The European Union was established in -

A 1985

B 1990

C 1991

D 1992

Solution

Correct Answer: Option D

ছয়টি দেশ মিলে সাধারন বাজার (Common Market) গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৫৭ সালের ২৫ মার্চ ইতালির রাজধানী রোমে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে গঠিত হয় ''ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি (European Economic Community-EEC)''। ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EU -এর একক মুদ্রা চালু হয়।
- এর কার্যকরী রাজধানী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে এর সদস্যরাষ্ট্র ২৭ টি।
- ১৯টি দেশে এর একক মুদ্রা আছে। 
 - এর অফিসিয়াল ভাষা ২৪ টি।
- ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রাকে ইউরো মুদ্রা বলে। এর জনক রবার্ট মুন্ডেল।
- এটি রাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে।
- ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ২০১২ সালে EU নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

♦ ইউরোপীয় ইউনিয়নের নিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্নঃ
- EU এর পূর্ণরুপ -European Union
- শেনজেন চুক্তি হচ্ছে -অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
- ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে
- Schengen Area ভুক্ত দেশ নয় -ব্রিটেন
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ -২৭ টি
- ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রথম যে দেশ বের হয়েছে যুক্তরাজ্য
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট -EU
- বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট -WTO
- কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে -রোম চুক্তি
- ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -১৯৫৭ সালের ২৫ মার্চ
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর -ব্রাসেলস ,বেলজিয়াম
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর সদর দপ্তর -জার্মানির ফ্রাঙ্কফুটে
- ব্রেক্রিট হলো -ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন হতে আলাদা হওয়া

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions