, তাকে ভূত্বক বলা হয়। - ভূত্বকের পুরুত্ব খুবই কম। - ভূত্বকের প্রধান উপাদান হলো অক্সিজেন, যা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়।
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation। - এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক জোট। - এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল। - প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। - বর্তমান সদস্য সংখ্যা: ৭টি।
বর্তমান সদস্য দেশগুলি হলো: - বাংলাদেশ - থাইল্যান্ড - ভারত - শ্রীলঙ্কা - মিয়ানমার - নেপাল - ভুটান
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। - বর্তমান মহাসচিব: Indra Mani Pandey - BIMSTEC-এর সর্বশেষ সদস্য দেশ নেপাল এবং ভুটান, যা ২০০৪ সালের ফেব্রুয়ারিতে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। - প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয় ।যেমনঃ- কে, কারা, কি, কীসে প্রভৃতি । - তুমি এতক্ষণ কি করেছো ? -প্রদত্ত বাক্যে 'কী ' প্রশ্নবাচক সর্বনাম হিসেবে প্রশ্ন তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।
লক্ষণীয়ঃ উত্তর হ্যা বা না হলে প্রশ্ন হবে 'কি' দিয়ে এবং 'কি' অব্যয় পদ হবে। আবার, উত্তর কোন নাম বা ব্যাখ্যামূলক কিছু হলে প্রশ্ন হবে 'কী' দিয়ে এবং 'কী' হবে সর্বনাম।
- ১৬ তম BRICS সম্মেলন -২০২৪ সালের ২২-২৪ অক্টোম্বর রাশিয়া তে অনুষ্ঠিত হবে। - BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।
- এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS . - BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং - ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়। - ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে। - এটি BRICS এর ১৬তম সম্মেলন। - ১ জানুয়ারি ২০২৪ এ নতুন ৫টি (মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) এ সংস্থায় যোগদান করে। - উল্লেখ্য, ৬টি(আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) দেশকে যোগদানের আমন্ত্রন জানানো হলেও BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা। - BRICS এর বর্তমান সদস্য ১০ টি।
- যেসব শক্তির উৎস অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় । - সূর্য, পানি, বায়ু, পারমাণবিক শক্তি, সমুদ্রের ঢেউ ইত্যাদি হলো নবায়নযোগ্য শক্তির উৎসের উদাহরণ ।
• আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান (১৯২৯-২০০৬)। • তিনি একজন নাগরিক কবি ছিলেন। • পেশায় তিনি সাংবাদিক ছিলেন। • মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, - আমি অনাহারী, - রৌদ্র করোটিতে, - বিধ্বস্ত নীলিমা, - বন্দী শিবির থেকে, - নিরালোকে দিব্যরথ, - নিজ বাসভূমে, - দুঃসময়ের মুখোমুখি, - ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, - আদিগন্ত নগ্ন পদধ্বনি, - এক ধরনের অহংকার, - শূন্যতার শোকসভা, - বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, - প্রতিদিন ঘরহীন ঘরে, - ইকারুসের আকাশ, - উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, - এক ফোঁটা কেমন অনল, - বুক তাঁর বাংলাদেশের হৃদয়, - হরিণের হাড়, - স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি, - কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে।
তাঁর রচিত উপন্যাস- - অক্টোপাস, - অদ্ভূত আঁধার এক, - নিয়ত মন্তাজ, - এলো সে অবেলায়।
- বাংলাদেশ আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবের ৩৩তম সদস্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। - রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলায় অবস্থিত এবং এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ।
- রূপপুরের প্রথম ইউনিটের জন্য রাশিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর করেছে। - ৫ অক্টোবর, ২০২৩ তারিখে ইউরেনিয়ামের প্রথম চালানটি হস্তান্তর করা হয়। - এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বে ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদক দেশ হিসাবে যুক্ত হলো।
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও মূল দ্বারা শোষিত জলের বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যের সংশ্লেষ ঘটে এবং গৃহীত কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন প্রকৃতিতে নির্গত হয় তাকে সালোকসংশ্লেষণ বলে। - সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে।
জলাতঙ্ক (Rabies): - জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ যা মানুষসহ সকল উষ্ণ রক্তবাহী প্রাণীদের আক্রান্ত করতে পারে। - তবে প্রাকৃতিক পরিবেশে কুকুর, বিড়াল, শৃগাল, গরু, মাংসাশী বন্যপ্রাণী এবং বাদুড়ের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়।
রোগের কারণ: - জলাতঙ্ক রোগটি রেবিস নামক এক ধরনের ভাইরাসের কারণে হয়। - এই ভাইরাসটি বুলেট আকৃতির এবং এর দুটি প্রধান টাইপ রয়েছে: 1) স্ট্রিট ভাইরাস ও 2) ফিক্সড ভাইরাস।
স্ট্রিট ভাইরাস: এটি প্রাকৃতিক পরিবেশে রোগ সৃষ্টি করে এবং খুবই বিপদজনক। ফিক্সড ভাইরাস: এটি সাধারণত পরীক্ষাগারে ব্যবহৃত হয় এবং রোগের প্রভাব কম হয়।
- মনের ভাব প্রকাশের মাধ্যম ভাষা। - মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে ভাষা বলে। - ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ । - সুতরাং, আগে ভাষা সৃষ্টি হয়েছে; তারপর ভাষাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য ব্যাকরণ সৃষ্টি হয়েছে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।