Solution
Correct Answer: Option A
৯ অক্টোবর ১৮৭৪ বিশ্ব ডাক ইউনিয়ন বা Universal Postal Union গঠিত হয় বার্ন চুক্তির মাধ্যেমে। শুরুর দিকে এর নাম ছিলো General Postal Union. এবং ১৮৭৮ সালে বর্তমান নাম ধারণ করে।
- এর প্রতিষ্ঠাতা হেনরিক ভন স্টেফান।
- এটির প্রতিষ্ঠার তারিখ ৯ অক্টোবর প্রতিবছর বিশম্ব ডাক দিবস হিসেবে পালিত হয়।
- ১ জুলাই ১৯৪৮ এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ২ জুলাই UPU এর সদস্যপদ লাভ করে।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের বার্ন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯২।