• বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা—১৯৪৪ সালে। • বিশ্বব্যাংক গঠিত— IBRD ও IDA এর সমন্বয়ে । • বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর স্বপ্নদ্রষ্টা (Founding Fathers)— জন মেনার্ড কেইন্স (ব্রিটেন) ও হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র)। • বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়—ফ্রান্স (১৯৪৭ সালে; ২৫০ মিলিয়ন মার্কিন ডলার)। • বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয়— ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে। এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে • কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। • প্রথম ব্রেটন উডস চুক্তি স্বাক্ষর করে— ২৯টি দেশ (২৭ ডিসেম্বর ১৯৪৫)। • বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে— ২৫ জুন ১৯৪৬ (সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র)।
- ইউরো জোনের আর্থিক নীতি পরিচালনা ও ইউরো মুদ্রার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আমস্টারডাম চুক্তির মাধ্যমে ১ জুলাই, ১৯৯৮ সালে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) প্রতিষ্ঠিত হয়। - এর সদস্য দেশ শুধু তারাই, যারা ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা গ্রহণ করেছে। - এর সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। - অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। - বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়। - বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি। - এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)। - এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। - এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। - ওপেক এর বর্তমানে এর সদস্য ১২টি দেশ। - ওপেক হলো তেল রপ্তানিকারক কিছু দেশের জোট, যারা বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল বিক্রি করে। - এই জোটের অন্যতম সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও ইরান। - এসব দেশে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুত রয়েছে। - তেলের দাম বাড়ানোর জন্য ওপেক এবং সহযোগী কিছু দেশ বর্তমানে তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে। - জ্বালানি কোম্পানিগুলো যাতে ওপেকের সদস্য দেশের সঙ্গে যোগসাজশ করে তেলের দাম বাড়াতে না পারে সে জন্যে ডেমোক্র্যাটিক পার্টির দুজন সদস্য এমন একটি বিল কংগ্রেসে পেশ করেছেন। - মার্কিন কংগ্রেসে বিলটি এনেছেন সিনেটার এডওয়ার্ড মার্কি এবং প্রতিনিধি পরিষদ সদস্য নেনেট ব্যারাগান।
- ADB (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক)-এর ২০২৪ সালের একটি রিপোর্ট অনুযায়ী, এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সালের মধ্যে GDP ১৭% পর্যন্ত কমে যেতে পারে। - এই রিপোর্টে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব, যেমন প্রাকৃতিক দুর্যোগ, কৃষিক্ষেত্রে ক্ষতি, এবং জনস্বাস্থ্যের উপর প্রভাব বিবেচনা করা হয়েছে। - তাই, উত্তর হলো ১৭%। - ধারণা করা হচ্ছে যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এই ক্ষতি হতে পারে।
- ১৯৬৩ সালের ২৫ মে আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধান আফ্রিকান ঐক্য সংঘ প্রতিষ্ঠা করেন। - তবে প্রায় ৪৭ বছর ধরে এই সংঘ সদস্য দেশসমূহের উন্নয়ন ও প্রগতিশীল রাজনৈতিক সংস্কারে আশানুরূপ ভূমিকা রাখতে সক্ষম হয়নি। - এই প্রেক্ষাপটে লিবিয়ার সিরতি নগরে ১৯৯৯-এর সেপ্টেম্বরে আফ্রিকান ঐক্য সংঘের উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে আফ্রিকান ইউনিয়ন গঠন করার ঘোষণা দেয়া হয়। - এই ঘোষণা অনুযায়ী ৫৫টি আফ্রিকান দেশ কর্তৃক সুনির্দিষ্ট ১১টি লক্ষ্য অর্জনের জন্য ২০০১-এর ২৬ মে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়। - পরে ২০০২-এর ৯ জুলাই আফ্রিকান ঐক্য সংঘের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা থেকে কাজ শুরু করে আফ্রিকান ইউনিয়ন।
=========G-20 আপডেট তথ্য================
• আফ্রিকান ইউনিয়ন সদস্যপদ লাভ করে: ৯ সেপ্টেম্বর, ২০২৩।
• বর্তমানে সদস্য - ২১টি (১৯টি দেশ এবং ২টি সংস্থা)।
• যে ২টি সংস্থা G-20 এর সদস্য: ইউরোপাীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
• বর্তমান প্রেসিডেন্টঃ ব্রাজিল • বর্তমান স্লোগানঃ "টেকসই পুনরুদ্ধার: টেকসই উন্নয়নের জন্য টেকসই অর্থনীতি" ও "এক পৃথিবী এক পরিবার"
• G-20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) 'দ্য ওয়াচডগ অব ইন্টারন্যাশনাল ট্রেড' নামে পরিচিত। - এটি বিশ্ব বাণিজ্যের প্রায় 90% নিয়ন্ত্রণ করে। - WTO, বা বিশ্ব বাণিজ্য সংস্থা, এমন একটি বৈশ্বিক সংস্থা যা সরাসরি ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করে। - ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রাথমিক লক্ষ্য হ’ল পণ্য ও পরিষেবা ব্যবসার আমদানি, রপ্তানি এবং সরবরাহের সাথে জড়িত রাষ্ট্রগুলিকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিধি ও প্রবিধান তৈরি করা। - WTO এর 164 সদস্য (ইউরোপীয় ইউনিয়ন সহ) এবং 23টি পর্যবেক্ষক দেশ রয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্র নেই। - 1995 সালে প্রতিষ্ঠিত, WTO দেশগুলিকে বাণিজ্য বিধি আলোচনা এবং তাদের মধ্যে অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তি করার জন্য একটি প্লাটফর্ম প্রদান করে।
বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট। - এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। - এর সদরদপ্তর ঢাকায় অবস্থিত। - এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) 'দ্য ওয়াচডগ অব ইন্টারন্যাশনাল ট্রেড' নামে পরিচিত। - WTO, বা বিশ্ব বাণিজ্য সংস্থা, এমন একটি বৈশ্বিক সংস্থা যা সরাসরি ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করে। - ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রাথমিক লক্ষ্য হ’ল পণ্য ও পরিষেবা ব্যবসার আমদানি, রপ্তানি এবং সরবরাহের সাথে জড়িত রাষ্ট্রগুলিকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিধি ও প্রবিধান তৈরি করা। - WTO এর 166 সদস্য (ইউরোপীয় ইউনিয়ন সহ) এবং 23টি পর্যবেক্ষক দেশ রয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্র নেই। - 1995 সালে প্রতিষ্ঠিত, WTO দেশগুলিকে বাণিজ্য বিধি আলোচনা এবং তাদের মধ্যে অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তি করার জন্য একটি প্লাটফর্ম প্রদান করে। - এটি বিশ্ব বাণিজ্যের প্রায় 90% নিয়ন্ত্রণ করে।
- ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে থেকে সর্বোচ্চ ২,৮৩,২৬৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয় । - ইউরোপীয় ইউনিয়নের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অর্থনৈতিক বাজার হলো কানাডা , যেখানে ২,৮২,২৬৫ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়।
- বর্তমানে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার “কানাডা”।
- IBRD (International Bank for Reconstruction and Development) হল বিশ্বব্যাংকের মূল প্রতিষ্ঠান। - এটি বিশ্বব্যাংকের সবচেয়ে বড় এবং প্রাচীন প্রতিষ্ঠান। - IBRD উন্নয়নশীল দেশগুলিকে ঋণ প্রদান করে তাদের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে সহায়তা করে।
- IFC (International Finance Corporation), MIGA (Multilateral Investment Guarantee Agency) এবং IDA (International Development Association) হল বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান
বিমসটেক আঞ্চলিক সহযোগিতার জন্য ১৪ টি ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করেছে। এর মধ্যে ৬টি ঢাকায় অনুষ্ঠিত ১৯৯৮ সালের ১৯ নভেম্বরের ২য় মন্ত্রী পর্যায়ের বৈঠকে নির্ধারন করা হয়।
২০০৫ সালের মন্ত্রী পর্যায়ের ৮ম বৈঠকে কতিপয় নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচন করা হয়। অগ্রাধিকার ক্ষেত্রগুলো ৬ থেকে বৃদ্ধি পেয়ে ১৪ টি তে দাঁড়ায়। এই পরবর্তী ৮ টি খাতের প্রথম ৭ টি ২০০৪ সালের বিমসটেক প্রথম শীর্ষ সম্মেলনে আলোচিত হয়।
- ১৫ জুলাই ২০১৫ সালে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়। এটিকে IMF এর বিকল্প ধরা হয়। - এটি BRICS প্রতিষ্ঠিত ব্যাংক। - এর উদ্যোক্তা দেশ ভারত। - এর সদর দপ্তর সাংহাই, চিন। - NDB-এর লক্ষ্য হল তার সদস্য দেশে টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে উৎসাহিত করা।
NDB তার সদস্য দেশে টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি প্রচারের কিছু ক্ষেত্র: - নবায়নযোগ্য শক্তি প্রকল্পগুলির জন্য অর্থায়ন - টেকসই পরিবহন অবকাঠামোতে বিনিয়োগ - শক্তি দক্ষতা এবং সংরক্ষণের প্রচার - মাইক্রোফাইন্যান্স এবং ক্ষুদ্র ব্যবসায় উন্নয়নে সহায়তা - শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষণে বিনিয়োগ - দরিদ্র এবং ঝুঁকিপূর্ণদের জন্য সামাজিক নিরাপত্তা জাল প্রদান।
- MINT হল একটি টার্ম যা ফিডেলিটি ইনভেস্টমেন্টস দ্বারা ২০১১ সালে চারটি উদীয়মান অর্থনীতির একটি গ্রুপকে বোঝানো হয়েছে: মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং তুরস্ক। - এই শব্দটি তাদের বিশাল জনসংখ্যা, ক্রমবর্ধমান অর্থনীতি এবং কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রধান খেলোয়াড় হিসাবে এই দেশগুলির সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে ছিল। - এটিকে ব্রিকস পরবর্তী উদীয়মান অর্থনৈতিক শক্তি বলা হয়।
- বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ২৫ জুন ১৯৪৬।
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। - সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। - এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডিসি।
পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত: - পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD) - আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA), - International Finance Corporation (IFC), - Multilateral Investment Guarantee Agency (MIGA), - International Centre for Settlement of Investment Disputes (ICSID)।
অন্যদিকে ADB হল Asian Development Bank. এটি December 19, 1966 সালে প্রতিষ্ঠিত হয়।
-WTO-র ১৩তম মন্ত্রীসভার বৈঠক ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে। -WTO-র ওয়েবসাইট অনুসারে, ১৩তম মন্ত্রীসভার বৈঠকের তারিখ ২০২৩ সালের ২৪ জুলাই ঘোষণা করা হয়েছিল। -WTO-র জেনারেল কাউন্সিল ২৪ জুলাই, ২০২৩-এ আবুধাবির অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন টুক আল মারিকে ১৩তম মন্ত্রীসভার বৈঠকের চেয়ারপারসন হিসাবে নির্বাচিত করেছিলেন। -আল মারি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অঞ্চল থেকে প্রথম ব্যক্তি যিনি WTO মন্ত্রীসভার বৈঠকের সভাপতিত্ব করবেন।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা—১৯৪৪ সালে। • বিশ্বব্যাংক গঠিত— IBRD ও IDA এর সমন্বয়ে । • বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর স্বপ্নদ্রষ্টা (Founding Fathers)— জন মেনার্ড কেইন্স (ব্রিটেন) ও হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র)। • বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়—ফ্রান্স (১৯৪৭ সালে; ২৫০ মিলিয়ন মার্কিন ডলার)। • বিশ্বব্যাংক প্রতিষ্ঠা করা হয়— ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে। এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে • কার্যকর হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। • প্রথম ব্রেটন উডস চুক্তি স্বাক্ষর করে— ২৯টি দেশ (২৭ ডিসেম্বর ১৯৪৫)। • বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে— ২৫ জুন ১৯৪৬ (সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র)।
দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়। আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১১টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পুর্ব তিমুর (সর্বশেষ)
- ASEAN দেশগুলি AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ২০০৩ সালে। - Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭টি। - প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক দিয়ে আসিয়ান- এ শীর্ষ দেশ সিঙ্গাপুর।
এর উদ্দেশ্যঃ
- দক্ষিন পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাবের বাহিরে রাখা। - আসিয়ানভূক্ত দেশগুলোর মধ্যকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব-সংঘাতের নিরসন করা। এছাড়াও সদস্যদেশগুলোর অর্থনৈতিক জোট হিসাবে ভূমিকা পালনের চেষ্টা। অন্যান্য দেশ বিশেষ করে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিকশিত করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন।
BCIM: Bangladesh - China - India Myanmar Forum for Regional Cooperation হল বাণিজ্য ও অর্থনৈতিক করিডোর। সদস্যঃ ৪টি দেশ (বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মিয়ানমার) ধারণা দেন: বাংলাদেশের অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান প্রেক্ষাপট: ১৯৯৮ সালেরKunming Initiative বা কুনমিং উদ্যোগ এর মাধ্যমে BCIMগঠনের চেষ্টা করা হয়। বিস্তৃতি: ১.৬৫ মিলিয়ন বর্গ কিলোমিটার প্রস্তাবিত রুট: ৩টি দীর্ঘতম রুট: K2K বা কলকাতা থেকে কুনমিং
- APTA এর পূর্ণরূপ হলো Asia-Pacific Trade Agreement. - এর প্রতিষ্ঠাতা ESCAP - প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টিঃ বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভারত, শ্রীলংকা, লাওয়স - ১৯৭৫ সালে স্বাক্ষরিত ব্যাংকক চুক্তি ২০০৫ সালে সংশোধিত হয়ে APTA হয়। - এর সদস্য বাংলাদেশ সহ ১০টি দেশ। দেশগুলো হলো: - মালয়েশিয়া - ইন্দোনেশিয়া - ফিলিপাইন - সিঙ্গাপুর - ভিয়েতনাম - কম্বোডিয়া - লাওস - থাইল্যান্ড - ব্রুনাই এবং - মায়ানমার।
ইসলামী উন্নয়ন ব্যাংক বা Islamic Development Bank - IDB একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান যা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। - এটি ইসলামী সহযোগিতা সংস্থার অর্থমন্ত্রী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত করেন। - ব্যাংকটি ১৯৭৫ সালের ২০ অগাস্ট বাদশাহ ফয়সালের বিশেষ অণুপ্রেরণায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। - বর্তমানে ৫৭টি দেশ ব্যাংকটির সদস্য। - ব্যাংকটির সদস্য হওয়ার মূল শর্ত হল সদস্যপদপ্রার্থী দেশটিকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য হতে হবে।
ওআইসি-এর অঙ্গ সংগঠন ১১টি: ১. ইসলামী সম্মেলন, ২. পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল, ৩. স্ট্যান্ডিং কমিটি, ৪. নির্বাহী কমিটি, ৫. আন্তর্জাতিক ইসলামী বিচার আদালত, ৬. মানবাধিকার বিষয়ক স্বাধীন স্থায়ী কমিশন, ৭. স্থায়ী প্রতিনিধি কমিটি, ৮. সাধারণ সচিবালয়, ৯. সাবসিডিয়ারি অর্গান, ১০. বিশেষায়িত ইনস্টিটিউট এবং ১১. অনুমোদিত ইনস্টিটিউট।
একক ইউরোপীয় আইন [Single European Act (SEA)] ১ জুলাই, ১৯৮৭ এ কার্যকর হয়। এটি ইউরোপীয় কমিউনিটির মধ্যে একটি একক বাজার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৬ সালে ইউরোপীয় কমিউনিটির (বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন) সদস্য রাষ্ট্রগুলির দ্বারা স্বাক্ষরিত একটি চুক্তি ছিল। এই চুক্তির লক্ষ্য ছিল বাণিজ্যের বাধা দূর করা এবং সদস্য রাষ্ট্র জুড়ে ব্যবসার জন্য সমান ক্ষেত্র তৈরি করা, যার ফলে প্রতিযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করা। এটি ইউরোপীয় একীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
যে যুদ্ধটি ১৯৮০-১৯৮৮ সালে ওপেকের ঐক্যকে ক্ষুন্ন করেছিল তা ছিল ইরান-ইরাক যুদ্ধ। ১৯৮০ সালের সেপ্টেম্বরে ইরাক ইরানে আশ্চর্যজনক আক্রমণ শুরু করলে সংঘর্ষ শুরু হয় এবং এটি আট বছর ধরে চলে। যুদ্ধের ফলে ইরান এবং ইরাক উভয়ের তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যেটি ওপেকের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলির মধ্যে দুটি ছিল। এটি বিশ্বব্যাপী তেলের মূল্য হ্রাসের দিকে পরিচালিত করে এবং অন্যান্য ওপেক সদস্য দেশগুলির ঘাটতি পূরণের জন্য তাদের উৎপাদন বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করে। তবে সৌদি আরবের মতো কিছু সদস্য তাদের উৎপাদন বাড়াতে চায়নি, যা সংগঠনের মধ্যে উত্তেজনা ও মতবিরোধ সৃষ্টি করেছিল। উপরন্তু, যুদ্ধটি ওপেক সদস্যদের মধ্যে রাজনৈতিক ও মতাদর্শগত বিভাজন সৃষ্টি করেছিল, যা এর ঐক্যকে আরও দুর্বল করে দিয়েছিল।
দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার উদ্যেগে গঠিত হয় OPEC (Organization of the Petroleum Exporting Countries)। - এটি ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। - এর বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। - এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৫টি। - ওপেকের বর্তমান সদস্য দেশ ১৩ টি। - ২০০৮ সালে ইন্দোনেশিয়া ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে। ২০১৬ সালে পুনরায় যোগদান করেন এবং ২০১৬ সালে এর শেষে আবার সদস্য পদ প্রত্যাহার করে নেয়। - বর্তমানে মালেশিয়ে ও ইন্দোনেশিয়া ওপেক এর সদস্য না।
১৩টি দেশ হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র। এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল ৫টি। যথা- ভেনেজুয়েলা, সৌদি আরব, ইরান, ইরাক ও কুয়েত।
» IMF এর পূর্ণরূপ — International Monetary Fund. » এটি প্রতিষ্ঠা করা হয়৷ ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউস ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যেমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর ১৯৪৫। » এর কার্যক্রম শুরু করে ১ মার্চ ১৯৪৭। » জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে – ১৫ নভেম্বর ১৯৪৭। » সদর দপ্তর অবস্থিত— ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। » ১৯০ তম সদস্য দেশ – Andorra, Principality of (১৬ অক্টোবর ২০২০)। » প্রথম ব্যবস্থাপনা পরিচালক— ক্যামিল গুট, বেলজিয়াম (৬ মে ১৯৪৬-৫ মে ১৯৫১) » প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক – ক্রিস্টিন লাগার্দ, ফ্রান্স। » ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয় যে সংস্থাভুক্ত দেশ থেকে— ইউরোপীয় ইউনিয়ন। » পরিচালনা পরিষদের সদস্য – ২৪ জন। » রিজার্ভ সম্পদের আর্থিক একক— SDR (Special Drawing Rights)।
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক অর্থনৈতিক জোট হল (APEC- Asia Pacific Economic Co-operation) - এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে। - এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক। - এর সদরদপ্তর সিঙ্গাপুরের কুইন্সটনে অবস্থিত। - সংস্থাটির বর্তমান সদস্য দেশ- ২১টি।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম। দেশগুলো হলো: - যুক্তরাষ্ট্র - যুক্তরাজ্য - ফ্রান্স - জার্মানি - ইতালি - কানাডা ও - জাপান। - ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8। - এটি ১৯৭৫ সালে গঠিত হয়। - ২০২৫ সালে ৫১তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৫-১৭ জুন ২০২৫; কানাডার আলবার্টার কানানাস্কিসে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।