রাজনীতি (219 টি প্রশ্ন )
- মদিনা সনদ (৬২২ খ্রিস্টাব্দ) ইসলামের নবী মুহাম্মদ (সা.) কর্তৃক প্রণীত একটি ঐতিহাসিক দলিল, যা মদিনার বহু ধর্মীয় ও গোত্রীয় সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল। এটিকে বিশ্বের প্রথম আধুনিক সংবিধান হিসেবে উল্লেখ করা হয়, নিচে এর প্রধান কারণগুলো বিশ্লেষণ করা হলো:

- লিখিত দলিল: এটি একটি সুসংহত লিখিত চুক্তি ছিল, যা আধুনিক সংবিধানের মতো আইনি কাঠামো দিয়েছিল।

- বহুত্ববাদী সমাজ: মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রকে সমান নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিল।

- অধিকার ও দায়িত্ব: সকল সম্প্রদায়ের জন্য নিরাপত্তা, ন্যায়বিচার ও সম্মিলিত প্রতিরক্ষার বিধান রাখা হয়েছিল।

- আইনের শাসন: কেন্দ্রীয় বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং নেতৃত্বের ক্ষমতাকে চুক্তি দ্বারা সীমিত করেছিল।

- রাষ্ট্রীয় কাঠামো: মদিনাকে একটি স্বাধীন রাজনৈতিক সত্তা হিসেবে ঘোষণা করে, যা আধুনিক রাষ্ট্রের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ।
- বাংলা 'গণতন্ত্র' পরিভাষাটি ইংরেজি 'Democracy' থেকে এসেছে ।
- শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ Demorkratia থেকে ।
- Demokratia শব্দটির উৎপত্তি Demos ও Kritos থেকে ।
- গ্রিক শব্দ Demos অর্থ হল জনগণ আর Kritos অর্থ শাসনক্ষমতা বা কর্তৃত্ব ।
- সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে গণতন্ত্র হল জনগণের শাসন ।
- অর্থাৎ সরকার বা শাসনব্যবস্থা যখন সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে পরিচালিত হয় ,তখন তাকে গণতন্ত্র বা গণতান্ত্রিক শাসনব্যবস্থা বলা হয় ।
- প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের নগররাষ্ট্র এথেন্সে ।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সলোন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন ।
- এ জন্য তাঁকে আখ্যায়িত করা হয় গণতন্ত্রের জনক ।আর যুক্তরাজ্যে সংসদীয় বা আধুনিক গণতন্ত্রের যাত্রা শুরু হয় ১৫ জুন ১২১৫ ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে ।
- এর প্রথম নাম ছিল 'চার্টার অব রানিমেড '।
- পরে এটি ম্যাগনা কার্টা চার্টার নামে পরিচিতি লাভ করে ।
- ম্যাগনা কার্টা চুক্তির মাধ্যমে চালু হওয়া যুক্তরাজ্যের গণতন্ত্র আজ অনেক দেশেই অনুসৃত ।


- রাশিয়া হলো একটি আধা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা।
- প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে ৬ বছরের জন্য নির্বাচিত হন।
- ২০২০ সালে রাশিয়ার সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ ৪ থেকে ৬ বছর পর্যন্ত বাড়ানো হয়।
- তাছাড়া একই ব্যক্তির টানা ২ বছর প্রেসিডেন্ট থাকার মেয়াদের নীতি বদল করা হয়।

-  রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ।
- বর্তমান প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার মুদ্রার নাম রুবল।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে ১৯১৭ সালে।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় ১৯২২ সালে।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন।
• Zero-Sum-game (শূন্য অংকের খেলা) এমন একটি খেলা বা প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগী দুই বা দুই পক্ষ । 
• এ খেলায় একজনের অর্জন বা লাভ, অন্য জনের হারানো বা লোকসানের সমান । অর্থাৎ একজনের অর্জন থেকে অন্যজনের বর্জন বাদ দিলে সব সময় ফলাফল শূন্য হয় । ।
• এটি সাম্য ও মুক্তির উপর ভিত্তি করে সৃষ্ট এক ধরনের বৈশ্বিক রাজনৈতিক দর্শন ।
• এ দুটি নীতির উপর ভিত্তি করে উদারতাবাদকে অনেক বিস্তৃত আকার দেয়া হয়েছে ।
• জিরোসাম গেমের মধ্যে উদারতাবাদ এ অর্থে পাওয়া যায় যে, এ প্রতিযোগিতায় যে কেউ সফল ও ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে । 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় "সেক্রেটারি অব স্টেট' ।
- মন্ত্রিপরিষদের সর্বোচ্চ পদমর্যাদার সদস্য হিসেবে, সেক্রেটারি অফ স্টেট হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নির্বাহী শাখার তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা।
- রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্টের পরে, এবং ভাইস প্রেসিডেন্টের পরে রাষ্ট্রপতির উত্তরাধিকারী হওয়ার জন্য চতুর্থ স্থানে রয়েছেন।
- শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়ে এবং প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া।

- শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ও আরব সাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত।
- রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
- বৃহত্তম নগরী: কলম্বো।
- মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর (মাঝরাতে) পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে।

- পূর্ব জার্মানির জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (GDR) পশ্চিম জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের (FRG) সাথে একীভূত হয়।

- একীভূত জার্মানি ফেডারেল প্রজাতন্ত্র (FRG) নামে পরিচিত হয়। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়।
- আফগানিস্তানে কমিউনিটি শাসিত সরকার ক্ষমতায় আসে ১৯৭৮ সালে।
- ১৯৭৮ সালের এপ্রিল মাসে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় নুর মোহাম্মদ তারাকি-এর নেতৃত্বে পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান (PDPA) একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এই ঘটনাকে সোর বিপ্লব বলা হয়।

কমিউনিটি শাসিত সরকারের সময়কাল:
- ১৯৭৮ সালের এপ্রিল থেকে ১৯৭৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত নুর মোহাম্মদ তারাকি রাষ্ট্রপতি ছিলেন।
- ১৯৭৯ সালের সেপ্টেম্বর থেকে ১৯৮৬ সালের ডিসেম্বর পর্যন্ত হাফিজুল্লাহ আমিন রাষ্ট্রপতি ছিলেন।
- ১৯৮৬ সালের ডিসেম্বর থেকে ১৯৯২ সালের এপ্রিল পর্যন্ত মোহাম্মদ নজিবুল্লাহ রাষ্ট্রপতি ছিলেন।
২৭ সেপ্টেম্বর, ২০২১ সালে জার্মানির সাধারণ নির্বাচনে মধ্যে বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) জয়লাফ করে। এই নির্বাচনের মধ্যে দিয়ে জার্মানির নতুন চ্যান্সেলর হন ওলাফ শলৎস।
বেনজির ভুট্টো:
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো
- তিনি পাকিস্তানের পুরুষশাসিত রাজনীতিতে নিজেকে সফল নারী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- তাঁর বাবা জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- প্রতিপক্ষের এক নেতাকে খুনের অভিযোগে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হলে বেনজির ভুট্টো মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জয়ী হলে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।

অন্যদিকে -
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন।
- মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্নপুত্রী।
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরানায়েক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া ।রাশিয়ার বর্তমান ক্ষমতাসীন এ দলটি ১ ডিসেম্বর ,২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।

- ভারতের সুপ্রিম কোর্টে প্রথম বধির আইনজীবী হিসেবে যুক্তিতর্কে অংশ নেন সারাহ সানি।
- তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে একটি শুনানিতে অংশ নেন।
- সারাহ সানি বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি ২০১৮ সালে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ২০২১ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন।


- গণপ্রজাতান্ত্রিক চীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং শাসক রাজনৈতিক দল।
- এটি বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল।
- গাধা প্রতীকটি প্রথম ব্যবহার করেন আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন (১৮২৯-১৮৩৭)।
- নির্বাচনের সময় রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে ‘জ্যাকঅ্যাস’ অর্থাৎ গাধা বলে ডাকা শুরু করেন। বিদ্রুপ করে ডাকা হলেও জ্যাকসন নামটি খুব পছন্দ করেন এবং বিরোধী দলের অপপ্রচারের সুযোগকেই কাজে লাগান নিজের প্রচার হিসেবে। আর গাধাকে তিনি নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করেন।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- ১৮৭৪ সালে থমাস ন্যাস্ট হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন। থমাস ন্যাস্টের এমন অর্থবহ কার্টুন দারুণ পছন্দ হয় রিপাবলিকানদের। আর হাতির সেই কার্টুন লুফে নেয় রিপাবলিকানরা। আর সেই থেকে হাতি হয়ে উঠে রিপাবলিকান দলের প্রতীক।
- রিপাবলিকান পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক রাজনৈতিক দল।
- এই দলকে জিওপি (GOP) বা গ্র্যান্ড ওল্ড পার্টি হিসেবেও অভিহিত করা হয়।
- ঐতিহাসিকভাবেই এই দলের প্রতিদ্বন্দ্বী হলো ডেমোক্রেটিক পার্টি।

- হেলসিংকি ফিনল্যান্ডের রাজধানী।
- এটি ফিনল্যান্ডের প্রধান শহর এবং সবচেয়ে জনবহুল শহরও।[
- ফিনল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত এই শহরটি দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং শিক্ষার প্রধান কেন্দ্র।
- হেলসিঙ্কি বাল্টিক সাগরের তীরে অবস্থিত।
• 'The Truth We Hold: An American Journey' - বইটি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস লিখেছেন।
• বইটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল, এবং এটি হ্যারিসের জীবন ও কর্মজীবনের গল্প বলে, ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে তার শৈশব থেকে শুরু করে একজন প্রসিকিউটর, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসাবে তার সময় পর্যন্ত।

    
    
- এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি 'আসিয়ান' জোটকে সমর্থন করা।
- আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠিত হয়। 
- এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা, এবং সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে পার্থক্য নিয়ে আলোচনা করা।

    

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
    
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0