জাতিসংঘ (395 টি প্রশ্ন )
- UNAIDS এইচআইভি / এইডস সম্পর্কিত জাতিসংঘের যৌথ প্রোগ্রামকে বোঝায়, যা একটি বিশ্বব্যাপী প্রোগ্রাম যা এইচআইভির বিস্তারের বিরুদ্ধে লড়াই এবং এইডস আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদানের দিকে মনোনিবেশ করে।
- এটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- UNAIDS এইচআইভি শিক্ষার প্রচার, ভাইরাসের বিস্তার রোধ, এইচআইভি / এইডস আক্রান্তদের যত্ন এবং সহায়তা প্রদান
- এবং কার্যকর এইচআইভি / এইডস সম্পর্কিত নীতিগুলির পক্ষে সমর্থন করার জন্য বিভিন্ন সংস্থা, সরকার এবং সম্প্রদায়ের সাথে কাজ করে।
- ইউএনএইডের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এইডস মহামারীকে জনস্বাস্থ্যের হুমকি হিসাবে শেষ করা।
WFP
- পূর্ণরুপঃ World Food Program
- প্রতিষ্ঠাঃ ১৯ ডিসেম্বর, ১৯৬১ সালে।
- সদরদপ্তরঃ ইতালির রোম শহরে অবস্থিত।
- নির্বাহী পরিচালকঃ Cindy McCain
- প্রথম উন্নয়ন কর্মসূচি চালু করেঃ সুদানে (১৯৬৩ সালে)
- শান্তিতে নোবেল পুরস্কার লাভঃ ২০২০ সালে।
ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP)-এর বর্তমান নির্বাহী পরিচালক হলেন ইঙ্গার অ্যান্ডারসেন

ডেনমার্কের নাগরিক ইঙ্গার অ্যান্ডারসেন ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক মনোনীত হন এবং জাতিসংঘের সাধারণ পরিষদ তাকে চার বছরের জন্য এই পদে নির্বাচিত করে। এর আগে তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (IUCN)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
UNDP (United Nations Development Programme)-এর বর্তমান প্রশাসক হলেন আকিম স্টেইনার

জার্মানির নাগরিক আকিম স্টেইনার ২০১৭ সালের ১৯ জুন UNDP-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মনোনয়নের পর জাতিসংঘের সাধারণ পরিষদ তার নিয়োগ নিশ্চিত করে। পরবর্তীতে ২০২১ সালের এপ্রিলে, সাধারণ পরিষদ তাকে দ্বিতীয় চার বছরের মেয়াদের জন্য নিয়োগ নিশ্চিত করে, যা ২০২১ সালের জুন মাসে শুরু হয়েছে।
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ২২ নভেম্বর ,১৯৬৫ সালে United Nations Development Program (UNDP) প্রতিষ্ঠা লাভ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত ।
- সংস্থাটি শীর্ষপদ প্রশাসক (Administrator ).
- এর বর্তমান প্রধান Achim Steinier.
- UNDP এর নির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৩৬টি।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে কাজ করছে।
- ১৯৯০ সাল থেকে UNDP ‘মানব উন্নয়ন রিপোর্ট’ প্রকাশ করে আসছে।
UNCLOS 
- পূর্ণরূপ: United Nations Convention of Law of the Sea 
- পরিচয়: সমুদ্রসীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন।
- এ পর্যন্ত ৩টি UNCLOS হয়েছে।
- UNCLOS ১৯৮২ সালে গৃহীত হয় এবং এটি ১৯৯৪ সালে কার্যকর হয়।
২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG ধারণা প্রতিষ্ঠিত হয়। যা ২৫ সেপ্টেম্বর ২০১৫ UNGA-এর ৭০/১ রেজুল্যুশন নাম্বার অনুযায়ী অনুমোদিত হয়। SDG-এর স্কোর কিপার জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP। এতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

১. দারিদ্র্য বিমোচন
২. ক্ষুধা মুক্তি ৩. সু স্বাস্থ্য
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি
৮. কর্মসংস্হান ও অর্থনীতি
৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো
১০. বৈষম্য হ্রাস
১১. টেকসই নগর ও সম্প্রদায়
১২. পরিমিত ভোগ
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ
১৪. টেকসই মহাসাগর
১৫. ভূমির টেকসই ব্যবহার
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারত্ব
- উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণের জন্য ১৯৬৪ সালে UNCTAD গঠিত হয়।
- এটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
- এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- UNESCO এর প্রধানের পদবি মহাপরিচালক।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।
- আবার ১০ জুলাই ২০২৩ যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
সর্বশেষ আপডেটেঃ ০২ অক্টোবর, ২০২৩

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- জাতিসংঘের "নারীর প্রতি বৈষম্য দূরীকরণ সনদ" হলো CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women)।
- এটি নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার জন্য একটি আন্তর্জাতিক সনদ, যা জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর গৃহীত হয় এবং ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
- এটি নারীর অধিকার রক্ষার জন্য একটি আন্তর্জাতিক বিল অব রাইটস হিসেবে পরিচিত।
- সনদটি ৩০টি অনুচ্ছেদে বিভক্ত, যেখানে নারীর প্রতি বৈষম্য চিহ্নিত করা এবং তা দূর করার উপায় নির্ধারণ করা হয়েছে।
- বিশ্বের ১৮৯টি দেশ এই সনদে স্বাক্ষর করেছে।
- বাংলাদেশ ১৯৮৪ সালে CEDAW সনদে স্বাক্ষর করে।

২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG ধারণা প্রতিষ্ঠিত হয়। যা ২৫ সেপ্টেম্বর ২০১৫ UNGA-এর ৭০/১ রেজুল্যুশন নাম্বার অনুযায়ী অনুমোদিত হয়। SDG-এর স্কোর কিপার জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP। এতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।  UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

১. দারিদ্র্য বিমোচন 

২. ক্ষুধা মুক্তি ৩. সু স্বাস্থ্য 

৪. মানসম্মত শিক্ষা 

৫. লিঙ্গ সমতা 

৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা 

৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি 

৮. কর্মসংস্হান ও অর্থনীতি 

৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো 

১০. বৈষম্য হ্রাস 

১১. টেকসই নগর ও সম্প্রদায় 

১২. পরিমিত ভোগ 

১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ 

১৪. টেকসই মহাসাগর 

১৫. ভূমির টেকসই ব্যবহার 

১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান 

১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারত্ব



- সাধারণ পরিষদ কার্যক্রম শুরু ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের সেন্ট্রাল হলে এর মূল কাজ হল জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালন করা। 
- জাতিসংঘের প্রতিটি সদস্যই এই পরিষদের সদস্য।
- এর অপর নাম আলোচনা পরিষদ /নির্বাহী পরিষদ।
- সভাপতির মেয়াদ ১ বছর।
- এর অধিবেশন হয় প্রতি সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার,
- এর কার্যাবলইঃ 
      ১।সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন
      ২।মহাসচিব নিয়োগ
      ৩।সদস্য দেশকে বহিস্কার
      ৪।জাতিসংঘের বাজেট পাস
      ৫।সদস্য দেশের চাঁদার পরিমাণ নির্ধারণ
      ৬। অঙ্গ সংস্থার সদস্য নির্বাচন
      ৭।নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন
      ৮।নিরাপত্তা পরিষদের সাথে সম্মতিতে বিচারক নিয়োগ
- রোহিঙ্গা শরণার্থীদের মানবিক প্রয়োজন মেটাতে ইউনিসেফ যে কার্যক্রম পরিচালনা করছে, তাতে সহায়তার জন্য জাপান সরকার আনুমানিক ৩৩ লাখ মার্কিন ডলার (৫০ কোটি জাপানি ইয়েন) বরাদ্দ করেছে।
- এই অনুদানের অর্থ দিয়ে ৪১ হাজার শিশুসহ বাংলাদেশে মোট ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থীর কাছে সেবা পৌঁছে দেওয়া হবে।
- বাংলাদেশের কক্সবাজার ও নোয়াখালী জেলার ভাষাণচরে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা, ওয়াশ (পানি, পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা), স্বাস্থ্য ও পুষ্টি সেবা দেওয়া হবে।
- ৪ মার্চ, ২০২৫ এ ঢাকায় ইউনিসেফের কার্যালয়ে এ বিষয়ে জাপান ও ইউনিসেফ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
- এই সংকট মোকাবিলায় জাপান এখন পর্যন্ত আনুমানিক ২৪০ মিলিয়ন মার্কিন ডলার জাতিসংঘের সংস্থাসমূহ ও এদেশের বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) দিয়েছে।
IOM
- এর পূর্ণরূপ: International Organization for Migration (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা)।
- প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- সদর দপ্তর: গ্র্যান্ড-স্যাকোনেক্স, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য দেশ: ১৭৫টি
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস, যা ২৯ নভেম্বর ২০২২ সালে IOM-এর সদস্যপদ লাভ করে।
UNEP
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP).
- UNEP এর পূর্ণরূপ হলো United Nations Environment Programme।
- এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত।
- UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এই তারিখটি স্মরণে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
- সদস্য রাষ্ট্র ১৯৩ টি।
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.
- UNEP মাঝে মাঝে ইউএন এনভায়রনমেন্ট বিকল্প নাম ব্যবহার করে।
- UNEP ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণ ৮০% কমাতে একটি 'রোডম্যাপ' প্রস্তাব করেছে।

✔ সদর দপ্তর: দ্যা হেগ, নেদারল্যান্ডস।
✔ প্রতিষ্ঠিত: ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
✔ বিচারকের সংখ্যা: ১৫ জন।
✔ বিচারকদের মেয়াদকাল: ৯ বছর।
✔ সভাপতি নির্বাচিত হন: ৩ বছরের জন্য।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, দেশে দেশে বন্ধুত্বের বাতায়ন তৈরি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫১ আর বর্তমানে পূর্ণ সদস্য দেশ ১৯৩।
- ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- দক্ষিণ সুদান হল  সর্বশেষ সদস্য, ১৪ জুলাই ২০১১ সালে দেশটি অন্তর্ভূক্ত হয়।
- জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি ও বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি

জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি।
   ১. জাতিসংঘের সাধারন পরিষদ (UNGA),
   ২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC),
   ৩. অর্থনৈতিক ও সামাজিক সংস্থা (ECOSOC),
   ৪. আন্তর্জাতিক আদালত (ICJ),
   ৫. অছি পরিষদ (Trusteeship Council) ও
   ৬. সেক্রেটারিয়েট।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- গ্লোবাল সিস্টেম অফ ট্রেড প্রেফারেন্সেস (GSTP) হলো একটি বাণিজ্য চুক্তি যা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে।
- এটি UNCTAD (United Nations Conference on Trade and Development) এর অধীনে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ বাণিজ্য বৃদ্ধি করা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা।
- আন্তর্জাতিক শ্রম সম্মেলন (International Labour Conference) হলো ILO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।
- এটি প্রতি বছর জেনেভায় অনুষ্ঠিত হয় এবং "শ্রমের আন্তর্জাতিক সংসদ" নামে পরিচিত।
- এই সম্মেলনে ILO-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
- জাতিসংঘের "Convention on the Prevention and Punishment of the Crime of Genocide" বা "Genocide Convention" ৯ ডিসেম্বর, ১৯৪৮ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এবং স্বাক্ষরিত হয়।
- এটি ছিল প্রথম আন্তর্জাতিক চুক্তি যা গণহত্যাকে একটি অপরাধ হিসেবে স্বীকৃতি দেয় এবং এর প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রগুলোর উপর দায়িত্ব আরোপ করে।
- এই চুক্তি ১২ জানুয়ারি, ১৯৫১ তারিখে কার্যকর হয়।
- জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে ১৯৪৫ সালে International Court of Justice (ICJ) গঠিত হয়।
- এটি ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
- নেদারল্যান্ডের হেগ শহরে ICJ এর সদর দপ্তর অবস্থিত।
- একে 'ওয়ার্ল্ড কোর্ট' বা বিশ্ব আদালত বলা হয়।
- এর সভাপতির মেয়াদ ৩ বছর।
- এর বিচারক ১৫ জন।
- বিচারক নিয়োগ পদ্ধতি Permanent Court of Justice এর তালিকার আলোকে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সম্মতিতে ৪ জন -জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ টি দেশ হতে, ৪ জন এশিয়া, ৩ জন ইউরোপ, ২ জন ল্যাটিন আমেরিকা, ২ জন আফ্রিকা হতে।
- বিচারকদের পদের মেয়াদ ৯ বছর।

- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
 
- বাংলাদেশ ২০২৩-২০২৭ মেয়াদের জন্য ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়। 
- নির্বাহী বোর্ডের এই নির্বাচনে ১৮৪ ভোটের মধ্যে ১৮১ সদস্য ভোট দেয়।
- বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

সূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।

মানধিকার কমিশনের বর্তমান নাম মানবাধিকার কাউন্সিল । ১০ ডিসেম্বর ১৯৪৬ সালে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা লাভ করলেও তা ১৫ মার্চ ২০০৬ মানবাধিকার কমিশন থেকে মানবাধিকার কাউন্সিল হিসেবে প্রতিষ্ঠা করা হয় । এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত । 


- UNICEF (United Nations Children Fund) বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় যা ১৯৫৩ সালে জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে।
- শুরুতে এটির নাম ছিলো The United Nations International Children’s Emergency Fund যা ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- ইউনিসেফের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির অধিক দেশ ও অঞ্চলে কাজ করছে।
- UNIDO এর পূণরূপ: United Nations Industrial Development Organization
- UNIDO প্রতিষ্ঠিত হয়: ১৯৬৬ সালে ।
- UNIDO জাতিসংঘের অন্তভুক্ত হয়:১৯৮৫ সালে
- UNIDO এর সদর দপ্তর: অস্ট্রিয়ার ভিয়েনায়।
- জাতিসংঘের "নারীর প্রতি বৈষম্য দূরীকরণ সনদ" হলো CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women)।
- এটি নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার জন্য একটি আন্তর্জাতিক সনদ, যা জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর গৃহীত হয় এবং ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
- এটি নারীর অধিকার রক্ষার জন্য একটি আন্তর্জাতিক বিল অব রাইটস হিসেবে পরিচিত।
- সনদটি ৩০টি অনুচ্ছেদে বিভক্ত, যেখানে নারীর প্রতি বৈষম্য চিহ্নিত করা এবং তা দূর করার উপায় নির্ধারণ করা হয়েছে।
- বিশ্বের ১৮৯টি দেশ এই সনদে স্বাক্ষর করেছে।
- বাংলাদেশ ১৯৮৪ সালে CEDAW সনদে স্বাক্ষর করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- UN Women, যা জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা, ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি জাতিসংঘের চারটি সংস্থার কাজ একত্রিত করে গঠিত হয়।
- এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা ছিল UNIFEM (United Nations Development Fund for Women)।
- UNIFEM নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য কাজ করত এবং এটি UN Women-এর ভিত্তি হিসেবে কাজ করেছে।
- UN Women গঠনের মূল উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা নিশ্চিত করা।
- এটি জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাজকে একত্রিত করে নারীর অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0