- বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদটি বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংকের নেতৃত্বের দায়িত্ব বহন করে। - ঐতিহ্যগতভাবে, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে সাধারণত একজন আমেরিকান নাগরিক নির্বাচিত হতেন, কিন্তু সাম্প্রতিক নির্বাচনটি বৈচিত্র্যময় নেতৃত্বের পথ সুগম করেছে। - অজয় বাঙ্গা একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী, যিনি পূর্বের বিভিন্ন শীর্ষস্থানীয় কর্পোরেট পদে কাজ করেছেন, যেমন মার্গারেট ডোয়েল লার্ড (PepsiCo)।
- The Irish Republican Army (IRA) হলো যুক্তরাজ্যের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। - এই সংগঠনটির মূল লক্ষ্য ছিল উত্তর আয়ারল্যান্ড থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। - এবং একটি একত্রিত স্বাধীন আয়ারল্যান্ড প্রতিষ্ঠা করা। - উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের একটি অংশ, যা আয়ারল্যান্ড দ্বীপের উত্তর-পূর্ব অংশে অবস্থিত। - সংগঠনটি তাদের লক্ষ্য অর্জনের জন্য সশস্ত্র সংগ্রাম এবং রাজনৈতিক উভয় পথই ব্যবহার করত।
বিশ্ব ব্যাংকের (World Bank) আনুষ্ঠানিক লক্ষ্য হলো: - বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন (Global Poverty Eradication) এবং - টেকসই উন্নয়ন নিশ্চিত করা
বিশেষ করে, বিশ্ব ব্যাংকের দুটি প্রধান লক্ষ্য নির্ধারিত আছে: - ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য নির্মূল করা (Extreme Poverty Eradication) - সমৃদ্ধি ভাগাভাগি বৃদ্ধি করা (Shared Prosperity) – অর্থাৎ বিশ্বের সবচেয়ে দরিদ্র ৪০% মানুষের আয় বৃদ্ধি করা।
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা। - WHO-এর পূর্ণরূপ: World Health Organization. - প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮। - মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস (বর্তমানে মহাপরিচালক)। - সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। - বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৪টি। - বাংলাদেশ এর সদস্যপদ: বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভ করে।
- ESA এর পূর্ণরূপ হলো European Space Agency (ইউরোপীয় মহাকাশ সংস্থা)। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা মহাকাশ গবেষণা, উপগ্রহ উৎক্ষেপণ, এবং মহাকাশ প্রযুক্তি উন্নয়নের জন্য কাজ করে। ESA ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর ২২টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- যদি আপনি ESA-এর কোনো নির্দিষ্ট কার্যক্রম, মিশন (যেমন, Rosetta, ExoMars), বা এর সাথে আপনার পূর্ববর্তী প্রশ্নের (যেমন, জেজু দ্বীপের আগ্নেয়গিরি বা ডেটাবেজ) কোনো সংযোগ নিয়ে বিস্তারিত তথ্য চান, তাহলে জানান।
ইউটিউব (YouTube) হলো একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যা ইন্টারনেটে ভিডিও আপলোড, দেখা ও শেয়ার করার সুবিধা দেয়।
মূল বিষয়গুলো:
প্রতিষ্ঠা: ২০০৫ সালে চ্যাড হার্লে, স্টিভ চেন ও জাভেদ করিম দ্বারা। মালিকানা: ২০০৬ থেকে গুগল। ব্যবহার: বিনোদন, শিক্ষা, গান, সংবাদ, টিউটোরিয়াল ইত্যাদি ভিডিও দেখার জন্য। ফিচার: - ভিডিও আপলোড ও স্ট্রিমিং - চ্যানেল তৈরি করা - সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন - কমেন্ট, লাইক, শেয়ার করা
- Europol, অর্থাৎ European Union Agency for Law Enforcement Cooperation, এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। - হেগের 'ইন্টারন্যাশনাল জোন' এলাকায় Europol-এর সদর দপ্তর ও সম্মেলন কেন্দ্র রয়েছে, যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তার ওপর কাজ করে। - Europol ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৯ সালে কার্যক্রম শুরু করে। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অপরাধের তথ্য বিনিময় ও সমন্বয় করে থাকে। - Europol-এর অফিসিয়াল ঠিকানাও হেগেই (Eisenhowerlaan 73, 2517 KK The Hague, Netherlands)। - এটি ইউরোপের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করে, যাদের লক্ষ্য হলো সন্ত্রাসবাদ, মাদক পাচার, মানব পাচার, সাইবার অপরাধ ইত্যাদি মোকাবেলা করা।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- জাম্বিয়া "Country of Copper" নামে পরিচিত কারণ এটি আফ্রিকার অন্যতম বৃহৎ তামা উৎপাদনকারী দেশ। - জাম্বিয়ার Copperbelt Province তামার সমৃদ্ধ অঞ্চল হিসেবে বিখ্যাত। - এই অঞ্চলে প্রচুর তামার খনি রয়েছে, যা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। - তামা রপ্তানি জাম্বিয়ার বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস এবং এটি দেশের শিল্প ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- IRA (The Irish Republican Army) হলো আয়ারল্যান্ডের সশ্বস্ত্র সংগঠন। এটি ১৯৬৯ সালে গঠিত হয়। - আয়ারল্যান্ডে ব্রিটেনের শাসনের অবসান ঘটিয়ে আয়ারল্যান্ডের দুই অংশকে পুনরায় একত্র করার উদ্দেশ্যে IRA প্রতিষ্ঠিত হয়েছিলো। - ১৯৯৭ সালের ২০ জুলাই যুক্তরাজ্য সরকারের সাথে শান্তি চুক্তির মাধ্যমে IRA সদস্যরা অস্ত্র ত্যাগ করে।
- আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (International Union for Conservation of Nature and Natural Resources ) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ । - ১৯৪৮ সালে ফ্রান্সে প্রতিষ্ঠিত এই সংঘের প্রধান কার্যালয় সুইজারল্যান্ড রাষ্ট্রের গ্লান্ডের লেক জেনিভা অঞ্চলে । - ৮৩ টি রাষ্ট্র ,১০৮ টি সরকারি সংস্থা ,৭৬৬ টি নন -গভর্নমেন্ট অর্গানাইজেশন ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০,০০০ বিশেষজ্ঞ ও বৈজ্ঞানিকদের নিয়ে এই সংঘ গঠিত হয়।
- জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে ১৯৪৫ সালে International Court of Justice (ICJ) গঠিত হয়। - এটি ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। - নেদারল্যান্ডের হেগ শহরে ICJ এর সদর দপ্তর অবস্থিত। - এর সভাপতির মেয়াদ ৩ বছর। - এর বিচারক ১৫ জন। - বিচারক নিয়োগ পদ্ধতি Permanent Court of Justice এর তালিকার আলোকে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সম্মতিতে ৪ জন -জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ টি দেশ হতে, ৪ জন এশিয়া, ৩ জন ইউরোপ, ২ জন ল্যাটিন আমেরিকা, ২ জন আফ্রিকা হতে। - বিচারকদের পদের মেয়াদ ৯ বছর। - এর কার্যাবলি বিভিন্ন সন্ধি ও চুক্তির ব্যাখ্যা দেয়। - জাতিসংঘ সনদের ৯৩ অনুচ্ছেদ বলে গঠন এবং ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতিসংঘের সকল সদস্য আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য ।
Group of Twenty বা G-20 বিশ্বের ১৯টি দেশ, আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের একটি অর্থনৈতিক সংগঠন। - ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলন ২০০৮ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। - এরই ধারাবাহিকতায় G20 বার্ষিক শীর্ষ সম্মেলন ২০২৩ ভারতে অনুষ্ঠিত হয়। -৯ থেকে ১০ সেপ্টেম্বর, ২০২৩ ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। • আফ্রিকান ইউনিয়ন সদস্যপদ লাভ করে: ৯ সেপ্টেম্বর, ২০২৩। • বর্তমানে সদস্য - ২১টি (১৯টি দেশ এবং ২টি সংস্থা)। • যে ২টি সংস্থা G-20 এর সদস্য: ইউরোপাীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন। • বর্তমান প্রেসিডেন্টঃ ব্রাজিল • বর্তমান স্লোগানঃ "টেকসই পুনরুদ্ধার: টেকসই উন্নয়নের জন্য টেকসই অর্থনীতি" ও "এক পৃথিবী এক পরিবার"
- OIC Statcom (Standing Committee for Economic and Commercial Cooperation of the Organization of Islamic Cooperation) ইসলামী সহযোগিতা সংস্থার (Organization of Islamic Cooperation - OIC) একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। - এর মূল লক্ষ্য হলো OIC সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সম্মিলিত অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করা। - এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। - এর সদর দপ্তর তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত।
IMF - IMF এর পূর্ণরূপ — International Monetary Fund. - এটি প্রতিষ্ঠা করা হয় ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। - এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭। - প্রথম ঋণ প্রদান করে ৮ মে, ১৯৪৭। - নিয়ন্ত্রক সংস্থা ECOSOC. - এর দাপ্তরিক ভাষা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ। - জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭। - সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। - বর্তমান সদস্য ১৯১টি। ১৯১ তম সদস্য দেশ – লিচেনস্টাইন (Liechtenstein)। (২১ অক্টোবর, ২০২৪) - বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। - বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে। - IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
ADB - ADB এর পূর্ণনাম - Asian Development Bank. - প্রতিষ্ঠা: ১৯ ডিসেম্বর, ১৯৬৬। - উদ্দেশ্য: এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। - নীতিবাক্য: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই। - মূল কার্যক্রম: ক্রেডিটিং (ঋণ প্রদান)। - সদর দপ্তর: ম্যানিলা, ফিলিপাইন। - সদস্য সংখ্যা: ৬৯টি । - সর্বশেষ সদস্য: ইসরাইল। - বাংলাদেশের সদস্যপদ পায়: ১৯৭৩ সালে। - প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৩১টি। - বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্দা (জাপান), প্রেসিডেন্ট সবসময় একজন জাপানি নাগরিক হন। - ADB গঠনের উদ্দেশ্য: জাতিসংঘ এবং অন্যান্য উন্নত দেশগুলোর সমন্বয়ে, বিশ্বব্যাংকের অনুরূপ ধাঁচে গঠিত।
- আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO) সমুদ্র, নদী ও জলাশয়ের শারীরিক বৈশিষ্ট্য পরিমাপ ও বর্ণনা করে নিরাপদ নেভিগেশন নিশ্চিত করার জন্য কাজ করে। - প্রতি বছর ২১ জুন পালিত হয় বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস।
- মোট সদস্য দেশ: ১০২ - স্থগিত সদস্য: ২ (অর্থনৈতিক কারণে) - কার্যালয়: মোনাকো প্রিন্সিপালিটি - সদস্য দেশগুলো জাতীয় হাইড্রোগ্রাফিক অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিনিধিত্ব করে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হল (APEC- Asia Pacific Economic Co-operation) - এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে। - এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক। - এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত। - সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি।
- OECD (Organisations for Economic Co-operation and Development) ৩০ সেপ্টেম্বর ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। - এটির সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। - ইউরোপ, এশিয়া, আমেরিকা ও ওশেনিয়ার অঞ্চলের ৩৮টি দেশ এটির সদস্য। - প্রতিষ্ঠাকালীন ২০ টি দেশ সাক্ষর করেছিল, তবে ১৮টি দেশ নিয়ে এটা শুরু হয়েছিল।
- CARE বা Co-operation for Assistance and Relief Everywhere একটি মানবকল্যাণমূলক সংস্থা। - এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। - এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের জার্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত।
- আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। - এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। - শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ এ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। - বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমসটেক নেতাদের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
- BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট । - এটি ২০০৮ সালে BRIC নামে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করার পর এর নামকরণ করা হয় BRICS . - BRICS এর সদর দপ্তর নেই। - BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং - ২১ জুলাই, ২০১৫ সালে NDB এর পরিচালনা পর্ষদ BRICS জোটের বাহিরে বাংলাদেশ ,সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়। - ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে। - ১ জানুয়ারি ২০২৪ এ নতুন ৫টি (মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) এ সংস্থায় যোগদান করে। - উল্লেখ্য, ৬টি(আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব) দেশকে যোগদানের আমন্ত্রন জানানো হলেও BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা। - BRICS এর বর্তমান সদস্য ১০ টি। - ২০২৫ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে ব্রাজিল।
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের জন্য একটি আন্তর্জাতিক সংগঠন, যা ব্যবসা ও পেশাগত জগতে পারস্পরিক সহযোগিতা এবং মানবকল্যাণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত।
- রোটারি ইন্টারন্যাশনাল তিনটি মূল অংশ নিয়ে গঠিত: ১) ক্লাবগুলি (Clubs), ২) রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International), ৩) দ্য রোটারি ফাউন্ডেশন (The Rotary Foundation)।
- ICAO এর পূর্ণরূপ হচ্ছে International Civil Aviation Organization অর্থাৎ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা। - এটির সদরদপ্তর কানাডার মন্ট্রিয়াল শহরে অবস্থিত । - ১৯৪৭ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিকাগো কনভেনশন কার্যকরের মাধ্যমে ICAO গঠিত হয় । - ১৩ মে ১৯৪৭ এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। - ICAO এর বর্তমান মহাসচিব হুয়ান কার্লোস সালাজার ।তিনি ১ আগস্ট, ২০২১ তারিখে দায়িত্ব গ্রহণ করেন। - বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি । - কাউন্সিল সদস্য ৩৬ টি - এর ব্যবহৃত ভাষা ৬টি: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রাশিয়ান, চীনা, আরবি
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (International Crisis Group বা ICG) একটি স্বাধীন, অলাভজনক, এবং আন্তর্জাতিক সংস্থা যা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। - এর মূল লক্ষ্য হলো সংঘাত প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নীতি প্রণয়ন করা। - সংস্থাটির সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম-এ অবস্থিত। - এটি বিভিন্ন অঞ্চলে সংঘাতের উপর গবেষণা এবং বিশ্লেষণ করে এবং নীতিনির্ধারকদের সাথে কাজ করে শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর সমাধান প্রদান করে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।