সার্ক (44 টি প্রশ্ন )

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য দেশ ৮ টি। সদস্য দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য- আফগানিস্তান।
-  চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মায়ানমার, মরিশাস, ও অস্ট্রেলিয়া হল সার্কের ৮ টি পর্যবেক্ষক রাষ্ট্র।
 

১৮তম SAARC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-কাঠমুন্ডু, নেপাল (২০১৪ সালে)।

১৯তম SAARC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-ইসলামাবাদ, পাকিস্তান (২০১৬ সালে)।




 

∎সার্ক:

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি সরকারি সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কের প্রতিষ্টাতা সদস্য সমূহ হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান এবং ২০০৭ সালে আফগানিস্তান সার্ককের সদস্য পদ লাভ করে । রাষ্ট্রের শীর্ষ মিটিং সাধারণত বাত্সরিক নির্ধারিত এবং পররাষ্ট্র সচিবদের সভা দুই বছ পর পর অনুষ্টিত হয় । নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দফতর অবস্থিত।




আবুল আহসান একজন বাংলাদেশী কুটনৈতিক। যিনি সার্কের প্রথম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। তার আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য এবং সার্কের সচচেয়ে ক্ষুদ্রতম দেশ। ১২০০ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত দেশটির স্থলভাগের মোট আয়তন মাত্র ২৯৮ বর্গ কিলোমিটার।








- SAARC অর্থাৎ South Asian Association for Regional Cooperation একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- এর প্রতিষ্ঠা হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।
- সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭টি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান এবং মালদ্বীপ।
- এই সংস্থার জন্মস্থান ছিল ঢাকা, বাংলাদেশ এবং প্রথম শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হয় ঢাকায় ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর।
- আফগানিস্তান শুরুতে সদস্য না হলেও, ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে ৮ম সদস্য হিসেবে যুক্ত হয় এবং এটিই এখন পর্যন্ত সংস্থাটিতে সর্বশেষ যোগদানকারী দেশ।
- SAARC-এর মোট সদস্য সংখ্যা ৮টি।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন






-সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের নাম হলো সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়।
-এই বিশ্ববিদ্যালয় এর কার্যক্রম শুরু হয় ২৬ আগস্ট ২০১০ সালে।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৫ সালে ভারতের নয়াদিল্লিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

১৯৯৩ সালে ঢাকায় সাফটা চুক্তির পূর্বে সার্ক প্রিফে‌ন্সিয়াল ট্রেডিং অ‌্যা‌রেঞ্জ‌মেন্ট (SAPTA) নামক বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (SAFTA) হ‌লো সার্কচুক্তিভুক্ত দেশসমুহের মুক্ত বাণিজ্য চু‌ক্তি। এই চু‌ক্তি‌টি ২০০৪ সা‌লের জানুয়া‌রি মা‌সের ৬ তা‌রি‌খে ১২ তম সার্ক স‌ম্মেল‌নে সাক্ষ‌রিত হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0