বাংলাদেশ ডাক বিভাগ (পোস্টম্যান/রানার/অফিস সহায়ক) - ০৯.০২.২০২৪ (70 টি প্রশ্ন )
- মুজিববর্ষ বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ঘোষিত একটি  বর্ষ।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ২০২০ সালের ১৭ই মার্চ তাঁর জন্মের শতবর্ষ পূর্ণ হয়, এবং এই জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে 'মুজিববর্ষ' পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

- বাংলাদেশ ২০২১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার পঞ্চাশ বছরে পদার্পণ করে।
- ২০১৯ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের যৌথ সভায় মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

- ফলে, ২০২০ ও ২০২১ সাল দুটি বাঙালির জাতীয় জীবনের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
- প্রথমে ১৭ই মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
- তবে বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার মুজিববর্ষের সময়সীমা পুনঃনির্ধারণ করে ১৭ই মার্চ, ২০২০ থেকে ১৬ই ডিসেম্বর, ২০২১ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
- মুজিববর্ষের লোগোটি নকশা করেছেন সব্যসাচী হাজরা।
- প্রাচীনকালে বাংলা নামে কোন অখন্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
- বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। এ পর্যন্ত প্রাচীন বাংলার ছোট বড় ১৬ টি জনপদের কথা জানা যায়।
- তাদের মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। পুণ্ড্র নামে একটি জাতি বর্তমান বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে এ জনপদ গড়ে তুলেছিল।
- পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত।
- প্রাচীন সভ্যতার নিদের্শনের দিকদিয়ে পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ।
- অন্যদিকে, প্রাচীন গৌড় জনপদ ভারতের মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে গড়ে ওঠে হরিকেল জনপদটির অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে, মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদের বিস্তৃতি ছিল। সমতট জনপদ কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে বিস্তৃত ছিল।
- বাংলাদেশের জাতীয় (রাষ্ট্রীয়) প্রতীক ভাসমান শাপলার দু'পাশে ধানের শীষ, শাপলার ওপরে তিনটি পরস্পর যুক্ত পাট পাতা, পাতাগুলোর দু'পাশে দুটি করে মোট চারটি তারকা।
- চারটি তারকা চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতি নির্দেশ করা হয়েছে।
- আর পানি, ধান ও পাট দ্বারা বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতিকে বুঝানো হয়েছে।
- রাষ্ট্রীয় এ প্রতীকটির ডিজাইন করে মোহাম্মদ ইদ্রিস ও শামসুল আলম।
- আর পুরো প্রতীক তৈরির কাজের তত্ত্বাবধান করেন পটুয়া কামরুল হাসান।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।

- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কয়েকটি উপন্যাসঃ
- শেষের কবিতা,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- যোগাযোগ,
- রাজর্ষি,
- চার অধ্যায়।

- ২৯ আগস্ট ২০২৩ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) সভায় পটুয়াখালী ইপিজেড প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। 
- পটুয়াখালী জেলার সদরের আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়া মৌজায় ৪১৮ একর জায়গার  ওপর ইপিজেড নির্মিত হবে ।
- এটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১,৪৪৩ কোটি টাকা।
- বর্তমানে বাংলাদেশে মোট ৯টি ইপিজেড আছে।
- ১৯৯৩ সালে বন্দর নগরী চট্টগ্রামে স্থাপিত হয় দেশের প্রথম ইপিজেড।
-  ১২ নভেম্বর ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেপজার ৩৪তম গভর্নর বোর্ড সভায় নতুন তিনটি ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়,(গাইবান্ধা, যশোর, পটুয়াখালী)।

- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
- গজারিয়া উপজেলা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। 
- এটি একটি সুপ্রাচীন জনপদ।
- ২০০ একর জমিতে ঔষধ শিল্পপার্ক স্থাপিত হয়েছে।
- ব্রিটিশ শাসনামলে বর্তমান রাজধানী ঢাকার ইংরেজি বানান ছিল Dacca.
- ১৯৮২ সালে প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ ঢাকার নাম Dacca থেকে পরিবর্তন করে Dhaka রাখেন।
- ১৯৮৮ সালে বাংলাদেশ সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে এ পরিবর্তনকে আইনি বৈধতা দেওয়া হয়।
• ফিলিস্তিন - দিনার 
• আফগানিস্তান - আফগানি
• আর্জেন্টিনা - পেসো
• অস্ট্রেলিয়া - ডলার
• বেলজিয়াম - ইউরো
• ব্রাজিল - রিয়েল
• কানাডা - ডলার
• চীন - ইউয়ান
• ফ্রান্স - ইউরো
• জার্মানি - ইউরো
• ভারত - রুপি
• ইন্দোনেশিয়া - রুপিয়াহ
• ইতালি - ইউরো
• জাপান - ইয়েন
• মেক্সিকো - পেসো
• রাশিয়া - রুবল
• যুক্তরাজ্য - পাউন্ড
• যুক্তরাষ্ট্র - ডলার
• নেদারল্যান্ড - ইউরো

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

১ম পদ = ৩
২য় পদ = ৩ + ৩ = ৬
৩য় পদ = ৬ + ৩ = ৯
৪র্থ পদ = ৯ + ৩ = ১২
৫ম পদ = ১২ + ৩ = ১৫
১ বিলিয়ন = ১০০ কোটি
তিনটি বইয়ের সমষ্টি = (২২ + ২৭ + ২০) টাকা
                         = ৬৯ টাকা

তিনটি বইয়ের গড় = ৬৯/৩ = ২৩ টাকা
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
- ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
- ১ মিটার = ১০০ সেন্টিমিটার।
- ১ গজ = ০.৯১৪৪ মিটার
- ১ মাইল = ১৬০৯ মিটার
- ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
- ১ কিলোমিটার = ০.৬২১ মাইল
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
- ১ লিটার =১০০০ মিলিলিটার
ক এর ৭৫% = ৩
বা, ক এর ৭৫/১০০ = ৩
বা, ক এর ৩/৪ = ৩
বা, ৩ক/৪ = ৩
বা, ৩ক = ৩ × ৪
বা, ক = (৩ × ৪)/৩
∴ ক = ৪
৯, ০, ৭, ৮ এর সমষ্টি = ৯ + ০ + ৭ + ৮ = ২৪
৯, ০, ৭, ৮ এর গড় = ২৪/৪ = ৬
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ

ক একা ২০ দিনে করতে পারে ১ টি কাজ
ক একা ১ দিনে করতে পারে কাজটির ১/২০ অংশ

খ একা ১ দিনে করতে পারবে
= কাজের (১/১২ - ১/২০) অংশ
= ১/৩০ অংশ

খ একা ১/৩০ অংশ করতে পারে ১ দিনে
খ একা সম্পূর্ণ অংশ করতে পারে ৩০ দিনে
১ হেক্টোমিটার = ১০০ মিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার;
১ ডেসিমিটার = ০.১ মিটার
১ ডেকামিটার = ১০ মিটার
• ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
•  অতএব ২৫৩° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি, 
সংখ্যাটি x
প্রশ্নমতে,
৩x + ২x = ৯০
বা, ৫x = ৯০
∴ x = ১৮
৩, ৫, ৬ ও ৮ এর ল.সা.গু = ১২০
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০ 
- বর্গক্ষেত্রের চারটি কোণ সমকোণ। 
- যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। বর্গ একটি সমকোণী চতুর্ভুজ। বর্গ দ্বারা আবদ্ধ কোন ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে।
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম
১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১০ কুইন্টাল = ১ মেট্রিক টন
মোট ছাত্র-ছাত্রী = ৬৪০ জন
ক্লাসে ছাত্র সংখ্যা = ৬৪০ এর ৪০%
                      = ৬৪০ এর ৪০/১০০
                      = ২৫৬ জন

ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৬৪০ - ২৫৬) জন
                        = ৩৮৪ জন
একক স্থানীয় মান = a
দশক স্থানীয় মান = b

সংখ্যাটি = 10 × b + a
           = 10b + a
৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা।
১ টাকার ১ বছরের সুদ ২১০/(৭৫০ × ২) টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = (২১০ × ১০০)/(৭৫০ × ২)
                               = ১৪ টাকা

সুদের হার ১৪%
ধরি,
- ১ থেকে ক বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়। 

∴ - ১ - ক = ০
⇒ ক = - ১
মনে করি,
সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য = ১ অংশ

খুঁটির কালো = ৫/৬ অংশ
খুঁটির সাদা = ১ - (৫/৬) অংশ
             = (৬ - ৫)/৬ অংশ
             = ১/৬ অংশ

কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য = (৫/৬) - (১/৬) অংশ
= (৫ - ১)/৬ অংশ
= ৪/৬ অংশ
= ২/৩ অংশ

প্রশ্নমতে
২/৩ অংশ = ৬ মিটার
১ বা সম্পূর্ণ অংশ = (৩ × ৬)/২ মিটার
                      = ৯ মিটার

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মাটির নিচে = ১/৩ অংশ
পানির নিচে = ১/২ অংশ

মাটি ও পানির নিচে আছে = (১/৩) + (১/২) অংশ
= (২ + ৩)/৬ অংশ
= ৫/৬ অংশ
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0