অর্থনীতি (62 টি প্রশ্ন )
- বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম Seawise Giant, যা ১৯৭৯ সালে নির্মিত হয়েছিল।
- এটি একটি আল্ট্রা লার্জ ক্রুড ক্যারিয়ার (ULCC) সুপারট্যাঙ্কার ছিল এবং এর দৈর্ঘ্য ছিল ৪৫৮.৪৫ মিটার (১,৫০৪ ফুট), যা এটিকে ইতিহাসের দীর্ঘতম এবং ভারীতম স্বচালিত জাহাজে পরিণত করেছিল।
- এটি ৫৬৪,৭৬৩ টন ডেডওয়েট বহন করতে সক্ষম ছিল এবং ৪.১ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করতে পারত।
- যদিও এটি ২০১০ সালে স্ক্র্যাপ করা হয়, তবুও এর আকার এবং ক্ষমতা এটিকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত করেছে।
- সর্বপ্রথম বাজেট প্রণয়ন করা হয়েছিল গ্রেট ব্রিটেনে (যুক্তরাজ্যে)।
- ১৭৩৩ সালে যুক্তরাজ্যে প্রথমবারের মতো বাজেট পেশ করা হয়, যা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাজেট প্রণয়নের সূচনা হিসেবে বিবেচিত হয়।
• কেন্দ্রীয় ব্যাংকের কাজ:
- নোট ও মুদ্রার প্রচলন করা।
- মুদ্রা মান ঠিক রাখা
- মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করা
- ঋণ নিয়ন্ত্রণ করা ।
- বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করা।
- সরকারকে পরামর্শ দেয়া।
- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০২৫ বেসিক স্ট্যাটিসটিকস নামে পরিসংখ্যান প্রকাশ করেছে।
- এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন
- চীনের জিডিপির আকার ১৮ লাখ ৯৬ হাজার ৫০০ কোটি ডলার।
- এরপর দ্বিতীয় স্থানে থাকা ভারতের জিডিপির আকার ৩ লাখ ৯১ হাজার ১৪০ কোটি ডলার।
- এশিয়ার মধ্যে নবম বৃহৎ অর্থনীতির দেশ হলো বাংলাদেশ।
- এডিবির পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ এশিয়ায় এখন ভারতের পর বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বড়।
- বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।

• বিখ্যাত Washington Consensus (ওয়াশিংটন কনসেনসাস) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত ।
• এ নীতিটি অর্থনীতিবিদ জন উইলিয়ামসন ১৯৯৩ সালে ভালো অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিত্তি মূলে তার এবং ওয়াশিংটন ভিত্তিক IBRD এবং IMF -এর কিছু নিতীমালাকে বুঝাতে ব্যবহার করেন ।
• নীতিগুলো হচ্ছে- বাণিজ্য উদার করা, অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক-শৃঙ্খলা, দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার, কর সংস্কার, ফিন্যানসিয়াল উদারীকরণ, প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা । 



মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২০২৪
• প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, প্রকাশনা ৩২তম( জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-UNDP)।
• প্রতিবেদনের শিরোনাম : Human Development Report 2023/2024 : Breaking the gridlock Reimagining cooperation in a
polarized world .
• অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৯৫টি ।

প্রতিবেদনে বিশ্ব
• সূচক : ০.৭৩৯।
• গড় আয়ু : ৭২.০ বছর।
• মাথাপিছু আয় : ১৭,২৫৪ মার্কিন ডলার ।
• শীর্ষ দেশ : সুইজারল্যান্ড (সূচক ০.৯৬৭)।
• সর্বনিম্ন দেশ : সোমালিয়া (সূচক ০.৩৮০)।
• গড় আয়ু > শীর্ষে : জাপান (৮৪.৮ বছর) ও সর্বনিম্ন : শাদ ও লেসোথো (৫৩.০ বছর)।
• মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) > শীর্ষে : লিচটেনস্টাইন (১,৪৬,৬৭৩ মার্কিন ডলার) ও সর্বনিম্ন : দক্ষিণ সুদান (৬৯১ মার্কিন ডলার) |
• মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষে : কাতার (৩৯.৯ টন)
- অধ্যাপক মার্শাল অর্থনীতিকে ‘কল্যাণের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ ÔPrinciple of EconomicsÕ।
- তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
মোট জাতীয় সুখ (GNH) হল অর্থনৈতিক ও নৈতিক অগ্রগতির একটি পরিমাপ যা ১৯৭০-এর দশকে ভুটান দেশটি মোট দেশীয় পণ্যের বিকল্প হিসাবে চালু করেছিল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- চার এশীয় বাঘ (ইংরেজি: Four Asian Tigers) একটি অর্থনৈতিক পরিভাষা, যা দ্বারা মুক্তবাজার ও উন্নত অর্থনীতিসমৃদ্ধ এশিয়ার চারটি দেশ ও অঞ্চলকে বোঝানো হয়।
- এই চারটি দেশ ও অঞ্চল হল সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং ও তাইওয়ান।
• বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা—১৯৪৪ সালে।
• বিশ্বব্যাংক গঠিত— IBRD ও IDA এর সমন্বয়ে ।
• বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর স্বপ্নদ্রষ্টা (Founding Fathers)— জন মেনার্ড কেইন্‌স (ব্রিটেন) ও হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র)।
 বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়—ফ্রান্স (১৯৪৭ সালে; ২৫০ মিলিয়ন মার্কিন ডলার)।
• বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয়— ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে। এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে • কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫।
• প্রথম ব্রেটন উডস চুক্তি স্বাক্ষর করে— ২৯টি দেশ (২৭ ডিসেম্বর ১৯৪৫)।
• বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে— ২৫ জুন ১৯৪৬ (সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র)।
- Palma ratio হলো আয় বৈষম্য পরিমাপের একটি সূচক।
- এটি একটি দেশের মোট আয়ের কত শতাংশ শীর্ষ 10% ধনী ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত তা নির্দেশ করে।
- Palma ratio যত বেশি, আয় বৈষম্য তত বেশি।

উদাহরণস্বরূপ:
-যদি Palma ratio 40 হয়, এর মানে হলো শীর্ষ 10% ধনী ব্যক্তি দেশের মোট আয়ের 40% নিয়ন্ত্রণ করে।

- উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তি (North American Free Trade Agreement -NAFTA) ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও ম্যাক্সিকোর মধ্যে বলবত হয়েছে।
- চুক্তির আওতায় এই তিন দেশের মধ্যে প্রায় সকল শিল্প ও কৃষিপণ্য, সেবাসামগ্রী অবাধ শুল্কবিহীনভাবে আমদানি ও রফতানি করার সুযোগ সৃষ্টি করা এবং সঙ্গে সঙ্গে আঁতেল সম্পত্তি সংরক্ষণমূলক কতিপয় বিধান সাপেক্ষে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা-বাণিজ্য ও শিল্পে বিনিয়োগ করার পথ খুলে দেয়া হয়েছে।
- এই চুক্তি হওয়ার পর কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে এর আগে থেকে বলবতকৃত দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির প্রায় সকল বিধান মেক্সিকোর প্রতি প্রযোজ্য হয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য ত্রিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে রূপান্তরিত হয়েছে।

• EU এর ২৭ টি দেশ ইঊরো মুদ্রা ব্যাবহার করলেও ইংল্যান্ড তার পাশাপাশি নিজস্ব মুদ্রা চালু রেখেছিল।
•  ব্রেক্সিট হউয়ার পর ইংল্যান্ড EU ছেড়ে বের হয়ে যায়


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে।
- এর মোট জিডিপি (GDP) ৩০.৩ ট্রিলিয়ন (নমিনাল ডলারে) বলে উল্লেখ করা হয়েছে।
- যুক্তরাষ্ট্র গত ১০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে অবস্থান ধরে রেখেছে।

- চীন ১৯.৫ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
- তবে যুক্তরাষ্ট্র এবং চীন একত্রে বিশ্বের মোট অর্থনীতির ৪৩% ধারণ করে।



ফরাসী শব্দ “laissez-faire” যার অর্থ "করতে দাও, যেতে দাও, পাশ কাটাতে দাও"। অর্থাৎ মানুষ যা পছন্দ করে তাকে তা করতে দেয়া।
- ঊনবিংশ শতাব্দীর প্রথম এবং মধ্য ভাগ থেকে লেসে-ফেয়ার শব্দটি মুক্ত বাজার অর্থনীতির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইংরেজি ভাষায় এই শব্দের আবির্ভাব হয়েছিল ১৭৭৪ সালে জর্জ হোয়াটলির "Principles of Trade" গ্রন্থ প্রকাশের মধ্যদিয়ে।
- স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথকে লেসে ফেয়ার (Laissez-faire) নীতির জনক বলা হয়। তাঁর মতে, অর্থনীতির প্রতিযোগিতা ‘‘অদৃশ্য হাত” দ্বারা পরিচালিত হবে। অ্যাডাম স্মিথের লেসে ফেয়ার নীতির মূলকথা হলো, সরকার অর্থনীতি থেকে দূরে থাকবে এবং ব্যবসা ও ভোক্তাদের তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে দেবে এবং উৎপাদনকারীদের মধ্যেকার প্রতিযোগিতায় ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সময় পণ্যের মূল্য কম রাখতে সাহায্য করবে।
অর্থনীতিতে Average fixed cost হল উৎপাদনের নির্দিষ্ট ব্যয়কে উৎপাদিত আউটপুটের পরিমাণ দ্বারা বিভক্ত করে ,যা উৎপাদনের আউটপুট স্তর নির্বিশেষ স্থির পরিমাণে বহন করতে হবে ।Average fixed cost বের করার সুত্র হল -
(AFC)=Total Fixed Cost/Quantity of Output
- ইন্দোনেশিয়া হল বিশ্বের বৃহত্তম পামওয়েল উৎপাদনকারী দেশ।
- ২০২২ সালে, ইন্দোনেশিয়া প্রায় ৫০ মিলিয়ন টন পামওয়েল উৎপাদন করেছে। এই পরিমাণটি বিশ্বের উৎপাদনের প্রায় অর্ধেক।

২০১৮ সালে নোবেল পুরুষ্কার দেওয়া হয় ১২ জন ব্যক্তিকে ।উল্লেখ্য-নিলাম তত্ত্ব এবং নতুন নিলাম ফরমেটের প্রতিচ্ছবিগুলোর আবিষ্কারের জন্য ২০২০ সালে অর্থনীতে যৌথভাবে নোবেল পুরুষ্কার পেয়েছেন ' পল আর মিল্গ্রাম এবং রবার্ট বি উইলসন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0