আন্তর্জাতিক দিবস (93 টি প্রশ্ন )
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা অনুভব করে নবগঠিত জাতিসংঘ মানবাধিকার রক্ষা ও তার স্বীকৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
- এরই ফলস্বরূপ, ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে "মানবাধিকারের সার্বজনীন ঘোষণা" (Universal Declaration of Human Rights - UDHR) গৃহীত হয়।
- এই ঘোষণাপত্রটি ৩০টি ধারায় সকল মানুষের জন্য প্রযোজ্য মৌলিক অধিকার ও স্বাধীনতার একটি রূপরেখা প্রদান করে, যা বিশ্বের সকল জাতি ও রাষ্ট্রের জন্য একটি সাধারণ মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।
- এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতি বছর ১০ই ডিসেম্বর বিশ্বজুড়ে মানবাধিকার দিবস পালন করা হয়।

জেজু দ্বীপ (Jeju Island)

অবস্থান: দক্ষিণ কোরিয়া
বৃহত্তম দ্বীপ: দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ দ্বীপ
শাসন: স্বায়ত্তশাসিত এলাকা
আয়তন: ১,৮৪৮ বর্গকিমি
ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য: অনেক সুপ্ত আগ্নেয়গিরি
ইতিহাস ও স্বীকৃতি: ২০০৭ সালে ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য তালিকায় আদি নিদর্শন হিসেবে অন্তর্ভুক্ত
উচ্চতম শৃঙ্গ: হ্যাল্লাসান (Hallasan) – দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ও সর্বোচ্চ বিন্দু
- ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস
- ২৩ জানুয়ারি বার্ষিক প্রশিক্ষণ দিবস
- ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস
- ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস
- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস / আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- ২৫ ফেব্রুয়ারি জাতীয় স্থানীয় সরকার দিবস
- ২৭ ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস
- ১ মার্চ জাতীয় বিমা দিবস
- ২ মার্চ জাতীয় ভোটার দিবস
- ৬ মার্চ জাতীয় পাট দিবস
- ৮ মার্চ আন্তর্জাতিক নারী অধিকার ও শান্তি দিবস
- ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
- ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস।
- ১৯৯৭ সাল থেকে সরকার ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে পালন করে আসছে।
- মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়।

- জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও 'সর্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাক' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়।

- সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
• গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস : ৩ ডিসেম্বর
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
• আন্তর্জাতিক পরিবেশ দিবস- ৫ জুন।

• বিশ্ব পরিবেশ দিবস:
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment.
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে।
- মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'।
- ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে।
- ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালের ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সিনেটর গেলর্ড নেলসনের নেতৃত্বে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন । তখন থেকে এদিনটি প্রতি বছর বিশ্ব ধরিত্রী দিবস হিসেবে পালিত হয়ে আসছে । প্রতি বছর ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের জনগণ বিজয় দিবস হিসেবে পালন করে । ১৭ মার্চ ও ২১ নভেম্বর যথাক্রমে জাতীয় শিশু দিবস ও সশস্ত্র বাহিনী দিবস।
গুরুত্বপূর্ণ কিছু দিবস:
আন্তর্জাতিক পর্বত দিবস : ১১ ডিসেম্বর 
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর
- জাতীয় ইনকাম ট্যাক্স দিবস : ১৫ সেপ্টম্বর
- জাতীয় ট্যাক্স দিবস : ৩০ নভেম্বর
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস : ১২ ডিসেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর




গুরুত্তপুর্ণ কিছু দিবসঃ
- ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস
- ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস 
- ২১ মার্চ বিশ্ব বন দিবস
- ২২ মার্চ বিশ্ব পানি দিবস
- ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস
- ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস
- ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস
- ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস
- ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে প্রতি বছর ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- সে বছরই প্রথম বারের মতো দিবসটি পালন করা হয়।
- এরপর ২০০৮ সালে জাতিসংঘ বিশ্ব সমুদ্র দিবসের পালনের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
- সমুদ্রের অবদান, আবেদন, প্রয়োজনীয়তা আর উপকারীতাকে স্বতন্ত্রভাবে বিশ্বের সবার সামনে তুলে ধরতে প্রতি বছর ৮ জুন পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস।
- ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্‌যাপিত হয়ে আসছে।
- দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।
- ২০২৩ সালের প্রতিপাদ্য ছিল ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’।
• ২৩ এপ্রিল- বই দিবস
• ২৭ এপ্রিল- শিশু দিবস
• ২৯ এপ্রিল- আন্তর্জাতিক নৃত্য দিবস
• ১ মে- মে দিবস/ বিশ্ব শ্রমিক দিবস
• ৩ মে- সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস
• ৮ মে- রেডক্রস দিবস
• ২য় রোববার- মা দিবস (২০১১ সালে ৮ মে)
• ১৫ মে- পরিবার দিবস
• ১৭ মে- টেলিযোগাযোগ দিবস
• ১৮ মে- জাদুঘর দিবস
২৯ মে- জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
• ৩১ মে- ধূমপানবিরোধী দিবস জুন
• ৫ জুন- পরিবেশ দিবস
• ৮ জুন- সাগর দিবস
• ১২ জুন- শিশুশ্রম প্রতিরোধ দিবস
• ২০ জুন- শরণার্থী/উদ্বাস্তু দিবস

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ২০২২ সালের ১৫ মার্চ জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রস্তাব অনুযায়ী প্রতি বছর ১৫ মার্চকে ‘আন্তর্জাতিক ইসলামোফোবিয়া প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- এই দিবসটি পালনের উদ্দেশ্য হলো ইসলাম বা এর অনুসারীদের প্রতি ভয়, ঘৃণা বা কুসংস্কার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
- এই দিনটি ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে ইসলামবিদ্বেষী হামলার বার্ষিকী। এই হামলায় ৫১ জন মুসলমান নিহত হন।
- আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জাতীয় দিবস।
- ১৯৬৪ সাল থেকে প্রতি বছরের ১৫ ই অক্টোবর দিবসটি পালিত হয়।
- অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্ধত্ব এবং স্বাধীনতার হাতিয়ারের প্রতীক, সাদা বেতের লোকদের কৃতিত্ব উদ্‌যাপনের জন্য তারিখটি আলাদা করা হয়েছে।
-বিশ্ব মান দিবস প্রতি বছর ১৪ অক্টোবর তারিখে আন্তর্জাতিকভাবে উদযাপিত একটি দিবস
-তামাক ব্যবহারের সাথে সম্পর্কিত ঝুঁকি তুলে ধরতে প্রতি বছর 31 মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। এটি তামাক ব্যবহারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর এবং ধূমপান ত্যাগে লোকেদের উত্সাহিত করতে পালিত হয়।

-দিবসটি প্রথম 1987 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পালিত হয়।
-WHO প্রতি বছরের বিশ্ব তামাকমুক্ত দিবসের জন্য একটি ভিন্ন থিম নির্ধারণ করে। 2023 সালের থিম হল "খাদ্য বাড়ান, তামাক নয়।"

-তামাক ব্যবহার বিশ্বে প্রতি বছর 8 মিলিয়নেরও বেশি লোককে হত্যা করে, যার মধ্যে 1.2 মিলিয়ন লোক যারা অধূমপায়ী কিন্তু যারা পার্শ ধূমপানের সংস্পর্শে আসে।
কিছু গুরুত্বপূর্ণ দিবসঃ
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর


মরুভূমি ও খরার বিরুদ্ধে লড়াইয়ের বিশ্ব দিবসটি প্রতিবছর ১৭ জুন উদযাপিত জাতিসংঘ পালন করে। এর উদ্দেশ্য মরুভূমির উপস্থিতি এবং খরার উপস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মরুভূমি রোধ রোধ এবং খরা থেকে পুনরুদ্ধারের পদ্ধতি হাইলাইট করা।

- জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন হলো জৈববৈচিত্র্য সংরক্ষণ, এর উপাদান সমূহের টেকসই ব্যবহার বৃদ্ধি এবং জেনেটিক রিসোর্স ব্যবহার বিষয়ক কনভেশন। জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরিত হয় ৫ জুন, ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। এটি কার্যকর হয় ১৯৯৩ সালে। ২২ মে দিনটিকে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস হিসেবে উদযাপন করে আসছে।
- বাংলাদেশের সংবিধানের, ১৮ক নং অনুচ্ছেদে 'পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন' সম্পর্কে বলা হয়েছে।

- ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস
- ৩ মার্চ : বিশ্ব বন্যপ্রাণী দিবস
- ১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0