খেলাধুলা (133 টি প্রশ্ন )
- ২০২৫ সালের ফুটবল ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের চেলসি ক্লাব ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (PSG) কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
- যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে চেলসির হয়ে কোলে পামার দুটি এবং জোয়াও পেদ্রো একটি গোল করেন।
- চেলসি প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচটি নিয়ন্ত্রণে আনে এবং দ্বিতীয়ার্ধে PSG কোনো গোল করতে পারেনি। 
- চেলসি লন্ডনের ফুলহ্যাম এলাকাভিত্তিক একটি বিখ্যাত ইংরেজ ফুটবল ক্লাব, যারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকে।
ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরা তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার (Sir Garfield Sobers Trophy for ICC Men's Cricketer of the Year) নির্বাচিত হয়েছেন। তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি উভয় ফর্ম্যাটেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন, যার স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন।
- প্রাচীন অলিম্পিক গেমসের দীর্ঘ বিরতির পর, আধুনিক অলিম্পিক গেমসের পুনরুত্থান ঘটে ১৮৯৬ সালে
- ফরাসি শিক্ষাবিদ ব্যারন পিয়ের দে কুবার্ত্যাঁর (Baron Pierre de Coubertin) উদ্যোগে ১৮৯৬ সালের ৬ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের আয়োজন করা হয়।
- এই গেমসকে আনুষ্ঠানিকভাবে "গেমস অফ দ্য আই অলিম্পিয়াড" (Games of the I Olympiad) বলা হয়।
- এটি ক্রীড়া ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করে।
-১৯৩০ সালে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়।
-এতে ১৩টি দল অংশ গ্রহণ করে।
-প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা।
-২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়। এ আসরে ৩য় বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ হয় ফ্রান্স।

-২০২৬ সালে অনুষ্ঠিত ফিফার ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট তিনটি দেশের সমন্বয়ে- কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
-তিন দেশের মোট ১৬টি শহরে হবে খেলা। তার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর তিন ও কানাডার দু'টি শহর রয়েছে।
-খেলায় অংশ গ্রহন করবে মোট ৪৮টি দল।
- ২০২৬ ফিফা বিশ্বকাপ চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে।
- এতে ৪৮ টি দেশ অংশগ্রহণ করবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি রাষ্ট্র যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে।
- বিশ্বকাপ ফুটবল প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- বিশ্বকাপ ক্রিকেটও প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- টি ২০ বিশ্বকাপ প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন (Badminton)।
- ১৮৭০ সালের দিকে এটি ইংল্যান্ডে জনপ্রিয় হয়ে ওঠে।
- ডিউক অব বোফর্ট-এর আবাসস্থলের (Great Badminton) নামানুসারে ‘ব্যাডমিন্টন’ শব্দটিই এ খেলার নাম হিসেবে প্রচলিত হয়ে যায়।
- এছাড়া চীনের জাতীয় খেলা টেবিল টেনিস স্কটল্যান্ডের জাতীয় খেলা রাগবি ও ফুটবল এবং নেপালের জাতীয় খেলা Dandi Biyo (ডাংগুলি)।
- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।
- মাসকট : লায়েব
- অফিসশিয়াল বলের নাম : আল রিহলা
- ২৩তম ফিফা বিশ্বকাপ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে।
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা কমনওয়েলথভূক্ত দেশসমূহের জন্য।
- প্রতি চার বছর অন্তর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
- কমনওয়েলথ গেমস প্রথম ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল।
- এরপর থেকে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র ১৯৪২ এবং ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি।
- ২০২২ সালের কমনওয়েলথ গেমস বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে।
- পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন




- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।

এ আসরে-
- সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ।
- সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লাভ করে লিওনেল মেসি (আর্জেন্টিনা) এবং
সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) লাভ করে কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
- আর সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস) লাভ করে এমি মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- 'পিংপং' শব্দটি টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত।
- এটি টেবিল টেনিসের আরেকটি জনপ্রিয় নাম। টেবিল টেনিস একটি ইনডোর খেলা, যেখানে ছোট একটি বল এবং প্যাডেল ব্যবহার করে দুই বা চারজন খেলোয়াড় একটি টেবিলের উপর খেলে।
- 'পিংপং' শব্দটি মূলত বল এবং প্যাডেলের সংঘর্ষের সময় সৃষ্ট শব্দ থেকে এসেছে।
- এটি একটি দ্রুতগতির খেলা এবং প্রতিযোগিতামূলক পর্যায়ে বিশ্বব্যাপী জনপ্রিয়। অতএব, 'পিংপং' শব্দটি সরাসরি টেবিল টেনিসের সাথে যুক্ত।



২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হলো সৌদি আরব। ফিফার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, মধ্যপ্রাচ্যের এই দেশটি এককভাবে এই আসর আয়োজন করবে। এর আগে ২০২২ সালে কাতার মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিল। সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে খেলার পরিকল্পনা করেছে। এটি এশিয়ার চতুর্থ এবং মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



- আর্জেন্টিনা এখন পর্যন্ত ৩ বার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে।
- তারা ১৯৭৮, ১৯৮৬, এবং ২০২২ সালে শিরোপা জিতেছে।

১. ১৯৭৮ সালের বিশ্বকাপ: আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপের শিরোপা জেতে। এ টুর্নামেন্টটি আর্জেন্টিনাতেই অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তারা নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

২. ১৯৮৬ সালের বিশ্বকাপ: আর্জেন্টিনা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। এটি মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল। এই বিশ্বকাপটি কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার অবিস্মরণীয় পারফরম্যান্সের জন্য বিখ্যাত। ফাইনালে তারা পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে পরাজিত করে।

৩. ২০২২ সালের বিশ্বকাপ: আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বকাপ জেতে। কাতারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে (পেনাল্টি শুটআউটে) হারিয়ে শিরোপা লাভ করে।

এই ৩ বার বিশ্বকাপ জয় আর্জেন্টিনাকে ফুটবলের ইতিহাসে অন্যতম সফল জাতীয় দলের মর্যাদা দিয়েছে।
এক নজরে আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২৪:
- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: জসপ্রীত বুমরাহ।
- প্লেয়ার অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি।
- সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ
- সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং।

- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে ১৮৯৬ সালে গ্রিসের এথেন্স নগরীতে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
- ২০২১ সালে ৩২তম অলিম্পিক গেমস- ২০২০ জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয়।
- আর ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম- রংগ্রোডা মে ডে স্টেডিয়াম, পিয়ং ইয়ং, উত্তর কোরিয়া ।

দাবার বোর্ড এ উপর থেকে নিচের দিকে থাকে ৮ টি ঘর এবং ডান থেকে বাম দিকে থাকে ৮ টি ঘর, মানে ৮ টি কলাম এবং ৮ টি সারি ।

অতএব, সর্বমোট ৮ * ৮ = ৬৪ ঘর ।
সুতরাং, দাবার বোর্ডের ৬৪ টি চতুষ্কোণী ছক আছে। 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- মার্কেস অফ কুইন্সবেরি রুলস, কুইন্সবেরি রুলস নামেও পরিচিত, বক্সিং খেলায় সাধারণত স্বীকৃত নিয়মের একটি কোড।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0